[ Nature's Best Photography Windland Smith Rice International Awards 2009এর নির্বাচিত বর্ষ সেরা কিছু ফটোগ্রাফ দিয়ে পৃথিবীর প্রকৃতি ও জলবায়ু রক্ষার লড়াইয়ের মাইলফলক বর্ষ ২০০৯ কে বিদায় জানাচ্ছি। প্রত্যাশা করছি, অনাগত বৎসরগুলোতে সারা বিশ্বের মানুষের এই প্রকৃতিকে রক্ষার সংগ্রাম আরও বেগবান হবে।]
Zoos and Aquariums Winner ক্যাটাগরিতে সেরা ছবি David F. Bezold এর তোলা যুক্তরাষ্ট্রের Norristown, Pennsylvania এর Elmwood Park Zoo নিবাসী গভীর চিন্তা মগ্ন Mountain Lion এর ছবি।
Weather Winner ক্যাটাগরিতে সেরা ছবি Linda Drake তোলা কানাডার Churchill, Manitoba এর এক শীতের রাতে আকাশে Northern Lights এর অপ্রকৃত খেলা।Linda এত দক্ষতার সাথে তাঁর ক্যামেরায় ক্লিক করেছেন যে ,Northern Lights কে অনেকে হঠাৎ করে অনেকে মনে করবেন......... তাবু থেকে ধুয়ার কুন্ডলি বেড়িয়ে আসছে , যেন কোন পর্যটক তাবুর অভ্যন্তরে কোন সুস্বাদু ডিনার প্রস্তুতে ব্যস্ত আর তারই সুবাস ছড়িয়ে পরছে চারপাশে।
Youth Photographer of the Year 2009 ক্যাটাগরিতে সেরা ছবি Alexander Mody সাইপ্রাস গাছের ডালে বসা পেঁচার ছবি। বলুন তো...... পেঁচা টি ডালে সদ্য এসে বসলো, না উড়ে যাবে? যুক্তরাষ্ট্রের Springfield,Virginia এ জন্ম গ্রহণকারী ১৯ বৎসরের Alexander Mody আরও কিছু অসাধারণ কাজ দেখতে পাবেন তাঁর ব্লগে।
Oceans Winner ক্যাটাগরিতে সেরা ছবি Yeang Ch'ng ক্যামেরা বন্দী পাপুয়া নিউগিনির West New Britain Province এ Kimbe উপসাগরের বদ মেজাজী পিচ্চি (বাচ্চা) নোনা পানির কুমির।দুঃসাহসী সমুদ্র প্রেমী ফটোগ্রাফার Yeang Ch'ng অন্যন্যা ছবি গুলো দেখুন নববর্ষের আনন্দে।
Grand Prize Winner 2009 ক্যাটাগরিতে সেরা ছবি John Reiter এর রুয়ান্ডার Volcanoes National Park থেকে তোলা Mountain Gorilla ।বিপুল আকার Mountain Gorilla বর্তমানে বিশ্বের অন্যতম বিলুপ্ত প্রায় প্রাণী্। ধারণা করা হয় বর্তমানে বিশ্বে এই প্রজাতির গরিলার সংখ্যা ৭০০ এর কম।
Small World Spectaculars Winner ক্যাটাগরিতে সেরা ছবি কানাডার Calgary, Minghui Chen এর Confederation Park হতে Minghui Chen এর তোলা Damselflies নামক বর্ণিল ফড়িং দম্পতির প্রেমমধুর অন্তরঙ্গ মুহুর্তে ছবি। লক্ষ্য করুণ, ফড়িং দম্পতির লেজের বন্ধনে ফুটু উঠেছে ভালবাসার প্রতীক Heart ।
Wildlife Winner ক্যাটাগরিতে সেরা ছবি টিও John Reiter ক্যামেরা থেকে এসেছে।কেনিয়ার Masai Mara National Reserve এ এক গ্রীষ্মের সকালে Burchell's Zebra and Lion নামক ছবিটি Reiter এর হাতে ফ্রেম বন্দী হয় । তিনি ছবিটি তুলবার মুহুর্ত কে এভাবেই বর্ণনা করেন ''On a hot morning in the Mara, a zebra stood alone in a grassy field with a wound visible on its shoulder. As the zebra walked slowly away, it made the mistake of scratching its wound against a bush, triggering the lions into action. ''
Environmental Issues Winner ক্যাটাগরিতে সেরা ছবি Hans Strand আর্টিক মহাসাগর ( উত্তর মহাসাগর) এর Svalbard দ্বীপের (নরওয়ে) মেরু ভল্লুক বা (Polar Bear)। দুইহাত উচু করে শ্বেত ভুল্লুক টি জাহাজের অভিযাত্রীদের তার দ্বীপে অভ্যর্থণা জানাচ্ছে।
আসুন আমরা সবাই এই শ্বেত ভল্লুক মত দুই হাত প্রসারিত করে পৃথিবীর সকল প্রানীর জন্য আশাবাঞ্জক বর্ষ ২০১০ কে বরণ করে নেই।শুভ নববর্ষ।।