প্রতিবছরের বইমেলা আমার জন্য একটা আনন্দময় ঘটনা । বইয়ের ব্যাগ হাতে নিয়ে মেলায় ঘুরাঘুরি করাটা আমার পছন্দের একটা কাজ । সারা বছরই বই পত্র কেনা হলেও মেলা থেকে বই কেনা হয় সব থেকে বেশি । সব চেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে মেলা থেকে অনেক অচেনা লেখকদের বই কেনা হয় যা সারা বছরে সম্ভব হয় না ।
এইবার কোন কিছুই ঠিক মত হয় নি । গতবছর যখন বইমেলা হল তখনও করোনা এদেশে আসতে পারে নি । তখন নিশ্চিন্তে বইমেলা চলেছে পুরো দমে । কিন্তু এই বছরের বই মেলা যেন একেবারে মন আর পানসে একটা খবর ছিল । একে তো মেলা শুরু হল মার্চ মাসে তার উপরে আবার লক ডাউন বিধিনিষেধ আরও কত কিছু । মেলাতে গিয়েছিলাম কেবল দুই দিন । পুরানো সেই মেলাকে কোন ভাবেই খুজে পাই নি । সব কিছু কেমন অপরিচিত মনে হচ্ছিলো যেন । তবুও বই কেনা হয়েছে কিছু । আর কয়েকটা বই কেনা হয়েছে মেলা চলাকালিন সময়ে রকমারি থেকে । মেলাতে কম যেতে পারার কারণে বই গুলো রকমারি থেকে নিয়েছি । নয়তো মেলা থেকেই নেওয়া হত । এই বই গুলোর একটা তালিকা কদিন ধরেই করবো করবো করেও করা হচ্ছিলো না । আজকে মনে হল সেটার একটা লিস্ট তৈরি করেই ফেলি ।
মেলা থেকে আমার বই কেনার ক্ষেত্রে প্রথম পছন্দই হচ্ছে ভুতের বই । এইবারও সেটার ব্যতিক্রম নয় । বরং সব থেকে বেশি এই ভুতের বই ই কেনা হয়েছে ।
ভৌতিক
১. নিশিশ্বাপদ - নশমান শরীফ
২. কান্তজীউয়ের পিশাচ - তৌফির উর হাসান রাফির
৩. হাতকাটা তান্ত্রিক - তৌফির উর হাসান রাফির
৪. শয়তানের সাগরেদ - তানভীর মৌসুম
৫. ওখানে কে এবং পিশাচী - অনীশ দাস অপু
৬. ধূসর আতঙ্ক ও ভ্যাম্পায়ার - অনীশ দাস অপু
৭. অশরীরী জগৎ - ইশতিয়াক হাসান
৮. রুম নম্বর ৩৮ - মোরশেদ আলম হৃদয়
৯. ভৌতিক ব্যালকনি - ফেরারি মুরাদ
১০. নিষিদ্ধ মধ্যরাত - এস এম মহিউদ্দিন
১১. লঞ্চঘাটের প্রেতাত্মা ইকবাল খন্দকার
১২. ১৫ টি হরর গল্প মিজানুর রহমান কল্লোল
১৩. আফ্রিতা ... আধারের সন্ধানে - লুৎফুল রহমান
ছোট গল্প সংকলন
১. সাইকোগিরি - ইশরাফ শুভ
২. আকাশ গঙ্গার তারা - খন্দকার নাইমুল ইসলাম
৩. হারানো জগতে - কুশল ইশতিয়াক
উপন্যাস
১. অম্যুইং - আসাদ রহমান
২.সাইকো - ইশরাফ শুভ
৩. ট্রেন টু পাকিস্তান - খুশবন্ত সিং
৪. আলালের ঘরে দুলাল - প্যারিচাঁদ মিত্র
৫. দুর্গেশনন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬. সুখ অসুখ - সুলীন গঙ্গোপাধ্যায়
৭. সুলতানার স্বপ্ন - মেগম রোকেয়া
৮. ইন্দ্রজাল ২ - জিমি তানহাব
৯. লোলার জগৎ - মোহাম্মাদ সাইফুল ইসলাম (সায়েন্স ফিকশন)
১০. মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড - আসাদুল্লাহ আতিক
১১. গাভী বিত্তান্ত - আহমেদ ছফা
১২. শব্দজাল - রবিন জামান খান
১৩. সংশপ্তক - শহীদুল্লাহ কায়সার
বিজ্ঞান বিষয়ক
১. এটাই সায়েন্স - হাসান ইজ জামান শ্যামল
২. কালের সংক্ষিপ্ত ইতিহাত - স্টেফিন হকিং
অন্যান্য
১. অবরোধবাসিনী - বেগম রোকেয়া
২.অনুভূতির অভিধান - তাহসান খান
সব কিছু স্বাভাবিক ভাবে চললে হয়তো আরও কিছু বই কেনা যেত । যাক এখন পৃথিবী যেমন চলছে সেই তুলনাতে এটাই বা কম কিসের । আশা করি যে সামনের বইমেলাতে আবারও সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে । আবারও আগের মত মনের আনন্দে বই পত্র কিনতে পারবো । এই কামনা করি ।
যে বই গুলো আমার পড়া হয়েছে সেগুলো নিয়ে ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া গুলো পড়তে চাইলে এই ওয়েব সাইটে ঘুরে আসুন ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩