পথ পরিক্রমায় বেড়িয়েছেন। চলার পথে চেনা জগতের বাইরে একান্ত প্রিয় মানুষ টি শুধু পাশে।মাতাল বাতাসে উড়ন্ত প্রিয় মানুষটির চুলে ছোয়া কিংবা হাতের উষ্ঞতা যখন অপর্যাপ্ত.......মনে যখন অফুরন্ত শিহরণ....তখন , নিশ্চিৎ আপনার মন গুনগুন কররে উঠবে ৬০-৭০ দশকরে বাংলা চলচ্চিত্ররে অমর গান ....''এই পথ যদি না শেষে হয় ,তবে কেমন হতো বলতো..................''
তবে......................?
পথ যদি এমন হয়.............!!!!!??????????????
Stelvio Pass Road,ইতালি ।
আমি নিশ্চিৎ যে ( একান্ত বেরসিক না হলে ) দূর হতে পূর্ব আল্পসের নয়নাভিরাম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।কিন্তু, আল্পসের এক পাশ হতে অপর পাশে যাবার জন্য সমূদ্র পৃষ্ঠ হতে ১.৭০ কিমি উপরে দিয়ে ধাবমান সর্পীল আকারের এই পথে রয়েছে ৪২ টি প্রায় ৩৬০ ডিগ্রী বাঁক।আসুন আরেক টুকু কাছ থেকে দেখা যাক.................
Trollstigen, Norway
নরওয়ের Trollstigen নামক সরু সড়কে মাথায় চক্কর সব ভয়ংকর মোড় পার হতে হতে আপনাকে আরও একটি আতংক তাড়া করে ফরিবে , তা হচ্ছে উপর হতে পাথর গড়িয়ে পরবার ভয়।
ছবি দেখে নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন, কিসের অদ্ভুৎ আকর্ষণে মানুষ এই ভয়ংকর পথে পা বাড়ায়।..............
এই পথের শেষে অবস্থান করছে পাহাড়ের বুকে ১০০০ ফুট এক নয়নাভিরাম জলপ্রপাত।
Col de Turini, France
তাবৎ দুনিয়ার দুঃসাহসের গাড়ি চালকদের অন্যতম প্রিয় দক্ষিণ ফ্রান্সের এই সড়কে ২০ মাইল অতিক্রম করতে হলে আপনাকে অতিক্রম করতে হবে ৩৪ টি ভযংকর বাঁক.. যাকে বলা চলে মৃত্যু ফাঁদ।
North Yungas Road, Bolivia
বলিভিয়ার এই সড়কটি Road of Death নামে সমাধকি পরিচিত।পাহাড়ের গা বেযে উঠে যাওয়া এই সড়করে পাশে রয়ছে কোন রকম প্রতিবন্ধক ছাড়া খাড়া-গভী খাদ।তার থেকেও ভয়ংকর হচ্ছে কুয়াশা - বৃষ্টি আর ভুমি ধ্বসরে ত্রাস।
সরু এই সড়ককে কত টকু নির্বোধ (নির্লপ্তি ) হলে এভাবে ট্রাক ড্রাইভাররা একে অপর কে সাইড দিতে পারে।
Taroko Gorge Road, Taiwan (Chungheng)
দেশে-বিদেশে রোলার কোস্টারে চড়ে চড়ে যাদের মন পানসে হয়ে গেছে সেই সব পর্যাটকদের জন্য তাওয়াইনের ন্যাশাল পার্কে পাহাড়ের পটে ফুড়ে করা সুড়ঙ্গ পথ খুবই আকর্ষণীয় হবে।
অন্তত এখানে পর্যাটকের নিরাপত্তার কথা ভেবে করা হযেছে কংক্রিটের হুইল গার্ড.... কোথাও কোথাও উচু লোহার রেলিং।
Los Caracoles Pass, Andes
আন্দীজ পর্বতমারার মধ্য দিয়ে ধেয়ে যাওয়া এই পথটি চিলি ও আর্জেন্টিনা মাঝে যোগায়োগের প্রধান ও জনপ্রিয় সড়ক।
ভয়ংকর বাঁক আর পাশ্ব-প্রতিবন্ধকহীন এই সড়কের আরও ত্রাসরে বিষয় হচ্ছে বৎসরের একটা বড়্ সময় সড়ক টি থাকে তুষার আবৃত।
Lena Highway, Russia
এক বর্ষার মৌসুমে কুয়াকাট ভ্রমন কালে পটুয়াখালি-কুয়াকাটা সড়ক কে আমি নাম দিয়ে ছিলাম 'নরকের পথ' । রাশিয়ার Lena নদীর সমান্তরালে ছুটে চলা এই মহাসড়কটি যে আগেই সে খেতাব প্রাপ্ত (Highway from Hell) তা আমার জানা ছিল না।
Guoliang Tunnel Road, China
উপররে ছবি দেখে ভাবছেন, পথের ( সড়কের) গল্প বলতে হঠাৎ খাড়া পাহাড়ের ছবি কেন?
Atlas Mountains Road, Morocco
মরোক্করDades Gorge নিঃসন্দে প্রকৃতির এক অপার বিস্ময়।কিন্ত সেখানে পৌছতে হলে আপনাকে শক্ত মনের মানুষ হতে হবে।
The Way to Fairy Meadows, Pakistan
Grimsel Pass, Switzerland
Grimsel Pass হচ্ছে সু্জারল্যান্ডের Rhone নদীর উপত্যাকা হতে Haslital উপত্যাকার পথ। স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে আপনাকে এই ঢলু সড়ক ধরে উঠে যেতে হবে সমূদ্রপৃষ্ঠ হতে ১ মাইল র উপরে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৪