প্রথমে মনে হল বর্তমান ব্লগাদের হিটের সংখ্যা নিয়ে একটা পোস্ট করা যাক । তারপর মনে পড়ল আমাদের ব্লগের পরিসংখ্যানবিদ ব্লগার আমি তুমি আমরা এমন পোস্ট আগেই দিয়ে দিয়েছেন । আমিও সেই হিটপোস্টের একটা লেটেস্ট সংস্করণ পোস্ট করেছিলাম তার কয়েক বছর আগে। খুজলে হয়তো পোস্টটা খুজে পাবেন। তখন মনে হল বরং মুল হিট পোস্ট না দিয়ে অন্য ভাবে হিট পোস্ট দেওয়া যাক !
একজন ব্লগার যদি দীর্ঘদিন ধরে ব্লগে থাকেন এবং নিয়মিত পোস্ট করে থাকেন তাহলে তার হিট বেশি হবে এটাই স্বাভাবিক । কারো হিট যদি একজন ব্লগারের হিট এক লক্ষ হয়, অন্য আরেকজনের হিট যদি হয় দুই লক্ষ, তাহলে কাকে বেশি হিটওয়ালা ব্লগার বলা যাবে? যার দুই লক্ষ তাকেই তো ! কিন্তু যদি যার হিট এক লক্ষ সে যদি ৫০টা পোস্ট দিয়ে থাকে আর যার দুই লক্ষ সে যদি দুই লক্ষ হিট পেতে ১৫০ পোস্ট দিয়ে থাকে তাহলে? এখন কাকে হিট ব্লগার বলবেন?
আসেন আজকে সেই পরিসংখ্যানই দেখি । ব্লগারদের মোট হিটের পরিমান নয় বরং পোস্ট প্রতি গড়ে একজন ব্লগার কত হিট পেয়েছেন তার একটা পরিসংখ্যান দেখা যাক ! দেখে নিন আপনি কোন অবস্থানে আছেন । আপনার আগে আর পরে কে কত জন আছেন...
> শায়মা - ৪৬৩১.৮৬
> কাল্পনিক_ভালোবাসা - ৪০৪৮.৫২
> হাশেম - ২৪৫৬.৮১
> নোটিশবোর্ড - ২৪০৮.৮৯
> নতুন নকিব - ২২২৮.৫২
> অপ্সরা - ২২১১.৭৪
> অপু তানভীর - ২১৭৯.২৯
> জানা - ১৯১৯.৬১
> জোবাইর - ১৮৭২.৪৯
> ঢাবিয়ান- ১৮৭২.০৮
> জাদিদ - ১৮৭০.৯৩
> আরইউ - ১৮১৪.৩১
> হাসান মাহবুব - ১৭৩৪.০৪
> আমি তুমি আমরা - ১৭৩২.২৪
> গিয়াস উদ্দিন লিটন ১৭০৮.৪২
> জুন - ১৬২৭.৮৩
> নীল-দর্পণ - ১৬১৩.৯৯
> সাড়ে চুয়াত্তর - ১৫৬১.২৩
> ডঃ এম এ আলী - ১৫১৫.৯৫
> নীল আকাশ - ১৪৬০.২৫
> ঠাকুরমাহমুদ - ১৩৮৫.৫২
> আহমেদ জী এস - ১২৮৬.০৫
> বোকা মানুষ বলতে চায় ১২৬৬.০৮
> মোস্তফা কামাল পলাশ - ১২২১.৪০
> মনিরা সুলতানা - ১২১৯.২৭
> সোহানী - ১১৫১.৬৮
> জাহিদ অনিক - ১০৬৭.৩৮
> লাইলী আরজুমান খানম লায়লা - ১০২৭.৭৮
> মাঈনউদ্দিন মইনুল - ৯৮৫.২০
> ভুয়া মফিজ - ৯৫৭.৭২
> নতুন - ৯৪৭.২৪
> আরিফ রুবেল - ৯৪২.৬৩
> নজসু - ৯১৪.৬৬
> নিমো - ৯০১
> করুণাধারা - ৮৫০.৭৪
> অপু দ্যা গ্রেট - ৮১৪.৫৮
> সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ ৭৯৫.৫০
> জ্যাকেল - ৭৯৩.২৩
> কাজী ফাতেমা ছবি - ৭৯২.৭০
> বিজন রয় - ৭৯০.১৩
> মোহাম্মদ গোফরান - ৭৮০.৮৩
> সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - ৭৬৪.১৯
> শেরজা তপন - ৭৪৯.২০
> হাসান কালবৈশাখী - ৭৪৩.৩৩
> ব্লগার_প্রান্ত - ৭৩৭.৯২
> শ্রাবণধারা - ৭০৪.৫০
> রাজীব নুর - ৬৭৯.৯৮
> প্রামানিক - ৬৫৭.৭৬
> বুবলা - ৬৫৩.০২
> পদাতিক চৌধুরি - ৬৪৫.৯৮
> সামিয়া - ৬৪৩.৮২
> সত্যপথিক শাইয়্যান - ৬৩৬.৪৮
> মরুভূমির জলদস্যু - ৬১৬.৪৪
> ...নিপুণ কথন… ৬১৫.৫৫
> কাছের-মানুষ - ৬১০.৮৭
> সোনালি কাবিন - ৫৮১.২৭
> সায়েমুজজ্জামান ৫৬৭.৫১
> গেছো দাদা - ৫৪৮.৪৯
> সোনাগাজী - ৫৪২.৪৩
> পলাশ রহমান - ৫২৬.৪২
> গেঁয়ো ভূত - ৫১৭.৪৫
> নীলসাধু - ৫১৬.৭৪
> রূপক বিধৌত সাধু - ৫০৯.২৭
> শরৎ চৌধুরী - ৫০৪.৩১
> খায়রুল আহসান - ৫০৪.০৯
> ঢাকার লোক - ৫০২.৪২
নিচের এই ব্লগাররা তাদের প্রায় সব পোস্টই ড্রাফটে নিয়েছেন । তাই তাদের প্রকৃত পোস্ট প্রতি হিটের সংখ্যা জানা সম্ভব না ।
আরোগ্য -৪২৫৪.২৮ (৭), ডার্ক ম্যান - ৩১৯৩৫ (১), জটিল ভাই - ১১২০৩.৬৩ (১১), মিরোরডডল - ২২০২৭.৫০ (২)
গড়ে যাদের হিট ৫০০ এর বেশি কেবল তাদেরকেই নেওয়া হয়েছে । সেই সাথে কেবল মাত্র বর্তমান সময়ে যে ব্লগারগন একটিভ আছে তাদের কেবল তাদেরকেই নেওয়া হয়েছে । হিসাবে হয়তো একটু এদিক ওদিক হতে পারে কারণ কয়েক দিন ধরে একটু একটু করে এটা তৈরি করেছি । এরই ভেতরে কয়েকজন ব্লগার পোস্ট দিয়েছেন তার পোস্টের সংখ্যার হিটের সংখ্যা পরিবর্তণ হয়েছে ।
ইহা একটি অদরকারি পোস্ট তবে অনেকেই আছেন দেখা যায় প্রায়ই নিজেদের পোস্টের হিট, মন্তব্যের সংখ্যা নিয়ে খুব কথা বলে । নিজেদের অবস্থান তারা দেখে নিতে পারে। এছাড়া অন্যেরাও নিজেরা হিট দেখতে পারেন । পোস্ট প্রতি ৫০০ হিট কিন্তু খারাপ নয় !
কী বলেন ?
হ্যাপি হিট ব্লগিং !
ছবি সুত্র dailymotion.com
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪৮