আজ বঙ্গবন্ধুর জন্মদিন। একজন মানুষ যার জীবনের সবচেয়ে বড় অংশটাই কেটেছে বাঙালি মুক্তিসংগ্রামে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার এই মানুষকে আমরা বিভিন্ন সময় কত ভাবেই না নিচে নামিয়েছি। আজ স্বাধীন বাংলাদেশে রাজাকাররা তাদের গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে আর এই মানুষকে নিয়ে এমন কিছু মানুষ সমালোচনা করে যাদের সেটা করার অধীকারই নেই।
বাঙ্গালির পাকিস্তান বিরোধি আন্দোলনের পুরোভাগে ছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছিল প্রায়শই আমরা তাকে মূল্যায়ন করতে চাই তিনি স্বাধীনতা ঘোষনা করেছিলেন কিনা এই বক্তব্য দিয়ে। আওয়ামি বিরোধিরা প্রমাণ করতে চায় তিনি স্বাধীনতা ঘোষনা করেন নি, আর আওয়ামিলীগ চায় এটা প্রমাণ করতে যে তিনি ছাড়া আর কেউ স্বাধীনতা ঘোষনা করেন নি, ভাবখানা এমন যে স্বাধীনতার ঘোষনা পত্রটিই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছে। তাহলে ৬০ এর দশকের যে আন্দোলন তার কি কোন মূল্য নেই? ৭০ এ মানুষ যে তাকে কেন্দ্র করে গড়ে ওঠা আওয়ামিলীগকে গণ রায় দিল তার কি কোন তৎপর্য নেই?
ঐ সময় বঙ্গবন্ধুর মত একজন বলিষ্ঠ নেতার প্রয়োজনীয়তা কি কেউ অস্বীকার করতে পারবে? আমি মনে করি আমরা বাংলাদেশীরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সবচেয়ে প্রয়োজনের সময় ইতিহাসের একটা ক্রান্তিলগ্নে তার মত একজন নেতা পেয়েছিলাম। অবশ্য তার সহযোগী নেতৃবৃন্দের কথাও আমাদের ভুলে গেলে চলবে না।
স্বাধীনতার পর তার বিশেষ করে তার দলের বিভিন্ন কুর্মকান্ড প্রশ্নবিদ্ধ হয়েছে ঠিক কিন্তু অনেক সময় আমরা এর পুরো দায়ভার তার কাঁধে চাপানোর চেষ্টা করি। কিন্তু ঐ সময়ের বিভিন্ন সভা সমিতিতে তার বক্তব্য শুনলে বুঝা যায় অনেক যায়গায় তিনি চেষ্টা করেও কিছু করতে পারেন নি। হ্যা তিনি ভুল করেছিলেন। তিনি ভুল করেছিলেন মানুষ চিনতে। প্রকৃত বন্ধু খুঁজে নিতে পারেন নি তিনি। যার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মূল্য মনে হয় তিনিই দিয়েছেন। পাকিস্তানীরা পারেনি কিন্তু তার স্বপ্নের স্বাধীন দেশে নিজ দেশের সেনাবাহিনীর হাতে তাকে স্বপরিবারে প্রাণ দিতে হয়েছে।
আমার সবসময় মনে হয় এই মানুষটাকে নিয়ে আমরা সবসময় বাড়াবাড়ি করেছি।তার বিরোধীগোষ্ঠি বলুন বা তার নিজের গড়া দল আওয়ামিলীগ সবাই তাকে নিয়ে বাড়াবাড়ি করেছে । কেউ তাকে একেবারে তলানীতে নামিয়ে দিতে চেয়েছে কেউ বা হয়তো নিজের স্বার্থসিদ্ধির জন্যই তাকে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করেছে। অনেক ক্ষেত্রে তার নামের যথেচ্ছ ব্যবহার অনেকের বিরক্তির কারণ হয়েছে। আমরা কি পারি না তাকে তার প্রাপ্য সম্মন দিয়ে দলমত নির্বিশেষে বিতর্কের ঊর্ধে রাখতে?