ধর্ম মানুষের মধ্যে নৈতিকতা ও ত্যাগের মানসিকতা সৃষ্টি করে আর ধর্মহীন ও ধর্মবিরোধী রাজনীতি হলো শোষণ, দুর্নীতি ও সীমাহীন ভোগের হাতিয়ার। অতএব শোষণ, দুর্নীতি, শোষণহীন দেশ গড়ে তুলতে হলে দেশে অনৈক্য সৃষ্টিকারী ধর্মবিরোধী নাস্তিকবাদী ও ভোগবাদী রাজনীতি বন্ধ করতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ ও মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান এক বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম সে দেশে যারা ধর্ম তথা ইসলামি রাজনীতি নিষিদ্ধের দাবি করে তারা দেশ ইসলাম, সংবিধান, গণতন্ত্র ও মানবতার শক্র। এহেন আবদার চরম ধৃষ্টতা বৈ আর কিছুই নয়। বিজ্ঞপ্তি।
সূত্র দেখুন ।
***********************************************
নিচের সংবাদের প্রেক্ষিতে-
এইসব কুলাঙ্গার বিদেশের মাটিতেও দেশের মান-মর্যাদা ক্ষুন্ন করে গেল। আশার কথা যে, প্রকাশ্য শিরোচ্ছেদের পর যদি বাকী প্রবাসীরা সতর্ক হয়।
***********************************************
সৌদি আরবে ৩ বাংলাদেশীর শিরশ্ছেদ
নয়া দিগন্ত ডেস্ক
সৌদি আরবে তিন বাংলাদেশীর শিরশ্ছেদ করা হয়েছে। অপর এক বাংলাদেশীকে হত্যা ও তার স্ত্রীকে ধর্ষণের অপরাধে সৌদি কর্তৃপক্ষ তাদের এ সাজা দেয়। বার্তা সংস্থা এপি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন তাকির আবদুল রহমান, তাফায়েল আবদুল রশিদ ও লিওন জুলি।
মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সিও খবরটি প্রকাশ করেছে। এতে বলা হয়, ‘ওই তিনজন এক স্বদেশীর বাসায় ঢুকে তার চোখ ও হাত-পা বেঁধে মারধর করে। এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করে।’ নিহতের নাম প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা জানায়, হামলাকারীরা লোকটির অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে এবং তার স্ত্রীকে ধর্ষণ করে। অপরাধীদের রিয়াদে শিরশ্ছেদ করা হয়।
খবরের সূত্র।