এক
-আজকে বাসায় আসো !
-এখন ?
ঘুম থেকে আমার উঠতে বরাবরই দেরি হয়। অবশ্য কোন কাজ না থাকলে যা হয় আর কি ! আমি অনেক কষ্টে চোখ মেলে ঘড়ির দিকে তাকালাম ! সবে মাত্র দশটার মত বাজে ! আমার জন্য এটা তো ভোর বেলা ! এই সময় কারো ফোন পেলে আমি বড় বিরক্ত হই ! কিন্তু নুসাবার ফোনকে উপেক্ষা করার কোন উপায় নেই । নিজের সংসারেকে সেধে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলেন !
আমি ঘুম যথাসম্ভব কাটানোর চেষ্টা করে বললাম
-এখন ? তুমি বাসায় কেন ? অফিসে যাবা না ?
-নাহ ! আজকে ঠিক করেছি যাবো না !
-সে কি ! শরীর খারাপ নাকি ?
-ঐ রকমই কিছু মনে কর ! যাই হোক ! আমি বুঝতে পারছি তোমার ঘুম আসছে কিন্তু কিছু করার নেই । এখনই ঘুম কাটিয়ে ওঠ ! গোসল করে তৈরি হও ! তারপর বাসায় আসো !
আমি কিছুই বুঝতে পারলাম না ! নুসাবার মতিগতি আমি তেমন কিছুই বুঝলাম না ! অবশ্য মেয়েটাকে আমি কোন ভাবেই বুঝতে পারি না ! পারার কথাও নয় ! কখন যে কি করে তার কোন ধারনা নেই !
আমি বললাম
-তোমার বাবা বাসায় নেই ?
-এই বদ ছেলে ! তোমার বাবা কি কথা ? আমার বাবা তোমার কি হয় শুনি ?
আমি মনে মনে হাসি ! মেয়েটা প্রত্যেকবার এই একই কথা বলে ! কিন্তু আমি যেমন জানি নুসাবার বাবা কিছুতেই আমাকে তার মেয়ের জামাই হিসাবে মেনে নিতে পারে নি আমিও কেন জানি ঠিক মত তাকে শ্বশুর মশাই বলে মেনে নিতে পারি নি । যাই হোক সেই দিকে না যাই ! আমি তাড়াতাড়ি বললাম
-শ্বশুর মশাই বাসায় নেই ?
-আছে !
-তাহলে ? তবুও আসবো ?
-মানে কি ? তুমি এমন ভাবে বলছো যেন তুমি আমার বয়ফ্রেন্ড ! বাবা বাসায় নেই এই জন্য তোমাকে চুপিচুপি আসতে বলছি ?
শেষের লাইন গুলো শুনেই মনে হল নুসাবা যেন খুব মজা পাচ্ছে ! আমি বললাম
-চিন্তা নেই ম্যাডাম ! আমি এক্ষুনি হাজির হচ্ছি !
-এক্ষুনি আসতে হতে হবে না ! আগে ভাল করে গোসল করবে ! আর একটু ভাল পোষাক পরে এস প্লিজ ! কেমন !
-ওকে ম্যাডাম ! যা বলবেন তাই হবে !
আমি কিছু বুঝতে পারলাম না ! নুসাবা হঠাৎ করেই ওদের বাসায় আমাকে কেন যেতে বলছে ! আমাদের মাঝে কথা ছিল যে যতদিন আমি ঠিকঠাক মত একটা কিছু না করবো ততদিন ওদের বাসায় আমি যাবো না ! মানে আমিও বলেছিলাম ওকে । ও সেটা মেনেও নিয়েছিল । তবুও মাঝে মধ্যেই ওদের বাসায় আমাকে যেতে হত ! কিন্তু সেগুলো বিশেষ প্রয়োজনে ! আর অন্য সময়ে ও নিজের বাইরে আসতো ! আমরা বাইরেই দেখা করতাম বেশি !
আমি ফেসবুক ওপেন করলাম ! নিজের একাউণ্ট থেকে নুসাবার একাউণ্টে গিয়ে দেখি গতরাতের পর আর কোন স্টাটাস নেই ! তারপর আমার আমার একটা গোপন একাউন্ট থেকে নুসাবার একাউন্টে যেতেই স্টাটাস টা চোখে পড়লো ! রাত তিনটার দিকে দেওয়া ! মনে মনে হাসি ! মেয়েটার এই স্বভাবটা এখনও গেল না ! আমাকে নেওয়া স্টাটাস গুলো সব সময়ই আমাকে হাউড করেই দেয় !
নুসাবা লিখেছে
"আমার স্বামীদেব বড় অদ্ভুদ একজন মানুষ ! না ঠিক অদ্ভুদ না, এই শব্দটা ওর সাথে যাচ্ছে না ! কেমন যে আমি ঠিক বলতে পারবো না ! মাঝে মাঝেই আমার আচরনে সে কষ্ট পায় ! খুব ছোট ছোট বিষয় গুলো নিয়ে । সেটা সে নিজের ভেতরেই রেখে দেয় ! আমাকে বলে পর্যন্ত না যে আমার কারনে সে কষ্ট পেয়েছে ! বরং এমন আচরন করে যেন সে খুব খুশি ! এমন কি আমার কোন আচরনে যদি সে খুব আনন্দিতও হয় সেটাও সে প্রকাশ করে না ! নিজের ভেতরেই লুকিয়ে রাখে ! তবে তার একটা ব্লগ আছে । বেশ গোপন, ছদ্য নামে । আমার কাছ থেকে লুকানো ! যদিও লুকানো আমি ঠিকই খুজে বের করে ফেলেছি ! সেখানে সে কেবল আমার কথা লেখে, গল্পাকারে ! যে যেদিন কষ্ট পায় সেদিন কষ্টের কথা লেখে যেদিন আনন্দিত হয় সেদিন আনন্দের কথা লেখে ! আমি মাঝে রাতে পড়ি আমার চোখের পানি ফেলি ! বারবার মনে হয় সরাসরি আমাকে কেন বলতে পারে না মানুষটা !
গতকাল কে ওকে অজান্তেই আবারও কষ্ট দিয়েছি ! সেটা সে লিখেছেও ! পড়ার পর থেকে কিছুতেই শান্তি পাচ্ছি না ! কিভাবে যে ওকে সরি বলবো খুজে পাচ্ছি না"
স্টাটাস টা আমার কাছ থেকে লুকানো আমি যেন পড়তে না পারি ! আমি মনে মনে হাসলাম ! আরও কিছুক্ষন চিৎ হয়ে শুয়ে রইলাম সিলিংয়ের দিকে তাকিয়ে ! এতোদিনেও আমি মেয়েটাকে কিছুতেই বুঝতে পারি নি । কোন দিন বুঝতে পারবো কিনা আমি জানিও না । এই মেয়েটার সাথে কিভাবে পরিচয় হয়ে গেল । আমার এখনও ঠিক বিশ্বাস হয় না !
সেদিনটার কথা আমার এখনও মনে আছে । টিউশনী থেকে বের হয়ে বাসার দিকে যা্ছিলাম ! কেবল মাত্র থানার কাছে এসেছি এমন সময় একটা গাড়ি এসে আমার সামনে থামলো ! আমি তাকাতাম না কিন্তু তাকালাম কারন গাড়িটির চালক একজন মেয়ে ! আমার দিকে তাকিয়ে হাসলো ! হাসিটা কেমন যেন পরিচিত মনে হল ! কোথায় দেখেছি মেয়েটাকে !
-অনীক সাহেব !
আমি দ্বিধা নিয়ে বললাম
-জি !
-আরে কেমন আছেন ?
-ভাল !
তখনও মনে করার চেষ্টা করছি কোথায় মেয়েটাকে দেখেছি ! ইদানিং ফেসবুকে এতো মেয়েদের ছবিতে লাইক দেই যে মনে হয় সব মেয়েই মনে হয় আমার ফেসবুকে পরিচিত ! কিন্তু এই মেয়েটাকে কি ফেসবুকে দেখেছি ?
মনে করতে পারলাম না !
-আপনি আমাকে চিনতে পারছেন না তাই না ?
এই কথাটা বলে মেয়েটা হাসলো ! আর আমি তখনই মেয়েটাকে চিনে ফেললাম । মেয়েটা আমার ফেসবুকে পরিচিত নয় ! বাস্তব জীবনের পরিচিত !
-আপনি নীলার কাজিন ?
-এই তো চিনেছেন ! তবে কাজিন না ! নীলার বাবা আমার বাবার বন্ধু !
-ও !
-কোথায় যাচ্ছেন ?
-বাসায় !
-কোন দিকে বাসা ?
-মোহাম্মাদপুর !!
-আরে আমিও তো ঐদিকেই যাচ্ছি ! আসুন ! আপনাকে নামিয়ে দেই !
আমি ঠিক মত বুঝলাম না ! এই মেয়ে আমার উপর এতো ইন্টারেস্ট কেন দেখাচ্ছে ? কোন কারন তো নেই ! একদিন মাত্র মেয়েটাকে আমি দেখেছি । আর এর ব্যাকগ্রাউন্ড যা শুনেছি তাতে আমার দিকে আগ্রহ দেখানোর কোন কারনই নেই ! আমি অবশ্য কিছু মনে করলাম না ! পথের মাঝে দেখা হয়েছে হয়তো ! আমি উঠে পড়লাম ! একটু অসস্তি যে লাগছিলো না তা কিন্তু না ! বিশেষ করে একটা মেয়ে যখন ড্রাইভ করছে । এমন দৃশ্য আমাদের দেশে খুব বেশি স্বাভাবিক না !
নুসাবা ঐদিন একেবারে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল ! আমার বাসাও চিনে গেল ! ঠিক তার দুদিন পরেও আবারও একই ঘটনা ঘটলো ! এবার আমাকে একটু নড়ে চড় বসতে হল ! মনে হল কিছু না কিছু সমস্যা আছে ! কিংবা কিছু ঠিক হচ্ছে না । এই মেয়ে আমার দিকে এতো আগ্রহ দেখাচ্ছে কেন ? কোন যুক্তিযুক্ত কারন আমি দেখাতে পারলাম না !
নীলাকে দিয়ে নুসাবা আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টেও ঢুকে গেল ! টুকটাক কথাও হতে লাগলো ইনবক্সে ! কিন্তু আসল ধাক্কাটা আমি নীলার মায়ের কাছ থেকে শুনলান !
নীলাকে পড়ানোর পরে যখন বের হতে যাবো সেদিন বের হতে যাবো তখনই নীলার মা আমাকে বসতে বলল ! সাধারনত বেতন দেওয়ার সময় আর নীলার পরীক্ষার খাতা দিলেই নীলার মা আমাকে একটু বসে যেতে বসে ! নয়তো এরকম আলাদা ভাবে বসতে বলার কোন কারন অবশ্য আমার জানা ছিল না !
-তুমি নুসাবাকে চিনো ?
-ঐ যে দিন এসেছিল আপনাদের বাসায় ?
-হ্যা ! এর বাইরে ?
আমি কি বলবো ঠিক বুঝলাম না ! একবার বললাম বলি যে দেখা হয় নাই । কিন্তু পরে মনে হল মিথ্যা বলে লাভ কি ! নীলার মা আবারও বলল
-মানে এর বাইরে ওর সাথে তোমার কবার দেখা হয়েছে ?
আমি এবার সত্যি ভয় পেয়ে গেলাম ! মনে হল যে আমার টিউশনীটা গেল মনে হয় !
-দেখা হয়েছে দুই দিন । ঐদিন বাসায় যাওয়ার সময় আমাকে লিফট দিয়েছিল । তারপর আরেক দিন !
নীলার মায়ের মুখ কেমন অন্ধকার হয়ে গেল ! আমি আসলেই এবার ভয় পেতে শুরু করলাম ! এই মেয়ের আমাকে কি শেষ পর্যন্ত কি করে কে জানে ! কোন জায়গা থেকে কোথায় নিয়ে যায় কে জানে !
তারপর নীলার মা যা বলল তার জন্য মনে হয় আমি কোনদিন প্রস্তুত ছিলাম না ! কোন দিন প্রস্তুত হবও না ! এখনও আমার কাছে ঠিক মত বিশ্বাস হয় না !
যখন ওদের বাসা থেকে বের হলাম তখনও মাথার ভেতরে কেবল একটা কথাই ঘুর পাক খাচ্ছিলো ! এই মেয়েটার মাথায় সিরিয়াসলি সমস্যা আছে ! থাকতে বাধ্য !
জানতাম আজকেও ওর গাড়ি অপেক্ষা করবে । একটু দুরে যেতেই লালা রংয়ের গাড়িটা চোখে পড়লো ! আমি কিছু না বলে গাড়িতে উঠে বসলাম !
-কোন দিক যাবো ?
-যেদিক ইচ্ছা ! মানে আমার মনে হচ্ছে যে এই এলাকায় আমার আর আসা হবে না !
-কেন ?
-আপনি যা করেছেন তাতে কি মনে হয় আমি আবার নীলাদের বাসায় আসতে পারবো ?
-কিছু হবে না !
তা তো হবেই না ! কিন্তু আমার জন্য অনেক কিছুই হবে ! এই মেয়ে গুলা কেন ঠিক মত কিছু বুঝতে পারে না ! মনে যা আসে তাই করতে পারলেও আমরা কিংবা আমি তাই করতে পারি না !
কিছুটা সময় চুপ করে থেকে বললাম
-আচ্ছা আপনি কি ভেবে আমাকে বিয়ে করতে চাইলেন বলেন তো ? লজিক টা কি ?
নুসাবা চুপচাপ গাড়ি চালালো কিছুটা সময় ! তারপর রমনা পার্কের পাশে গাড়িটা পার্ক করে আমার দিকে তাকালো ! তারপর বলল
-আমি জানি না !
আমি চুপচাপ তাকিয়ে আছি মেয়েটার দিকে । এই মেয়ের সমস্যা টা আমি এখনও ধরতে পারছি না !
-আমার বাবা মা বেশ চিন্তায় ছিল আমার বিয়ে নিয়ে ! পড়া অবস্থায় তারা আমাকে বিয়ে দেওয়া চেষ্টা করছিল ! কিন্তু আমার কাউকে মনে ধরে নি !
-আমাকে ধরেছে ?
-হুম !
-কেন ?
-জানি না ! ধরেছে কেবল এই জানি !
-রাত হয়ে যাচ্ছে ! বাসায় যাওয়া দরকার !
নুসাবা আমার দিকে তাকিয়ে থেকে কি যেন ভাবলো ! তারপর গাড়ি স্টার্ট দিল !
ঐ দিন রাতে কত কিছু ভাবলাম ! কোন উত্তর খুজে পেলাম না ! কেবল মনে হল এই মেয়ে কদিনের জন্য আমার জন্য হৈই উঠেছে কদিন পরে কেটে যাবে ! কিন্তু মাস খানেকের মধ্যেও কাটলো না ! আমি আটকে গেলাম ! কঠিন ভাবেই আটকে গেলাম !
দুই
একটা সময়ে মনে হত জেদের বসে অনিককে বিয়ে করে হয়তো আমি অনেক বড় ভুল করেছি ! এমন একটা মানুষের সাথে কি আসলেই সারা জীবন পার করতে পারবো ? কিন্তু মানুষের মাথায় যখন জেদ কাজ করে তখন অন্য কিছু আসে না ! লজিক তখন কাজ করে না ! যখন নীলাদের বাসায় প্রথম অনিককে দেখলাম তখনই আমার মনে হল এর থেকে পার্ফেক্ট আর কেউ হতেই পারে না !
বাবার প্রতি রাগটা আমার সেই ছোট বেলা থেকেই ছিল ! ছোট বেলা থেকে আমি কেবল বাবা মায়ের হাতের পুতুল হয়ে থেকেছি । ছোট বেলা থেকেই আমার স্কুল থেকে শুরু করে চুলের বেনী কয়টা হবে সেইটা পর্যন্ত আমার বাবা ঠিক করে দিত ! আমি কার সাথে মিশবো কে আমার বন্ধু হবে সেটা আমার উপর নির্ভর করতো না ! নির্ভর করতো বাবার উপর ! স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত বাবা ঠিক করে দিতো আমি কোথায় পড়বো ! কোন বিষয় নিয়ে পড়বো !
বাইরে যাওয়ার কোন ইচ্ছে ছিল না আমার কোন দিন ! দেশের ভেতরে থেকেই পড়া শুনা করতে চেয়েছিলাম কিন্তু আমার ইচ্ছা যদি কোন দাম থাকতো আমার বাবার কাছে ! সেদিন দেশ ছেড়ে বাইরে গেলাম সেদিনই কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম । হয়তো বাইরে থেকেই বিয়েটা করে ফেলতে পারতাম কিন্তু সেটা করলাম না কারন তাতে আমার মনের রাগ টা কমতো না ! আমার কেবল মনে হয়েছিল বিয়েটা আমি করবো বাবার অমতে এবং বাবার সামনেই ! থাকবোও বাবার সামনে ! তিনি চোখের সামনে আমাকে দেখবে কিন্তু করতে পারবে না !
দেশের এসে চাকরিতে জয়েন করার পরপরই বাবা আমার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলাম । সেই বারই প্রথম বারের মত অবাধ্য হলাম ! পরিস্কার ভাবেই বাবাকে বলে দিলাম তার পছন্দের ছেলে আমার পছন্দ নয় ! যদি সে জোর করে তাহলে আমি বাসা ছেড়ে চলে যাবো ! বাবা এতো অবাক হয়েছিল প্রথমে কিছুটা সময় কোন কথাই বলতে পারলো না ! কিন্তু তার তখন কিছু করারও ছিল না ! তার বোঝার দরকার যে আমি আর সেই ছোট্ট নুসাবা নেই !
অনিক প্রথম দেখেই মনে হল এই ছেলেটা একটা পার্ফেক্ট পানিশমেন্ট হবে আমার বাবার জন্য ! আমি যখন বাবার কাছে নিজের পছন্দের কথা বললাম বাবাকে যেন আকাশ থেকে পরলো ! খুব চিৎকার চেঁচামিচি করলো ! পরিস্কার বলে দিল ঐ ছেলেকে বিয়ে করলে আমি এই বাসায় থাকতে পারবো না !
এই হুমকিতে আগে ভয় পেলেও এখন আমি কেন ভয় পাব ! সেদিনই ব্যাগ নিয়ে বাসায় থেকে বের হয়ে গেলাম ! ঠিক সপ্তাহ পরে বাবা নিজেই আবার আমাকে বাসায় নিয়ে এল ! এবং অনিকের সাথেও বিয়েতে আর আপত্তি করলো না !
অনিক আমাদের সাথে থাকতো না ! তার কথা ছিল যে আগে সে নিজে চাকরি-বাকরি কিছু পাক তখন আমাদের সংসার শুরু হবে ! এই শর্তেই সে বিয়েতে রাজি হয়েছি ! যদিও বেচারা তখনও খানিকটা কনফিউজ যে আমি কেন তাকেই বিয়ে করতে চাইছি ! আমি অমত করলাম না ! আমার আসল উদ্দেশ্য তখনও ওর সাথে সংসার পাতা নয় বরং বাবার চোখের সামনে ওকে নিয়ে চলা ! চাল চুলো হীন একটা ছেলের সাথে তার মেয়ে বিয়ে করেছে এটা জানতে পেরে বাবার মনে ভাব আমি কল্পনা চেষ্টা করলাম ! তিনি ব্যাপার টা কোন ভাবেই মেনে নিতে পারবে কিন্তু তার কিছু করারও থাকবে না !
এর মাঝে মাঝে অনিকের সাথে আমার সম্পর্ক যে খারাপ ছিল সেটা বলবো না ! তবে সে একে বারে ওকে ছাড়া আমি বাঁচবো না সেটা ছিল না ! কিন্তু ভুলটা ভাঙ্গলো কদিন পরে ! বিয়ের মাস দুয়েক পরের কথা ! আমার শরীর হঠাৎ করেই একদিন খারাপ হল ! আমার ছোট বেলা থেকেই একটু ঠান্ডার সমস্যা ছিল ! বেশি ঠান্ডা লাগলো নিঃস্বাস বন্ধ হয়ে যেত ! হাসপাতালে ভর্তি হলাম ! পরদিন সকালে ঘুম ভেঙ্গে আমার চোখ অনিকের উপর পড়লো ! এর আগেও আমি হাসপাতলে ভর্তি হয়েছি ! মা থাকতো স্বাধারনত আমার সাথে ! চোখ মেলে দেখি অনিক আমার বিছানার কাছে একটা চেয়ারে নিয়ে সেখানে বসে আছে । চোখটা বন্ধ ! ঘুমাচ্ছে !
তখনও খুব সকাল হয় নি ! কেবল ভোর হয়েছে । ভোরের আলো অনিকের মুখে এসে পড়েছে !
কি বলবো নিজের ভেতরে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করলাম ! ছেলেটার জন্য কেমন একটা মায়া লাগলো ! একটা ছেলে আমার জন্য রাতে জেগে বসে আছে ! এটা ভাবতেই আমার মনে অনিকের ব্যাপারে আগের অনুভুতি গুলো খুহব দ্রুত পরিবর্তন হতে লাগলো ! আমি একটু নড়াচড়া করতেই দেখি অনিকের চোখ খুলে গেল ! আমার কাছে এসে ব্যস্ত হয়ে বলল
-কি হয়েছে ? কিছু লাগবে ?
আমি হাসলাম একটু ! বললাম
-তুমি কখন এসেছো ?
-রাতেই ! তোমার মা ফোন দিলেন !
-এই, আমার মা তোমার কি হয় ?
অনিক হাসলো !
আমি অনিকের হাসির দিকে তাকিয়ে নিজেকে খানিকটা হারিয়ে ফেললাম ! তখনই মনে হল ছেলেটা এই অল্প কদিনেই আমাকে অসম্ভব ভালবেসে ফেলেছে ! অনিক আবার বলল
-কিছু লাগবে ?
-হুম!
-কি ?
-তুমি চেয়ার ছেড়ে এসে আমার পাশে এসে শোও !
-কি !
-এতো কি কি করতে হবে না ! এখন আমি ভাল আছি ! যা বলছি কর ! এসো !
অনিকের সাথেই বেডের উপর উঠে এল ! ওর বুকে মাথা রেখে নিজের কাছেই কেমন শান্তি শান্তি লাগছিল আমি বলতে পারবো না ! জেদ থেকে যে সম্পর্কের শুরু কিভাবে সত্যি সত্যি প্রেম হয়ে গেল !
তিন
দরজার সামনে দাড়িয়ে রয়েছি । বেল বাজাবো কি বাজাবো না ভাবছি ! আমি এখন দরজা খুললেই সামনেই আমার অপ্রিয় শ্বশুর মশাইকে দেখতে পাবো । তবুও বেল বাজাতে হল ! দরজা খুলে দিনেন আমার শ্বশুর মশাই নিজে ! এবং বলাই বাহুল্য আমাকে দেখে তিনি খুব বেশি খুশি হলেন না ! কি আর করা ! আমি একটু হেসে পায়ে হাত দিয়ে সালাম করলাম !
সম্মান প্রদর্শন !
তিনিও বললেন
-বেঁচে থাকো
কিন্তু তার কন্ঠ স্বর শুনে আমার মনে হল তিনি বলতে চাইছেন আমার মেয়ের জীবন থেকে দুরে যাও !
আর কিছু বললেনও না । ড্রয়িং রুমে টিভ চলছিল । সেদিকে পা বাড়ালেন ! পেছনেই নুসাবাকে দেখতে পেলাম ! একটু আগে সম্ভবত গোসল করেছে । চুল গুলো এখনও ভেজা মনে হচ্ছে ! সাধারনত ও শাড়ি পরে না তবে আজকে শাড়িই পরেছে । কপালে ছোট্ট একটা টিপ ! আমাকে দেখে হাসলো !
আমিও হাসলাম ! শ্বশুর মশাই হাসলো না ! তিনি আবারও টিভির দিকে মনযোগ দিলেন ! আমি অসময়ে এসে পরা কোন অতিথি ! অবশ্য শ্বশুর মশাইয়ের কাছে আমি সব সময়ই এমন !
আমি কোন দিকে যাবো ঠিক বুঝতে পারলাম না ! সরাসরি কি নুসাবার ঘরের দিকে যাবো নাকি একটু বসে শ্বশুর মশাইয়ের সাথে দু একটা কথা বলে যাবো ! আমার তো আরও কিছু জানতে চাওয়া উচিৎ ! আমার ইতস্তর দেখে নুসাবা ঠিকই বুঝতে পারলো ! নিজেই আমাকে হাত ধরে ওর ঘরের দিকে নিয়ে গেল !
বসতে বসতে বললাম
-কি ব্যাপার এতো জরুরী তলব ?
-কেন ? ডাকতে পারি না ?
-না পারো ! তা পারবে না কেন ? কিন্তু কোন কারন তো আছেই নাকি !
-হুম ! তা আছে !
আমি মোটামুটি গম্ভীর কিছু শোনার জন্য প্রস্তুত হলাম ! নুসাবা টেবিলের উপর থেকে একটা খাম বের করে আমার দিকে দিল !
-কি এটা ?
-তোমার এপোয়েন্টমেন্ট লেটার !
-কি !
-হুম ! বাবা ব্যবস্থা করে দিয়েছে !
-তাই নাকি ! আমার তো মনে হয়েছে উনি আমাকে ঠিক পছন্দ করে না !
নুসাবা হাসলো । তারপর বলল
-তবে ! আমি চাই তুমি চাকরীটা না কর !
আমি অর্থপূর্ন দৃষ্টিতে তাকালাম ওর দিকে !
-আমি শুনতে চাইনা আমার স্বামী আমার বাবার সাহায্য নিয়ে বড় হয়েছে ! আমি জানি তুমি ঠিক ঠিক কিছু করে ফেলবে ! একটু সময় লাগবে হয়তো তবে ঠিক পারবে । পারবে না ?
আমি খামটা এক পাশে সরিয়ে রেখে ওকে কাছে ডাকলাম ! ওকে পাশে বসিয়ে কিছু সময় তাকিয়ে রইলাম ! অনেক কিছু বলতে চাইলাম কিন্তু বলতে পারলাম না ! মনে মনে বললাম কেবল তুমি সাথে থাকলে অবশ্যই পারবো ! জানো ছোট বেলা থেকেই আমি এমন কাউকে সারা জীবন খুজে এসেছি ! আমার আর কিচ্ছু দরকার নেই ! কিচ্ছু না !
চার
আমি যদিও জানতাম বাবার দেওয়া চাকরিটা ও করবে না ! তবুও নিজের ইচ্ছের কথাটা বলতেই ওর মুখের ভাবটা বদলে গেল ! সেখানে আমার জন্য অন্য রকম কিছু একটা ছিল ! আমাকে কাছে ডেকে আমার হাত ধরে রইলো কিছু সময় !
আমি জানতাম ও এখন কি বলবে কিংবা কি ভাবছে ! ওর আগে একটা প্রেমিকা ছিল ! আমার সাথে পরিচয় হওয়ার মাস ছয়েক আগে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছিল ! আরও ভাল করে বললে হয় মেয়েটাই করেছিল ! মেয়েটা নাকি ওকে বলেছিল যে তার সাথে অনিশ্চয়তার জীবন সে শুরু করতে পারবে না ! এমন কি অপেক্ষাও না ! কবে চাকরি হবে তার কোন ঠিক আছে !
এটা নিয়ে অনিক বেশ কষ্ট ছিল ! কেবল নিশ্চয়তার জন্যই মানুষ মানুষের কাছে আসে ! যদি আমার খারাপ সময়ে আমার হাতই তুমি না ধরতে পারলে তাহলে তুমি আমাকে কি রকম ভালোবাসো !
ওকে কোন দিন বলি নি ওকে আমি কেন বিয়ে করেছি ! বলতে পারি নি ! তবে সেটা কি বলার কি কোন দরকার আছে । অনিক এখন আমার কাছে বেশি জরুরী ! কিভাবে ওর সাথে পরিচয় হয়েছে কিংবা কেন ওকে বিয়ে করেছিলাম তার থেকেও বড় কথা ও যেমন আমাকে ভালবাসে আমি নিজেও ওকে ভালবাসি ! নিজের সব কিছুর মত অনিক আমার কাছে খুব প্রয়োজনীয় একটা কিছু ! আরও ভাল করে বলতে গেলে অপরিহার্য একটা অংশ !
অনিক আমাকে জড়িয়ে ধরলো ! আমার সাথে দেখা হওয়ার পরে ওযখ আবার আমরা যে যার দিকে চলে যাই তখন প্রতিবারই আমাকে জড়িয়ে ধরে ! মাঝে মাঝে রাস্তার ভেতরেও ! এটা নাকি ওকে শান্তি দেয় । ওকে বলা হয় নি ওর জড়িয়ে ধরাটা আমার মনেও অদ্ভুদ একটা প্রশান্তি নিয়ে আসে ! জড়িয়ে ধরা অবস্থায় বললাম
-আই এম সরি !
-কেন ? সরি কেন ?
-তোমাকে কষ্ট দিয়েছি !
ও আমাকে ছেড়ে দিয়ে খাননিকটা অবাক হয়ে বলল
-কই ? কিভাবে কষ্ট দিলে ?
আমি ওর কপালে একটা চুম খেলাম ! তারপর ওর নাকের সাথে নাকটা একটু ঘষে আবারও ওকে জড়িয়ে ধরলাম ! তারপর বললাম
-তুমি কালকের ছবি গুলো দেখে কষ্ট পেয়েছো তাই না ?
পাঁচ
আমার নিজের একটা ছোট্ট দুর্বলতা আছে । অনেক আগে থেকেই । বলতে গেলে অনেক আগে থেকেই । আমি কিছুতেই কাছের মানুষটার সাথে অন্য কোন ছেলেকে সহ্য করতে পারি না ! তা সে বন্ধু হোক কিংবা কাজিন কিংবা পরিচিত যে কেউ ! এটা কেন জানি আমার মাথায় রক্ত তুলে দেয় ! রিয়ার সাথে আমার কোন দিন অন্য কোন বিষয় নিয়ে কোন কথা কাটাকাটি বাঁধে নাই কেবল এই বিষয়টা ছাড়া ! মাঝে মাঝে ও ওর বন্ধুদের সাথে মিলে ছবি তুলতো ঘোরাঘুরি করতো আমার চোখের সামনে সেগুলো বাধতো আমি রাগে অন্ধ হয়ে যেতাম ! রিয়া নিজেও বুঝতে চাইতো না ! ওকে বলার চেষ্টা করেছি বুঝানোর চেষ্টা করেছি কিন্তু কাজ হয় নি !
নুসাবার সাথেও ঠিক একই ব্যাপার !
ব্যাপার টা আমি কিছুতেই মানতে পারি না ! জানি এসব স্বাভাবি ব্যাপার । এখন সবারই বন্ধুবান্ধব থাকবে ! কলিক থাকবে তাদের সাথে হ্যাঙ্গ আউট হবে । এমন না যে সারা সময় সে কেবল আমার সাথেই ঘুরবে ! তবুও আমার এটা মানতে কষ্ট হয় ! কষ্ট লাগে ! অবশ্য এই বিষয়টা নিয়ে আমি এখনও নুসাবা কে কিছু বলি নি ! নিজের কষ্ট টা নিজের ভেতরেই রেখেছি ! কত দিন রাখতে পারবো কে জানে !
কিন্তু নুসাবা দেখি আমার বলার আগেই জেনে গেছে ! নিশ্চয়ই আমার ব্লগ থেকে ! আমি যেমন গোপনে ওর প্রফাইলের দিকে লক্ষ্য রাখি !
আমি বললাম
-এটা জন্য তোমার সরি হওয়ার কিছু নেই ! দুর্বলতাটা আমার ! দোষ টা আমার
ও বলল
-জানি ! আমরা কেউ একে বারে নিখুত মানুষ না ! তাই না ?
-হুম !
-তাহলে আমি যদি তোমার ঐ ব্যাপার টা নিজের করে নাই নিতে পারলাম তাহলে পাশের বাসার ঐ মেয়ের সাথে আমার পার্থক্য কি রইলো ?
ওর কথা শুনে কেন জানি আবারও খুব বেশি ভাল লাগলো !
বললাম
-তোমাদের পাশের বাসায় মেয়ে আছে নাকি ? কই বল নাই তো ?
-এই ! খবরদার !
ছয়
এবার ও আরেকবার আমাকে জড়িয়ে ধরলো । তখনই তাকিয়ে দেখি আমার ঘরের দরজা খোলা ! যে কোন সময় মা কিংবা কাজের মেয়েটা চলে আসতে পারে ! বাবা যদিও আসবে না ! আমি বললাম
-আমি এর পর থেকে লক্ষ্য রাখবো ব্যাপার টা ! কেমন ?
-হুম !
-আর কষ্ট পাবা না ! ঠিক আছে ?
-হুম !
-আর আমার কি আচরন তোমার ভাল লাগে না সেটা প্লিজ সরাসরি আমাকে বলবা ! মনে থাকবে তো ? তুমি একা একা কষ্ট পাও আমার কাছে খারাপ লাগে ব্যাপার ! আমার কাছে না বললে আমি কিভাবে বুঝবো বল ?
-হুম মনে থাকবে ! কিন্তু তার আগে তুমি কথা দাও যে আমাকে হাইড করে তুমিও কোন স্টাটাস দিবানা !
-মানে ?
ওর থেকে ছাড়িয়ে নিয়ে বললাম
-তুমি আমার উপর স্পাই গিরি কর, তাই না ? বদ পুলা কোথাকার !
-নিজের বউ বলে কথা ! হাহাহাহা !
-কোন একাউন্টে আছো বল তো ?
-নাহ ! বলা যাবে না !
-তাই না ? আজকেই সব অপরিচিত মানুষ কে রিমুভ করে দিব ! তারপর দেখি, তুমি কিভাবে আমার খোজ পাও !!
-না না ! প্লিজ ! এটা কর না ! প্লিজ ! লুকিয়ে তোমার স্টাটাস পড়তে খুব ভাল লাগে ! তুমি যেমন আমার ব্লগ পড় ! পড় না ?
-হুম ! হয়েছে !
আরও কিছু বলতে যাবো ঠিক তখন মা ঘরে ঢুকলেন ! খাবার খেতে ডাকলেন ! আরও কিছু বলার ছিল, থাক, পুরো বিকেল পড়ে আছে । তখন বলা যাবে ! আপাতত ওকে কষ্ট দেওয়ার ব্যাপার টা সমাধান হয়েছে এটাই অনেক !
-চল যাওয়া যাক !
-তোমার বাবার সামনে বসে ঠিক মত খেতে পারি না !
-চল তো ! ফালতু কথা বলবা ! আসো !
ওর হাত ধরেই খাবার ঘরের দিকে রওনা দিলাম ! কেবল বাবার অনিককে অপছন্দ করার বিষয়টা বাদ দিলে আমি কিন্তু বেশ ভাল রয়েছি ! বেশ অনেক ভাল আছি !
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২