দেখতে দেখতে ২০১৫ চলে এল । শুধু এলই না একটা মাসও চলে গেল । আমি মাঝে মাঝে ভেবে অবাক হই আসলেই কেমন করে দিন গুলো পার হয়ে যায় । মনে হয় এই যেন সেই দিন নতুন বছর শুরু আর এই যেন শেষ !
যাক এভাবেই দিন আসবে এভাবে দিন যাবে । এইটাই হয়তো নিয়ম । কিছু ঘটনা পেছনে ফেলে ছুটে চলবে সামনের দিকে । সেই ঘটনার ভিতর আমরা কিছু মনে রাখবো আবার কিছু ভুলে যাবো !
যাই হোক এবার সামুর বুক জুড়ে খুব বেশি সংকল পোস্ট আসে নি । কেন আসে নি সেটার উত্তর খুজতে যাওয়ার কোন মানে নেই । ব্লগার আমি তুমি আমরা কে আমার এই সামু ব্লগের পরিসংখ্যানবিদ মনে হয় । কোথা থেকে খুজে খুজে সব থেকে হিট, মন্তব্য প্রাপ্ত প্লাস পাওয়া পোস্ট বের করে ফেলে ।
তবে সেও এখন এই সব করা বাদ দিয়ে দিয়েছে । এই বছরে ভাবছি সিরিজ টা নতুন ভাবে চালু করবো । তবে সেটা হবে মাস ভিত্তিক ! পুরো মাসে কোন পোস্টে সব থেকে বেশি হিট পড়লো কোন পোস্টে সব থেকে বেশি মন্তব্য কিংবা প্লাস পড়লো সেই পোস্ট গুলো নিয়ে একটা সিরিজ চালু করা যায় নাকি দেখা যাক । সেই ভাবনা থেকেই শুরু এই সিরিজের যাত্রা ।
তবে একটা কথা হচ্ছে পোস্ট টা তৈরি সময়ে আমাকে জানুয়ারি মাসের প্রকাশিত সামুর আর্কাইভ দেখতে হয়েছে । কিন্তু একটা বিষয় লক্ষ্যনীয় যে সামুর আর্কাইভে কয়েৎি পোস্ট আমি পাই নি । পোস্টে তৈরির সময়ে বেশ কিছু পোস্ট আর্কাইভে ছিল না । আমি ব্যক্তিগত ভাবে যাদের চিনি বিধায় তাদের পোস্ট গুলো যুক্ত করেছি । তবে যাদের কে চিনি না তাদের চিনি না তাদের পোস্ট হয়তো এড়িয়ে গেছে । যদি কারো নজরে আসে তাহলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ করা গেল !
তবে আসুন দেখা যাক জানুয়ারি ২০১৫ সালে সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট গুলোর একটা তালিকা দেখা যাক !
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই আরজুপনি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৩৮৫
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ২৩৩
এক পাতা সিভিট হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৫৮
কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। অপূর্ণ রায়হান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৪৪
এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই স্নিগ্ধ শোভন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৪২
সামহোয়্যারইন ব্লগ সমগ্র ( ডিসেম্বর ২০১৪ ) অপূর্ণ রায়হান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৩৪
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৩৪
আমাদের সকলের প্রিয় ব্লগার আমিনুর রহমান ভাই গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। প্রবাসী পাঠক
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১২৭
কান্দে হাসন রাজার মন মনিয়ারে ( ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০৯
যেসব পরিস্থিতিতে নারীরা দোষী না হয়েও অপবাদ ও নির্যাতনের শিকার হন জাফরুল মবীন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০২
গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০০
ছবি ব্লগ-০২। নীলাচল, বান্দরবান। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৮
অন্তরঙ্গ আলাপনঃ- আপনাদের সাথে আছেন শ্রদ্ধেয় ব্লগার মাঈনউদ্দিন মইনুল স্নিগ্ধ শোভন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৭
প্রসঙ্গ: সামুতে চলচ্চিত্র দর্শন, ২০১৪ ইমিনা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৭
আনন্দ নেই (কবিতা) ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৫
গল্পঃ আধুনিকা ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৫
এবার দেখা যাক গত জানুয়ারি ২০১৫ তে সব থেকে হিট প্রাপ্ত অর্থাৎ সব চেয়ে বেশিবার পঠিত পোস্ট সমূহের তালিকাঃ
শততম পোস্ট ! অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই আরজুপনি
এখনও পর্যন্ত ৩১২৪ বার পঠিত
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা.......... শায়মা
এখনও পর্যন্ত ১৬২০ বার পঠিত
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ সুমন কর
এখনও পর্যন্ত ১১২৯ বার পঠিত
ঢাকা বিমানবন্দরে ব্যাগ হারানো আর আমার দুই ঘন্টার দৌড়ঝাপ রফিকুজজামান লিটন
এখনও পর্যন্ত ১০৩৮ বার পঠিত
টাই বাঁধার যত পদ্ধতি ।। নিউ ইয়ার গিফট শাহ আজিজ
এখনও পর্যন্ত ৮৪৩ বার পঠিত
গল্পঃ আধুনিকা ডি মুন
এখনও পর্যন্ত ৭৩২ বার পঠিত
না ফুয়াদ, আমরা আপনাকে ফা_ করব না সুস্মিতা শ্যামা
এখনও পর্যন্ত ৭২৭ বার পঠিত
এক পাতা সিভিট হাসান মাহবুব
এখনও পর্যন্ত ৭১৯ বার পঠিত
সব চরিত্র কাল্পনিক নয়....সাউথ কোরিয়ান কিছু মুভি যা লোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত... রিকি
এখনও পর্যন্ত ৭০৬ বার পঠিত
কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অপূর্ণ রায়হান
এখনও পর্যন্ত ৬৮৮ বার পঠিত
হোয়াই সো সিরিয়াস ? মন খারাপ তুলে রাখ বন্ধু , একটু হাস না পারভীন
এখনও পর্যন্ত ৬৮০ বার পঠিত
অসম্ভব দামী কিছু অপ্রয়োজনীয় জিনিস! ঢাকাবাসী
এখনও পর্যন্ত ৬৫৬ বার পঠিত
আমি না হয় ওকে তাড়ালাম বাট আপনি হলে কি করতেন !!!!!!!! সোহানী
এখনও পর্যন্ত ৬০৯ বার পঠিত
আমাদের সকলের প্রিয় ব্লগার আমিনুর রহমান ভাই গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। প্রবাসী পাঠক
এখনও পর্যন্ত ৫৯৭ বার পঠিত
সামহোয়্যারইন ব্লগ সমগ্র ( ডিসেম্বর ২০১৪ ) অপূর্ণ রায়হান
এখনও পর্যন্ত ৫৯০ বার পঠিত
গত জানুয়ারি ২০১৫ তে সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট সমূহের তালিকাঃ
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা........... শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩৭
শততম পোস্ট ! অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই আরজুপনি
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩৫
কান্দে হাসন রাজার মন মনিয়ারে ( ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩২
কিংবদন্তী ব্লগার, নগর ঋষি ইমন জুবায়ের ভাই’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। অপূর্ণ রায়হান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২৯
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২২
গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২১
মোর পানিতে ঘর, বন্দরে আসি তোর লাইগা (ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২০
টাই বাঁধার যত পদ্ধতি ।। নিউ ইয়ার গিফট শাহ আজিজ
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২০
এক পাতা সিভিট হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৯
প্রসঙ্গ: সামুতে চলচ্চিত্র দর্শন, ২০১৪ ইমিনা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৯
হোয়াই সো সিরিয়াস ? মন খারাপ তুলে রাখ বন্ধু , একটু হাস না পারভীন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৭
গল্পঃ আধুনিকা ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৭
যেসব পরিস্থিতিতে নারীরা দোষী না হয়েও অপবাদ ও নির্যাতনের শিকার হন জাফরুল মবীন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৫
অসম্ভব দামী কিছু অপ্রয়োজনীয় জিনিস! ঢাকাবাসী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৫
এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই স্নিগ্ধ শোভন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৫
আপাতত এই হল গত মাসের সর্বাধিক হিট প্রাপ্ত, সর্বাধিক মন্তব্য প্রাপ্ত এবং সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্ট তালিকা ! আগেই বলেছি সামুর আর্কাইভে কিছু কিছু পোস্ট আমি পাই নি । এই কারনে কিছু পোস্ট হয়তো আমার চোখ এড়িয়ে যেতে পারে । তাই যদি তেমন কোন পোস্টের খোজ কেউ জানে তাহলে আমাকে জানানোর জন্য অনুরোধ করা গেল !
সবাইকে ধন্যবাদ !!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭