প্রিয় দেশবাসী,
সবাইকে অগ্রীম পাঁকা আমের শুভেচ্ছা। আশা করি সবাই গরমে তেঁতে আছেন। অবশ্য ডিজিটাল সরকার দিনে অন্তত ১২ ঘন্টা বিদ্যুত দিয়ে যাচ্ছে। এতে গরম কিছুটা কমই লাগার কথা! তবুও রিক্সাওয়ালা থেকে শুরু করে পাঞ্জাবীওয়ালা-আপামর দেশজনতা কেন উত্তেজিত হয়ে আছে--তা প্রথমে বুঝি নাই। পরে ব্যক্তিগত অনুসন্ধান করে এই উত্তেজনার একটাই কারণ খুঁজে পেলাম। আর তা হলো মডেল কন্যাদের অশ্লীল ভিডিও।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জানি --প্রমাণ ছাড়া কোন কথা ধোপে টিকে না। তাই কাল রাতেই ইউটিউব ঘাটা শুরু করলাম। আপনাদের দোয়ায় রাষ্ট্রপতি
ভবনে কখনো কারেন্ট যায় না! তাই টানা ৭ ঘন্টা নেট ব্রাউজ করতে কোন সমস্যাই হয় নাই। এই সাত ঘন্টা ইউটিউব ছ্যাড়াব্যাড়া করে অবশেষে একখান ভিডিও নামাইতে সক্ষম হইলাম।
আমার বয়স হয়েছে। টানা ৮-১০ মিনিটের উত্তেজক ভিডিও এখন আর শরীরে শয় না। তাই ২-৩ মনিট দেখেই কম্পু বন্ধ করে দিলাম। ছিঃ ছিঃ ছিঃ…. এইসব মানুষ দেখে!!
মোবাইলে ক্যামেরা থাকিলে ভিডিও হইবে--এটাই স্বাভাবিক। সেই ভিডিও হতে পারে আওয়ামী লীগের কার্যালয়ের, জাতীয় সংসদ ভবনের অথবা
যে কোনো উন্নয়নমূলক কাজের। তাই বলে ঘরের গোপন ভিডিও চিত্র কেন প্রকাশ্যে আসবে?!চেহারাটা একটু পরিচিত হইলেই কি ভিড্যু বাইর করতে হবে?? এই যে হাসিনা/ খালেদা আপা। পৃথিবীজুড়ে মানুষ তাদের একনামে চেনে। সেই সুযোগে তারা কি কখনো ভিডিও বাইর করছে?!? অবশ্যই না!!
মূল ব্যাপারটা হলো নৈতিকতার অবক্ষয়। পিতা-মাতার কন্ট্রোলেও দোষ আছে। আমাদের সময়ে দেখছি বাপে ধমক দিলে পুলাপান প্যান্টে পেচ্ছাব করে দিতো। আর এখন বাপ-পুতে একসাথে বইসা ‘টাইটানিক’ টাইপ ছবি দেখে! শ্রেণীকক্ষের শিক্ষকরাও হাতে-কলমে নৈতিক শিক্ষার নামে ছাত্রীদের উপর হামলে পড়ে। পুলাপান রাত জেগে কানে ইয়ারফোন লাগায়া এফ,এম রেডিও শুনে আর হাতে হাতে নেট ঘাটে।(অবশ্য নেটে কি মধু তা কাল রাতে নিজেও বুঝলাম!) এমতাবস্থায় আমার খোলা চিঠি
না দিয়ে উপায় ছিলো না।।
তাই, আমি আপনাদের আহবান জানাচ্ছি, আসুন সবাই সংযত হই। পুলাপানদের কন্ট্রোলে আনি।বাবা-মা দের বলছি--ওদের নিয়ে একত্রে বসে বিটিভি দেখেন। এতে ওরা আর নেট ঘাটার সময়ও পাইবো না আর মডেলকন্যাদের অশ্লীল ভিড্যু দেখে উত্তেজিত হইবো না!! পাশাপাশি দেশের তুমুল উন্নয়নের জোয়ার সম্পর্কে সবাই ভালোভাবে জানতে পারবেন।।
পুনশ্চঃ মডেলকন্যাদের বিরুদ্ধে সরকার এখনই কোন ব্যবস্থা নিতে নারাজ। কারণ, ডিজিটাল বাংলাদেশের লক্ষণতো এদের দ্বারাই প্রকাশিত হচ্ছে! তাছাড়া, যুবক-যুবতীদের বিনোদনের খোরাক কেড়ে নিয়ে সরকার যুবসমাজের ৩০% ভোট হারাতে চায় না।
ইতি
এক অধম রাষ্ট্রপতি