আমাদের দেশের মানুষ কি নিজেদের ভালটাও বুঝবে না কোনদিন? রোহিঙ্গা সমস্যা নিয়ে যা একটা শুরু হয়েছে আর বলার মত না। নিজেদের হাজারো সমস্যার কোন সমাধান নেই এর উপর রোহিঙ্গাদের আশ্রয় দিতে এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। আরে ভাই আগে যে সব রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তারা নতুন করে সমস্যা তৈরি করা ছাড়া কিছুই করতে পারে নি। যে দেশে এমনিতেই অনেক মানুষ খেতে পায় না, আছে কর্মসংস্থানের সমস্যা সেখানে আরো হাজার হাজার মানুষকে কিভাবে আশ্রয় দেয়া সম্ভব? যারা তাদের আশ্রয় দেয়ার কথা বলছেন তারা কি একবারো ভেবে দেখেছেন এত গুলো লোকের খাদ্য, বস্ত্র,বাসস্থান সহ অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো কে মেটাবে? আর এরা কবে আবার নিজ দেশে ফিরে যাবে বা আদৌ যাবে কি না? যদি না যায় তাহলে তাদের কর্মসংস্থান কোথায় হবে? ঠিক আছে মানবতার খাতিরে না হয় মানলাম তাদের বাঁচানো উচিত কিন্তু জাতিসংঘ বা অন্যান্য দেশগুলো কেন মায়ানমারের উপর চাপ সৃষ্টি করছে না? মুসলমান মুসলমান ভাই ভাই জন্যে না হয় মুখে ফেনা তুলছি তাহলে বিশ্বের আর সকল বড় মুসলিম ভাইরা কিছু বলছেন না কেন? জানি তারা বলবে না কোন দিন বলেও নি, ৭১ এও বলেনি ফিলিস্তিনের জন্যেও কিছু বলে না। সুতরাং শুধু শুধু এই মুসলিম ভ্রাতৃত্বের কথা বলার কোন মানে হয় না।
মানবতা বা মুসলিম ভ্রাতৃত্বের কথা বলা খারাপ না জানি বরং ভাল কিন্তু সত্যটা হচ্ছে বিশ্বরাজনীতির জন্য মাঝে মাঝে নিজেদের দেশের স্বার্থ বড় করে দেখা উচিত। সবাই দেখে। কোন দেশই নিজের স্বার্থ ছাড়া আরেক দেশকে সাহায্য করতে এগিয়ে আসে না। আমরা এই সব বুঝি না। এই জন্যে ১০ ট্রাক অস্ত্র নিয়ে নিজেরা নিজেদের প্যান্ট খুলি।
রোহিঙ্গাদের সাহায্য করতে হবে ঠিক কিন্তু বাংলাদেশে আশ্রয় দিলেই এই সমস্যার সমাধান হবে না। বরং মাঝখান থেকে বাংলাদেশের সমস্যা বাড়বে আর মায়ানমারের উদ্যেশ্য হাসিল হবে। বাংলাদেশি হিসেবে নিজেদের স্বার্থ রক্ষায় আমাদের খেয়াল রাখতে হবে।