ভাবনায় মগ্ন রাতের শেষে সকাল টা ছিল বেশ চুপচাপ
দাবী করবোনা কোন ব্যাথা লুকাচ্ছি কোথাও ;
শুধু অনুভূতির জীবাণুগুলো মগজে মননে কিলবিল করে
মন খারাপের নিঃসঙ্গ বিকালে নপুংসকের শীশ্নের মত-
প্রতিরোধ গড়তে ব্যাকুল বিবেকের সাথে বোধে প্রবোধে-
তাই, তোমাকে ভাবতে মানা--
অনুভুতি গুলি লুকিয়ে রেখেছি গোপন পাপের আঁচড়ের মত -
মুসলমানের ঘরের রাধা-এমন কাফের কৃষ্ণ প্রেমে-
হয়তো পাগলামি অথবা যাপিত জীবনের আকাঙ্ক্ষায়-
আমার গোরের মাটি-তোমার চিতার ছাইয়ে-
তফাৎ ই বা কি ?
ছাই কি মাটি হয় ?
না...ছাই মাটিতে মিশে যায় ?
চোখের পাতায় টুপটাপ শব্দ বলে একা চলতে হবে,
এটা ঈশ্বরের প্রজ্ঞাপনেই লেখা ছিলো -
-আশায় থাকি ছাই মাটিতেই মিশে যাক ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫