"মুক্তিরো মন্দিরো সোপান তলে,
কত প্রান হলো বলি দান
লেখা আছে অশ্রু জলে"
উপরের গানটি আমার অনেক পছন্দের গান । আজ যেন ঠিক সেটাই হচ্ছে । আনন্দের অশ্রু যেন শেষ হচ্ছে না । সামু আট মাস বন্ধ ছিল । দীর্ঘ আট মাস । আমার মত অনেকেই ভিপিএন দিয়ে ব্যবহার করতে গিয়ে ক্লান্ত হয়েছেন । শেষে দারস্ত হয়েছেন অন্য সোশায়ল মিডিয়াতে । আমিও শেষ পর্যন্ত এটাই করেছি ।
তবে সামুতে আসিনি তা নয় । এসেছি । কিন্তু কি করব ভাল লাগেনি । ভিপিএন দিয়ে ঢুকতে যেমন ঝামেলা আর কষ্ট লাগে স্পিডে । ভাত সোজা খেতেই ভাল লাগে । ঘুরিয়ে খেলে কি মজা পাওয়া যায় । ঠিক যেন সেটাই হচ্ছিল ।
আমি ব্লগারদের সাথে নিজের ব্যস্ততার কারনে যোগাযোগও করতে পারিনি । তবে খোজ খবর রেখেছি । ব্লগ খুলেছে আজ । দুপুরে অফিসে বসে করলাম লগ ইন । এরপর আর কি আনন্দ আর ধরে না । খুশিতে দুটো লাফ দিতে চেয়ে ছিলাম । বস কি ভাববে তাই দেইনি ।
ক্লান্ত শরীরের বাসা আসার পর ভাবলাম বসি । তারপর ভাবলাম একটা বই পড়ে শেষ করি । বইটা শেষ করে লিখতে বসলাম আনন্দের কথা । সামু আমাকে অনেক ভালবাসা দিয়েছে । সেটা বলার অপেক্ষা রাখে না ।
মনে পরে ব্লগ ডে পালনের আগের কথা । জাদিদ ভাই আর সারথি ভাইয়ের সাথে দেখা করেছি । নীল সাধু দার কথা শুনে মুগ্ধ হয়েছি । সবাই আপন করে নিয়েছে । আমি যেন এই পরিবারের ই সদস্য । সত্যি বলতে আমার বন্ধুরা আমাকে বলে তুই ব্লগিং করে কি পাস । আমি উত্তর দিয়েছিলাম, শান্তি । এখানে সবাই আমার আপন । কেউ পর নয় ।
এখানে আসলে মনে হয় মেকি নেই, সব সত্য । আর সত্যের জয় হবেই । সেটাই হয়েছে । আশা রাখি, আবারও সামু সরব হবে । সব ব্লগাররা আবার ফিরে আসবেন ।
আপনাদের কাছে অনুরোধ । এই সামু কে আমাদের ধরে রাখতে হবে ।
ভাল থাকবেন । সুস্থ থাকবেন । সামুর সাথেই থাকবেন ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৬