আমরা যখন এক প্রতিষ্ঠান থেকে অন্য কোন প্রতিষ্ঠানে যাই তখন সেখানে প্রবেশের জন্য আমাদের কে একটা পরীক্ষা দিতে হয় । প্রাইমারীতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরিক্ষা, সেখান থেকে হাই স্কুল-কলেজ তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমাদের কি দৌড়ের উপরেই না থাকতে হয় । তারপর এল চাকরীতে প্রবেশের সময় । সেখানেও পরীক্ষা । সব শেষে বিয়ে ! সেখানেও হবু শ্বশুর বাড়ির লোক জনের সামনে পরীক্ষায় দাড়াতে হয় । পাশ করলে বিয়ে কর নয়তো অন্য কাউকে খুজা শুরু কর !
কিন্তু আমরা সামুতে কংবা যে কোন ব্লগে একাউন্ট খুলি কোন প্রকার পরীক্ষা না দিয়েই । একবার কল্পনা করে দেখুন দেখি ব্যাপার টা কেমন হত যদি সামুতেও একাউণ্ট খোলার জন্য একটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো ! আমরা যেমন কলেজ ভার্সিটি কিংবা চাকরীর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেই সামুতে একাউণ্টের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হত । তখন পরিবার বন্ধুবান্ধব কিংবা আড্ডায় কি পরিস্থিত হত ! আসুন দেখি দৃশ্য গুলো একবার কল্পনা করা যাক !
বছরের নির্দিষ্ট সময়ে সামু সহ সকল ব্লগ কর্তপক্ষ সামুতে একাউন্ট খোলার জন্য পেপারের মাধ্যমে কিংবা ওয়েব সাইটে সেই বিজ্ঞাপন দিত ! আমরা ঠিক এরকম কোন পেইজ হয়তো দেখতে পেতাম !
তারপর পরিবারের ভেতরেও এটা নিয়ে কথা হত, চিন্তা ভাবনা হত ! কেমন হত পারিবারে ব্লগে একাউন্ট খোলা নিয়ে কথা বার্তা !
দৃশ্য একঃ
রাতের বেলা সবাই খেতে বসেছে । ছেলে এবার ব্লগে একাউন্ট খুলতে পরীক্ষা দিবে ! বাবা খেতে খেতে ছেলের কাছে জানতে চাইলো
-তা দিন চলে এল । তোমার প্রস্তুতি কেমন ?
-জি বাবা অনেক টা ভাল !
-অনেক টা ভাল হয়ে চলবে না । সব থেকে ভাল হতে হবে ! তোমার ইচ্ছে কি ? কোন ব্লগে একাউন্ট খুলবে ?
-৫ ব্লগের ভর্তি ফরম নিয়েছি । তবে আমার ইচ্ছে সচা ব্লগ একাউন্ট খুলবো ! ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি ভাল করে !
-কি ! সচা ! মোটেই না ! আমি চাই তুমি সামুতে একাউন্ট খুলো । আমার পরিবারের ঐতহ্য । তোমার দাদার বাবা থেকে আমরা সবাই সামুতে একাউন্ট খুলে এসেছি আর তুমি আমার ছেলে হয়ে সচাতে একাউন্ট খুলতে চাও ! শুনে রাখো আমার বাসার ভাত যদি খেতে তাহলে তোমাকে সামুতেই একাউন্ট খুলতে হবে !
দৃশ্য দুইঃ
বাবা তার ছেলের মা কে
-শুনো তোমার ছেলেকে ভাল করে বলে দিও যদি সামুতে সে চান্স না পায় তাহলে এ বাড়ির পথ যেন ভুলে যায় ! আমার সাথে তার কোন সম্পর্ক থাকবে না !
দৃশ্য তিনঃ
প্রেমিক-প্রেমিকা
-রাফি কিছু একটা কর !
-আরে আশ্চার্য আমি কি করতে পারি !
-আমি জানি না তুমি কি করবে ! আজকে বিকেলে আামকে ছেলে পক্ষ দেখতে আসবে । ছেলের সামুতে একাউন্ট আছে । বাবা কিছুতেই এই ছেলে হাত ছাড়া করতে চাচ্ছে না ! তুমি এখনও সামুতে একটা একাউন্ট খুলতে পারলে না !
-আরে এতো টেনশন নিও না ! পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি । খুব জলদিই কিছু একটা হয়ে যাবে !
-হবে না ! যে আজকে দেখতে আসবে শুনেছি সে নাকি সামুর নির্বাচক প্যানেলেও ছিল । খুব জলদিই নাকি মডারেশনে প্যানেলের সদস্য হয়ে যাবে ! তুমি কি বুঝতে পারছো ? আমার বাড়িতে কি পরিমান চাপের ভিতর দিয়ে যাচ্ছি !
এদিকে ছেলেটা একা একা পথে হাটবে তার কোন ব্লগে একটা একাউন্ট নাই বলে ! চুল বড় বড় রাখবে, মুখকে শেভ করবে না ! মাঝে মাঝে গাজাও টানবে ! কেবল তার কোন একটা ব্লগে একাউণ্ট নেই বলে !
তারপর মেয়ের কোন ব্লগের মডারেশন প্যানেলের মেমবারের সাথে বিয়ে হয়ে যাবে । ঠিক তার পরদিনই কোন একটা ব্লগ থেকে মেইল করে জানানো হবে যে তার একাউন্ট কনফার্ম করা হয়েছে !
টিভিতে যেমন দেখা যায় নায়ক তখন সেই এপোয়েন্টমেন্ট লেটার ছিড়ে ফেলতো আর এখানে ছেলেটা সেই মেইল টা ডিলিট করে ট্রাস বক্সে ফেলে দিত !
দৃশ্য চারঃ
প্রথমবার পরীক্ষা দিয়ে ছেলেটি চান্স পায় নি । ছেলেটির সাথে মেেয়টির ব্রেকআপ হয়ে গেছে । পরিবারের লোকজন তার সাথে ঠিক মত কথা বলে না । ছেলেটি কিছু দিন হতাশ হয়ে ঘুরে ফিরে আবারও প্রস্তুতি নিতে শুরু করে ! এর পরের বার ঠিকই চান্স পেয়ে যায় তাও সামুর মত একটা ব্লগে ! পরিবারে আবারও তার অবস্থান ফিরে আসে । সেই প্রেমিকাও ফিরে আসতে চায় !
দৃশ্য পাঁচঃ
হঠাৎ করেই সামু কর্তপৃক্ষ ২য় বার সামুতে একাউণ্ট খোলার সুযোগ বন্ধ করে দেয় ! সেই নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয় ! তারা মাঠে আন্দোলনে নামে !
এরপর আমরা ভর্তি পরীক্ষার পাশ করার জন্য বিভিন্ন কোচিং করি । ঠিক তেমনি সামুতে একাউন্ট খোলার জন্যও আমাদের কে কোটিং করতে হবে । বিভিন্ন কোচিং সেন্টার তাদের কোচিংয়ের বিজ্ঞাপন দিবে ।
চাকরীর ক্ষেত্রে যেমন বিভিন্ন ডিগ্রীর চাহিদা থাকে ঠিক তেমনি সেখানে বিভিন্ন ব্লগে একাউন্ট থাকাও একটা যোগ্যতা হিসেবে গন্য হবে ! কোন কোন এমপ্লোয়ার তাদের জব রিকোয়ারমেন্ট হিসাবে একাউন্ট থাকাটা বাধ্যতামূলক করবে !
বিয়ের ক্ষেত্রেও সামু সহ বিভিন্ন ব্লগে একাউণ্টওয়ালা ছেলে মেয়েদের আলাদা ডিমান্ড থাকে !
ছেলের বাবা ঘটক পাখি ভাইকে
-আরে আপনি বলেন কি ? আমার সামুতে একাউন্টওয়ালা ছেলে ! যার তার সাথে তো বিয়ে দিতে পারি না । আপনি এর থেকে ভাল কাউকে খুজে দেখুন ঘটক সাহেব !
ঘটক পাখি ভাই মেয়ের বাবার কাছে
-শুনেন ভাই সাহেব, এমন ছেলে আর পাবেন না । ছেলের সামু ব্লগ সাথে সচা ব্লগেও একাউণ্ট আছে । আপনি বলে এই যুগে একই সাথে দুই দুইটা ব্লগে একাউণ্ট থাকা টা কি চাট্টিখানি কথা ! হাজার খুজলেও এমন ছেলে পাবেন না !
এটা এমনিই একটা ফান পোস্ট । অনেক দিন থেকেই যত্রতত্র ব্লগার শব্দটা ব্যবহারের কারনে মনে হয়েছিল আসলেই ব্লগে একাউণ্ট খোলার জন্য একটা এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকলে ভাল হত !
ফেসবুক ভার্শন
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৫