হিসাবটা উল্টা হইলেই বরঞ্চ মানাইতো তাই না!!
বাংলাদেশ একটা মুসলিম প্রধানদেশ। এই দেশের শতকরা ৯৮% লোক মুসলমান।
জামাতের সমর্থক ঠিক কতজন ভোটার তা হিসাব করলেই বের হয়ে আসে। অথচ একটা মুসলিম প্রধান দেশে সবারই জামাতের সমর্থক হবার কথা ছিল কিন্তু তা কি হইছে?
হয় নাই!!
কেন হয় নাই?
সেইটা জামাত-শিবিরের লুকজনই ভাল বলতে পারবে।
আছেন কুন ছাগু, থাকলে বইল্লা যান।