আমরা যারা নিয়মিত ব্লগে আসি কিংবা নেট ব্যবহার করি তারা সব সময়ই ইউটিউব ব্যবহার করি । নানান কাজে আমরা ইউটিউব ব্যবহার করে থাকি । দরকারি কাজ থেকে শুরু করে কেবল বিনোদনের জন্য এই নিয়মিত ইউটিউবে গিয়ে থাকি । তবে একটা বিরক্তিকর অভিজ্ঞতার ভেতরে আমরা সবাই যাই তা হচ্ছে ইউটিউব এড । ভিডিওর একেবারে শুরুতে একবার এড দিয়ে শুরু হয় এবং ভিডিও শেষ হওয়ার আগে আরও এক দুইবার এড চলে আসে । যদিও কয়েক সেকেন্ড পরে আপনি চাইলে সেই এডটা স্কিপ করতে পারেন তারপরেও সেটা একটা বিরক্তির ব্যাপার । আপনি যদি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেন তবে হয়তো এই এড আসে না । না হলে এই এড আসবেই ।এই ঝামেলা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন । আমি বেশ কিছুদিন ধরে এই এড ফ্রি ইউটিউব এবং ফেসবুক ভিডিও উপভোগ করছি । ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ।
প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ''fair adblocker'' এইটার্মটা লিখে । নিচের মত ছবি আসবে গুগলে ।
একেবারে প্রথম অপশনে ক্লিক করবেন। আপনাকে সরাসরি ক্রম ওয়েব স্টোরে নিয়ে যাবে । তখন আপনি এড টু ক্রম এ ক্লিক করবেন ।
এরপর এড এক্সটেনশনে ক্লিক করবেন।
ক্লিকের পরেই আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাবে।
এখানে উপরের চারটা অবশন আগে থেকেই অন করা থাকবে তবে নিচের চারটা সম্ভবত অন করা থাকবে না । আপনি সব গুলো অন করে সেভ সেটিংস দিয়ে বের হয়ে আসবেন ।
ব্যাস আপনার আর কোন ঝামেলা নেই । এরপর থেকে আপনি কোন প্রকার বিরক্তিকর এড ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে পারবেন । তবে এটা কেবল ব্রাউজারে কাজ হবে । আমি যদিও বেশির ভাগ সময় পিসির ব্রাউজার দিয়েই ইউটিউব দেখি । এটা ফেসবুক ভিডিওর ক্ষেত্রেও চমৎকার কাজ করে ।
হ্যাপি ওয়াচিং
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫