কপালে বলি রেখা--কাঁচাপাকা চুলের লুকোচুরিতে
চোখে মোটা ফ্রেম বলে যায় মৃত্যুর পথে
আরেকধাপ এগিয়ে গেলাম !
মশা-মাছি উড়ে, আবার পাখিও উড়ে
কখনো আমিও তো উড়েছিলাম ভাবনার সাগরে ।।
মরে যাব একদিন, পচে গলে ক্ষয়ে যাব
বেলা শেষের ভাবনাতে ফিরে আসি একান্তে
নিজেরই কাছে...কত কথা যে মন বলে !
অধিকার জন্মায় কি কিছুর ওপরেই;
এই ঘরদোর, মাথার ওপর ছাদ,দেয়ালে যত্নে
ঝোলানো পেইন্টিং,বাধাই করা হাস্যজ্জল ছবি
কবিতার পাতা, ব্যাক্তিগত ডায়রি, তোমার নীরব প্রেম
কোনকিছুই আমার নিজস্ব কি ?
টবের গাছে টকটকে লাল গোলাপ
রক্তাক্ত আগুণ ছড়ায়, এটাও কি আমার ?
মনের অজান্তেই কখনো খুঁজবে কি এই আমাকে ?
ব্যথার দহন ব্যথার মাতম ছড়ায় সর্বত্র !
যদি অতৃপ্ত আত্মা আরেক বার পায় নশ্বর শরীরের
অধিকার, লোবানের কটু দীর্ঘশ্বাস ছাপিয়ে
বুকের ভেতর চিনচিন ব্যথা মনে করিয়ে দেবে কি
একটি বর্ষণ মুখর হারানো রাত--
মুখোমুখি তুমি আর আমি !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪৫