চেতন হাওয়ায় অচেতন হয় এ মন
তোমারই কথা শুধু মনে পরে সারা-খন
উত্তরীয় মাতাল বায়ে অম্র-কাননে যখন
দুলে ওঠে এই মন ;
তোমারই কথা বসে ভাবি সারাক্ষণ....
ঘুম ভেঙে পান্তার পাতে যখন
ইঁলিশ খেতে চায় এই মন
তখন তোমায় খুঁজি সারাক্ষণ
রমনার-বটমূলে আমের ভর্তায় যখন
জিভে আসে জল ;
তোমায় ভিষণ কাছে মনে হয় সারাক্ষণ....
চারুকলায় সুন্দরীদের ভীরে যখন
হারিয়ে ফেলি মন ,
তখন বুঝি এতো 'বৈশাখ'-এর আগমন....