বাঙ্গালি আসলে কি করে নেটে ? এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন । কোন বাঙ্গালী কি করে নেটে সেটা আলাদা ভাবে বের করা সম্ভব নয় । তবে ঠিক ঠিক ধারনা করা যায় আমরা আসলে কোন কোন সাইট গুলো বেশি বেশি ভিজিট করে । সেখান থেকে খানিকটা হলেও ধারনা পাওয়া যায় আসলে বীর বাঙ্গালি কি করে অনলাইনে ।
অনেক বছর আগে নাফিস ইফতেখার বাঙ্গালি নেটে আসলে কি করে সেই বিষয়ে একটি গবেষণা মূলক পোস্ট দিয়েছিল । তারপর কেটে গেছে অনেক বছর । আমরা সবাই জানি মানুষ পরিবর্তনশীল এবং সময়ের সাথে সাথে মানুষের মনভাব বদলায়, সেই হিসাবে তারা আগে যে সাইটে ঘোরাফেরা করতো এখন তারা সেই সাইট গুলোতে নাও যেতে পারে, এবং একই সাথে বাড়তে পারে অন্য সাইটে গুলোতে ঘোরাঘুরিও ! বদলাতে পারে বীর বাঙ্গালির অনলাইনের কার্যক্রমের ধরন । গত বছর এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম । সেইটাও এক বছর আগে । তাই এইবার আবারো সেই পোস্ট নিয়ে হাজির । আচ্ছা দেখা যাক এই বছরে আমাদের বাঙ্গালিদের নেটের কাজ কর্মের কি অবস্থা ? এবং সেই সাথে একটি তুলনা মূলক অবস্থা ।
বাংলাদেশ থেকে মোস্ট ভিজিটেড সাইটের লিস্টে আছে
এক- গুগল ডট কম
দুই- গুগ বিডি
তিন- ফেসবুক
চার- ইউটিউব
পাঁচ- প্রথম আলো অনলাইন
ছয়- ইয়াহু ডট কম
সাত- বিডি নিউজ
আট- ব্লগস্পট
নয়- বাংলা নিউজ ২৪
দশ- উইকিপিডিয়া
>> প্রথম ১০ ভিজিটেড সাইটে একটু পরিবর্তন এসেছে দেখা যাচ্ছে গত বছরের থেকে । জানি না কেন এবার ফেসবুক তিন নম্বরে চলে গেছে । এমন টা কি ১৮ তারিখ থেকে ফেসবুক বন্ধ এই কারনে ? হলেও হতে পারে তবে আমি আশা করেছিলাম গতবারের মত এবারও বাংলাদেশে সব থেকে বেশি ভিজিটেড সাইটের লিস্টে ফেসবুক সবার উপরে থাকবে যেমন টা গতবার ছিল । যাক সমস্যা নেই এবার ফেসবুক গেছে তিন নম্বরে যেখানে গতবার তার অবস্থান ছিল এক নম্বরে । ২০০৮ সালেও ফেসবুক তিন নম্বরে ছিল ।
>> এবারে এক এবং দুই নম্বরে থাকা "গুগল" এবং "গুগল বিডি" গতবছর ছিল ছিল যথাক্রমে তিন এবং দুই নম্বরে । বোঝা যাচ্ছে তাদের অবস্থানও বদলেছে । আগে মানুষ গুগল বিডিতে বেশি যেত এখন গুগলে যাচ্ছে বেশি । ২০০৮ সালে যদি দেখি তাহলে গুগল বিডির অবস্থান ছিল দুই নম্বরে যা এবারও তাই আছে কিন্তু গুগলের অবস্থান ছিল চার নম্বরে !
>> চার নম্বরে দেখা যাচ্ছে ইউটিউবকে । গত বছরেরও চার নম্বরে ছিল ইউটিউবই । তবে ২০০৮ সালে ইউটিউব ছিল সাত নম্বরে ।
>> পাঁচ নম্বরে ই আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে প্রথম আলো ডট কম ! গত বছরেই প্রথম আলোর অবস্থান ছিল ছয় এ । আর ২০০৮ সালে তো ছিল নাম্বার এগারোতে । দিন দিন এগিয়েই আসছে । যদিও মনে হচ্ছে এর থেকে আর বেশি সামনে যেতে পারবে না !
>> ছয় নম্বরে এবার আছে ইয়াহু ডট কম । ২০০৮ সালে এই ইয়াহুই ছিল এক নাম্বার পজিশনে । কিন্তু দিন দিন গুগল আর ফেসবুকের কাছে জনপ্রয়িতা হারাতে হারাতে আজকে এসে থেমে ছয় নম্বরে । গত বছরেও সেটা ছিল ৫ নাম্বার অবস্থায় ।
>> সাত ও নয় নাম্বার অবস্থানে থাকা বিডি নিউজ২৪ এবং বাংলা নিউজ২৪ গত বছরেও ঠিক একই জায়গায় ছিল ।
>> আট নম্বরে থাকা ব্লগস্পট গত বছরে ছিল ১০ নাম্বার অবস্থানে অন্য দিকে ২০০৮ সালে ছিল নয় এ । তাহলে বাঙ্গালী এই ২০১৫এর শেষে এসে নিজের ব্লগ বানানোর প্রতি আবারও বেশ ঝুকে পড়েছে দেখা যাচ্ছে ।
>> দশ নম্বরে পজিশনে আছে উইকিপিডিয়া । যেটা কি না গত বছরে ছিল ১১ নম্বরে এবং ২০০৮ সালে ঠিক এই ১০ নাম্বার অবস্থানেই ছিল ! ঘুরে ফিরে সব আগের জায়গায় চলে আসতেছে দেখা যাচ্ছে !
>> ২০১৫ সালটা আমাদের ক্রিকেট দলের জন্য বেশ চমৎকার একটা সময় ছিল । বছরের অনেক টা সময়ই আমরা আমাদের ক্রিকেট নিয়ে মেতে ছিলাম । তাই সম্ভবত গত বছর Espncricinfo.com এর অবস্থান যেখান ছিল ২৪ নম্বরে এবার সেটার অবস্থান চলে এসেছে ১১ নম্বরে । এতো বড় লাফ আর কেউ দিতে পারে নাই ! ২০০৮ সালে এই সাইট টা ছিল ১৫ নাম্বার অবস্থানে ।
>> ২০১৫ এর শেষে এসে এবার টুইটার চলে এসেছে ১২ নাম্বার অবস্থানে । যেতা গত বছরেও ছিল ২০ নাম্বার । আর ২০০৮ সালে টুইটার ছিল ।
>> ১৩ নম্বরে এসে বাঙ্গালী এবার ধরা খাইছে । গত বছরে প্রথম পর্ন সাইট এক্সভিডিওস ডট কমের অবস্থান ছিল ১৪ তে এবার সেটা একধাপ এগিয়ে ১৩তে চলে এসেছে ।
>> নাম্বার ১৪ তে আছে আলীবাবা ডট কম । অনলাইনে বেশ মানুষই কেনা কাটা করে দেখা যাচ্ছে । সব থেকে আশ্চর্য্যের ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত দেশীও বেচাকেনার একটা সাইটও লিস্টে আসে নাই । তার মানে কি দাড়ালো মানুষজন এখন বিদেশ থেকে বেশি জিনিস পত্র কিনতেছে নাকি । গত বছর আলীবাবা ডট কম ছিল ২১ নম্বরে এবার সেটা চলে এসেছে ১৪ তে ।
>> ১৫ নম্বরে রয়েছে ads.net এটা গত বছরে কোথায় ছিল খুজে পাচ্ছি না !
>> ১৬ নম্বরে আছে আস্ক ডট কম । গত বছরে আস্ক ডট কম ছিল সাত নম্বরে !
>> ১৭ নম্বরে অবস্থানে আছে বাংলামেইল২৪ । আরও একটু অনলাইন নিউজ পোর্টাল । গত বছর বাংলামেইল ছিল ১৩ নম্বরে অবস্থানে । বোঝা যাচ্ছে এর জনপ্রিয়তায় ঘাটছি দেখা গেছে ।
>> ১৮ নম্বরে আছে বিডি জবস ডট কম । এটা একটু অবাক করার মত । কারন গত বছরে এই অবস্থান ছিল ১৫তে । এবার তিন ধাপ পিছিয়ে এসেছে । মানুষ জন কি চাকরী খোজা কমিয়ে দিল নাকি ?
>> ১৯ নম্বরে আছে লিংকডইন । গত বছর লিংকড ইন ছিল ২৮ নম্বরে অবস্থানে । এটারও অবস্থান বেশ ভালই এগিয়ে এসেছে ।
>> ২০ নাম্বার অবস্থানে আছে বিক্রয় ডট কম । আমাদের দেশী সব বড় অনলাইন বাজার । তবে আগের বড় এই বিক্রয় ডট কমের অবস্থান ছিল ১৮ তে । এবার দুই ধাপ পিছিয়ে চলে এসেছে ২০ এ ।
>> ২১ নম্বরে আছে আরও একটি সংবাদ পত্রের পোর্টাল রাইজিং বিডি
>> ২২ নম্বরে আছে Trackingclick.net
>> ২৩ নম্বরে আছে আমাজান ডট কম । আরেকটি আন্তর্জাতিক কেনাকাটার সাইট ! গত বছর আমাজানের অবস্থান ছিল ৩৮ । গত বছরের তুলনায় তাহলে এবছরের এই সাইসে ঘোরাঘুরি মাত্রাটা তো অনেক বেশি বাড়ছে ।
>> ২৪ নম্বরে আছে ওয়ার্ডপ্রেস ডট কম । গত বছরের থেকে এ বছরে এর অবস্থান দুই ধাপ পেছনে ।
>> ২৫ নাম্বার অবস্থানে আছে আরেকটি নিউজ পোর্টাল । জাগো নিউজ২৪ ডট কম
এবার লিস্টে আর কয়টা নিউজ পোর্টাল আছে একটু দেখে নেওয়া যাক
২৬ নম্বরে আছে বিডি২৪ লাইভ ডট কম
২৮ নম্বরে আছে Thereport24.com
২৯ নম্বরে আছে এনটিভিবিডি ডট কম
৩০ নম্বরে আছে কালের কন্ঠ
৩১ নম্বরে আছে বিবিসি
৩৫ নম্বরে আছে প্রিয় ডট কম
৩৮ নম্বরে আছে ঢাকা টাইমস ২৪ ডট কম
৪১ নম্বরে আছে বাংলা ট্রিবিউন
৪২ নম্বরে আছে মানব জমিন
৪৩ নম্বরে আছে Sheershanewsbd.com
৪৪ নম্বরে আছে ইত্তেফাক
৪৯ নম্বরে আছে যুগান্তর
৫০ নম্বরে আছে নয়া দিগন্ত
>> দেখা যাচ্ছে বাংলাদেশে নিউজ পোস্টাল গুলো বেশ জমজমাট । গত বছরের হিসাব মত প্রথম ৫০ টা মোস্ট ভিজিটেড সাইটের ভেতরে ১৭ টা ছিল নিউজ সাইট । ২০০৮ সালে তো সেটা সংখ্যায় ৩/৪ মাত্র । এবারও হিসাব করে দেখা যাচ্ছে প্রথম ৫০ সাইটের ভেতরে নিউজ পোর্টাল রয়েছে ১৯ টা । সংখ্যা টা কিন্তু নেহৎই কম না !
আরও কিছু ওয়েবসাইটের অবস্থান আমরা দেখি
>> Blogger.com অবস্থান এই বছরে রয়েছে ২৭ নম্বরে । যা কি গত বছরে ছিল ৬০ নম্বরে এবং ২০০৮ এর দিকে যেটার অবস্থান ছিল ৯ এ ।
>> Techtunes এবং Sourceforge.net এই দুইটি কাজের ওয়েবসাইটের অবস্থান যথা ক্রমে ৩২ এবং ৩৩ নম্বরে । গত বছরের তাদের অবস্থান ছিল ৩৫ এবং ৩৩ এ !
>> মাইক্রসফটের এর সার্চ ইঞ্জিন লাইভ ডট কম এর অবস্থান আছে ৩৪ নম্বরে !
>> আমার অন্যতম পছন্দের একটা টরেন্ট সাইট হল Kat.cr । এটার অবস্থান এবার ৩৬ নাম্বার । গত বছর এটা ছিল ৫০ এ
>> ৩৭ তম অবস্থান আছে গ্রামীন ফোন ডট কম গত বছর গ্রামীন ফোনের অবস্থান ছিল ৩৬ । একটু পিছিয়েছে দেখা যাচ্ছে ।
>> মুভি সম্পর্কৃত ওয়েব সাইট Imdb.com এটার অবস্থান ৪৫ তম !
>> ৪৬ নম্বরে আবারও একটি পর্ন সাইট । এক্সএনএক্সএক্স ডট কম ! গত বছরেও এটা ছিল ৪৪ নম্বরে !
>> শেয়ার বাজারের খবরাখবর ডিএসসি বিডি ! আছে ৪৮ নম্বরে !
** এই হল বাংলাদেশ থেকে প্রথম মোস্ট ভিজিটেড ওয়েবসাইটের তালিকা । গত বছরের তুলনায় কিছু ওয়েবসাইট যেমন সামনে এগিয়ে গেছে আবার অনেক ওয়েবসাইট গেছে লিস্টের বাইরে । গ্রামীনের এখানেই ডটকম আগের বছরে ছিল ৪১ নম্বরে সেটা এবার চলে গেছে ৫৭ নম্বরে । তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট টা আছে ৫৫ নম্বরে ।
টেলিটক যেখানে গত বছরে ছিল ১৯ নম্বরে এবার সেটা চলে গেছে ৬৪ নম্বরে । এই ৬৪ নাম্বার অবস্থানে গত বছর আমার সামহোয়্যার ইন ব্লগ ছিল । এবার সেটা কি না চলে গেছে ৭৫ নম্বরে !
এই হল মোটামুটি চিত্র ! আজকে তাহলে এই পর্যন্তই । আবার সামনের বছরের শেষের দিকে এমন এক খানা পোস্ট নিয়ে হাজির হব ! ততদিন পর্যন্ত সবাই ভাল থাকুন !
তথ্য সংগ্রহঃ
নাফিস ইফতেখার ব্লগ,বাঙ্গালি নেটে কি করে
পরিবর্তিত বাঙ্গালী মনভাবঃ বাঙ্গালি নেটে কি করে
Alexa.com
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮