আমার সব স্বপ্ন আর ইচ্ছে গুলো ঘিরে-
তোর জন্মের গল্পটাকে মুঠোয় পুরে;
আমার রাজকুমার হয়ে তুই উঠলি বেড়ে,
তুই যে আমার আগলে রাখা সাত রাজার ধন-
খুব আদর শাসন করি-জড়িয়ে বুকে মানিক রতন;
অনেক দিন কেটে গেল-অনেকগুলো বছর-
আগের সময়গুলো ছিল শুধু আমার মাঝে তোর ।।
আধো আধো কথা শিখেছিস মুখ চেয়ে;
আঙ্গুল ধরে হাঁটতে যেয়ে হোঁচট খেয়ে-
লুকিয়েছিস মুখ আমারই বুকে;
আমার শব্দ শুনলে শুধুই ভালোবাসা নিয়ে
ছুটে আসতি আমারই কাছে-
কলমটা প্রথম ধরতে শিখিয়েছি ছোট ছোট আঙুলে
আবদার - চাওয়া গুলো পূরণ করেছি কত প্রশান্তি ভরে;
তুই যে আমার আগলে রাখা সাত রাজার ধন ।।
প্রথম যেদিন হাত ধরে স্কুলের শুরু
সেই সাথে আমার স্বপ্নদের শুরু;
বড় হয়ে হবি তুই- বড় ডাক্তার না বড় ইঞ্জিনিয়ার
নাকি আকাশে উড়াবি মস্ত প্লেন ?
স্বপ্ন গুলো তো শুধুই স্বপ্ন
মানুষের ঘরে জন্ম নিয়েছিস
কামনা এই...
একজন আদর্শ মহান মানুষের;
তুই যে আমার বুক জুড়ানো মানিক রতন ।।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯