গতমাসেই হয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ! আমরা পেয়ে গেলাম আমাদের দুই সিটি মেয়র । এই খবর পুরানো । সবার জানা তবে যে কথা অনেকেই জানে না সেটা হল এই মাসে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ন্যায় হয়ে গেল সামু সিটি কর্পোরেশন নির্বাচন । এখানেও আমরা পেয়ে গেছি আমাদের ইতিহাসের প্রথম সামুর সিটির মেয়র, এবং কাউন্সিলরদের !
ঢাকা সিটি কর্পোরেশনের মত সামু সিটি কর্পোরেশনও কয়েকটা ভাগে বিভক্ত তবে ঢাকা সিটি যেমন দুই ভাগে বিভক্ত তবে সামু সিটি তিনটি ভাগে বিভক্ত ! সামু উত্তর সিটি কর্পোরেশন এবং সামু দক্ষিন সিটি কর্পোরেশন এবং সাথে সাথে "সামু হারিয়ে যাওয়া" সিটি কর্পোরেশন !
তাছাড়া সামু সিটিকে বেশ কয়েকটা ওয়ার্ডেও বিভক্ত করা হয়েছে ! আসুন আমরা দেখি সেই ওয়ার্ড গুলোর ভেতরে কোন কোন জোন কোন ওয়ার্ডের আওতা ভুক্ত হয়েছে !
১ নং ওয়ার্ড এর আওতায় আছে গল্প জোন (স্যাটায়ার এবং বাস্তাববাদী)
২ নং ওয়ার্ড এর আওতায় আছে গল্প জোন (প্রেম ভালুবাসা)
৩ নং ওয়ার্ড এর আওতায় আছে গল্প জোন (সাইফাই)
৪ নং ওয়ার্ড এর আওতায় আছে মডু জোন
৫ নং ওয়ার্ড এর আওতায় আছে খেলাধুলা জোন
৬ নং ওয়ার্ড এর আওতায় আছে গবেষনা জোন
৭ নং ওয়ার্ড এর আওতায় আছে সমাজ ও নারী কল্যান জোন
৮ নং ওয়ার্ড এর আওতায় আছে পর্যটন জোন
৯ নং ওয়ার্ড এর আওতায় আছে শিক্ষা জোন
১০ নং ওয়ার্ড এর আওতায় আছে লুল জোন
১১ নং ওয়ার্ড এর আওতায় আছে ফেসবুক জোন
১২ নং ওয়ার্ড এর আওতায় আছে মন্তব্য জোন
১৩ নং ওয়ার্ড এর আওতায় আছে কবিতা জোন
১৪ নং ওয়ার্ড এর আওতায় আছে অনুবাদ জোন
১৫ নং ওয়ার্ড এর আওতায় আছে মুভি রিভিউ জোন
সামু সিটি নির্বাচন এর নির্বাচন কমিশনার ছিলেন নোটিশবোর্ড !
নির্বাচনে যদিও কেউ কেউ সুক্ষ কারচুপির অভিযোগ তুলেছে তবে নির্বাচন কমিশনার সেই অভিযোগ একেবারেই হাওয়ায় উড়িয়ে দিয়েছে । তিনি বলেছেন আমার আমলে এইসব হতেই পারে না ! কেঊ কোন প্রকার কথা বল তাকে অজীবন ব্যান করে দেওয়া হবে । এই ভয়ে আর কেউ কোন কথা বলে নাই ! সবাই এখন বলতেছে নির্বাচন খুব সুষ্ঠ হয়েছে ।
ফাইন নির্বাচন !
আসুন এবার দেখা যাক আমাদের নির্বাচনের ফলাফল সমূহঃ
সামু উত্তর সিটি কর্পোরেশনের সিটি মেয়র নির্বাচিত হয়েছে ব্লগার আরিল । তিনি ব্লগার জানা কে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরাজিত করে এই মেয়র পদে অধিষ্ঠ হন !
অন্য দিকে সামু দক্ষিন সিটি কর্পোরেশনের সিটি মেয়র নির্বাচিত হন ব্লগার শায়মা । তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্লগার অপ্সরা । কিন্তু পরে খোজ নিয়ে জানা যায় এই দুইজনই আসলেই একই জন ! এই নিয়ে নির্বাচন কমিশনার ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেও কি এক অদ্ভুদ কারনে সেটা বাইরে আসে নাই !
এছাড়া সামু হারিয়ে যাওয়া সিটি কর্পোশনের মেয়র কে নির্বাচিত হয়েছে সেই ব্যাপারে নির্বাচন কমিশনার নোটিশবোর্ড খুব বেশি কথা বলতেছে না । কেবল কিছু প্রতিদ্বন্দ্বীদের নাম উল্ল্যেখ করেছেন !
তারা হলেন
ব্লগার নাফিস ইফতেখার
ব্লগার দূর্যোধন
ব্লগার ফিউশন ফাইভ
কোন ফলাফল প্রকাশ করেন নাই । নির্বাচন কমিশনারের ভাষ্য যে ফল প্রকাশ কইরা লাভ কি ! তারা তাদের পদ সামলাতে তো আর আইতেছে না !
এবার কোন ওয়ার্ডের কাউন্সিলর কে হয়েছেন সেটা দেখা যাক !
আমাদের ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর হয়েছেন ব্লগার হাসান মাহবুব
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার মামুন রশিদ এবং ব্লগার প্রোফেসর শঙ্কু
২ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন অপু তানভীর
যদিও এই ব্যাপারে ক্ষমতার একটা সুক্ষ অপব্যবহার করার অভিযোগ উঠেছে তবে নির্বাচন কমিশনার সেটা আমলে আনেন নাই ! এবং আশ্চার্যজনক ভাবে এই জোনে অন্য কোন কাউন্সেলর পদ প্রার্থী ছিল না !
৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার শান্তির দেবদূত
তবে নির্বাচন কমিশনার তাকে সাবধান করে দিয়ে বলেছেন যে যদি খুব বেশি দিন তিনি তার কর্মক্ষেত্র (সাইফাই লেখালেখি) থেকে অনুপস্থিত থাকে তাহলে সে তার কাউন্সেলর পদ হারাবে !
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার নাজিম-উদ-দৌলা
৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার কাল্পনিক_ভালোবাসা ।
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার অন্যমনস্ক শরৎ ও ব্লগার আমিনুর রহমান
৫ নাম্বার ওয়ার্ডের কাউন্ডেলর নির্বাচিত হয়েছেন ব্লগার সুমন কর
এই জোনের আর কোন কাউন্সেলর পদের জন্য দাড়ায় নাই ! তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন !
৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার মোস্তফা কামাল পলাশ
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
কান্ডারি অথর্ব
৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার আরজুপনি
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
না পারভীন
৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার জুন
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
বোকা মানুষ বলতে চায়
৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার মাঈনউদ্দিন মইনুল
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
জাফরুল মবীন
১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার s r jony
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
অপূর্ণ রায়হান
১১ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার নোমান নমি
এই কাউন্সেলরে বিরুদ্ধে দাড়ানোর সাহস কেউ করে নাই !
১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার বিদ্রোহী বাঙালি
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
১৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার সেলিম আনোয়ার
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
শাফিক আফতাব ও ব্লগার ডি মুন
১৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার আমি তুমি আমরা
এই ওয়ার্ডেও অন্য কোন কাউন্সেলর পদপ্রার্থী খুজে পাওয়া যায় নাই । প্রোফেসর শঙ্কুর এখান থেকে নির্বাচন করার কথা থাকলেও তিনি এক নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন !
১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার রিকি
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
রাজিন
এই তো পেয়ে গেলেন আমাদের সামু সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সেলারদের । এখন তাদের অভিনন্দন জানানোর পালা !
যা বলা প্রয়োজনঃ
ইহা কেবলই একটি ফান পোস্ট ! কাউকে কোন প্রকার হেহ করার উদ্দেশ্যে
তৈরি নহে । তবুও যদি কারো মনে হয়ে থাকে সেরকম কিছু করা হয়েছে তাহলে দয়া করে যেন এখানে কিংবা আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ করা হয় । আমি তার নাম খানা সরিয়ে দেব ! যদিও কেবল যাদের কে চিনি তাদের নাম টাই এড করেছি ! ধন্যবাদ !!
পোস্ট তৈরিতে ব্লগাদের ব্লগের লিংক খুজতে সাহায্য নিয়েছি এই পোস্ট টি থেকে !
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১