আমাদের সবার আবেগ আছে প্লেয়ারদেরকি আবেগ থাকতে পারে না? একটা ম্যাচ হেরে কি বাংলাদেশের ক্রিকেট একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে? কেউ বুঝতে চায় না। আমার ধারনা আজ যারা এত সমালোচনা করছেন তারা নব্য সাপোর্টার । তারা ১৯৯৯ এর বিশ্বকাপ এর পর থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটকে দেখেনি। একটা সময় ছিল যখন টেস্ট প্লেয়িং নেশন হওয়া সত্বেও বাংলাদেশ ২০০ রানই পার করতে পারত না। আজ যদি পূর্বসূরিরা দাবি করেন তাদের জন্যই বাংলাদেশ আজ বিশ্বকাপে খেলছে তাহলে তাদের এটাও মেনে নিতে হবে যে সাকিব তামিমরা দেশের ক্রিকেটকে এমন একটা মানে নিয়ে গেছেন যে জন্যে বিদেশিদের সামনে আমাদের সাবেকরাও বড় গলায় কথা বলতে পারেন। আমরা যদি ১৯৯৯ থেকে ২০০৪ এ জিম্বাবুয়ের সাথে জেতার আগ পর্যন্ত প্রায় পৌনে পাঁচ বছর বাংলাদেশের পরাজয় সহ্য করতে পারি তাহলে এখন একটা ম্যাচ হারার পরেই এত সমালোচনা কেন?
আমার মনে আছে ২০০৪ এ যখন বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে একটি ওয়ান ডে জিতল পত্রিকায় সেটা নিয়ে কত কাভারেজ । আমি হলফ করে বলতে পারি সেদিন কোন সাংবাদিকই কল্পনা করতে পারেন নি ২০১০ সালের মধ্যে বাংলাদেশের ঝুলিতে এতগুলো ওয়ান ডে জয় থাকবে। মনে পড়ে হাবিবুল বাশার একবার আশংকা করেছিলেন যে কোন ম্যাচ না জিতেই তার ক্যারিয়ার শেষ হয়ে যায় কি না।
আজ বাংলাদেশের ক্রিকেট যে সর্বোচ্চ পর্যায়ে খেলছে তার জন্য অবশ্যই সাবেকদের অবদান আছে কিন্তু বর্তমান বাংলাদেশ টিমের যে মানসিকতা তার পেছনে আছে সাকিব তামিমের মত কিছু সাহসী তরুন। আজ তাদের জন্যই বাংলাদেশ আর সম্মানজনক পরাজয়ের চিন্তা নিয়ে মাঠে নামে না।
বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য বলছি আপনারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাপোর্টার হোন তাহলে দয়া করে এমন কিছু করবেন না যাতে করে প্লেয়াররা মানসিক চাপে থাকে। তাদের পাশে থাকুন তারা আবার ফিরে আসবে।