বাঙ্গালী মূলত নেটে আকামই করে বেশি । আমি নিজেও সেই দলে কি না তাই । আগে মানুষ অনলাইনে আসতো কাজ এখন বেশির ভাগই আসে অজাকে । যাই হোক আমাদের মানুষ কোন সাইটে বেসি ভিজিট করে এই একটা পোস্ট দেখেছিলাম সেদিন । আজকে হঠাৎ নাফিস ইফতেখারের "বাঙ্গালী নেটে কি করে" এই পোস্ট পেয়ে গেলাম । দেখলাম সাল টা ২০০৮ । এখন ২০১৪এর শেষে । আচ্ছা দেখা যাক দেখি এই ছয় বছরে বাঙ্গালীর নেট বিষয়ক মন মানষিকতা কেমন বদলেছে !
Alexa.com নামে যে সাইট টা আছে এর কাজই হল কোন দেশ থেকে কোন সাইট বেশি বার ভিজিট হয় সেই তথ্য প্রকাশ করা ! দেখা যাক এই ছয় বছর পরে আমাদের বাঙ্গালীর মনভাব কতটা বদলে গেছে ।
> এক নাম্বার লিস্টে আছে ফেসবুক ডট কম ! যেটা কিনা ২০০৮ সালে ছিল তিন নাম্বারে ! অর্থাৎ আকাজের লোক ২০১৪তে বেড়ে এক নাম্বারে এসে ঠেকেছে !
> দুই নাম্বারে আছে গুগল বিডি অন্য দিকে তিন নাম্বার পজিশনে আছে কেবল গুগল ডট কম । ২০০৮ সালেও গুগল বিডি ছিল দুই নাম্বারে অন্য দিকে গুগল ছিল চার নাম্বারে !
> চার নাম্বার পজিশনে আছে ইউটিউব বোঝা যাচ্ছে দেশে থ্রি জি আসাতে মানুষের ভিডিও দেখার হার টা বেড়ে গেছে । কয়েক বছর আগেও এটা ঠিক কল্পনা করাও যেত না । ২০০৮ সালে ইউটিউব ছিল ৭ নাম্বারে !
> পাঁচ নাম্বারে আছে ইয়াহু ডট কম যেটা ছিল এ নাম্বারে । বাঙ্গালীর কাছে ইয়াহুর জনপ্রিয়তা কমে যাচ্ছে !
> ছয় নাম্বারে আছে প্রথম আলো ডট কম সাত নাম্বারে আছে বিডি নিউজ২৪.কম এবং নয় নম্বরে আছে বাংলা নিউজ২৪.কম । প্রথম ১০ টার ভিতরে তিন টা সংবাদ পত্রের ওয়েব সাইট ! দেখা যাচ্ছে সংবাদের দিকে বাঙ্গালীর ঝোক বাড়ছেই ! এছাড়া কালের কন্ঠ আছে ১২ নাম্বারে, বাংলা মেইল ২৪ আছে ১৩ নাম্বারে । বিডি মেইল ২৪ আছে ১৭ নাম্বারে ।
আর যে সব সংবাদ পত্র আছে সেগুলো হল
২৩- Somoyerkonthosor.com
২৫- Bd24live.com
২৬- Dailynayadiganta.com
২৭- Priyo.com
২৯- Mzamin.com
৩১- Thereport24.com
৩২- Risingbd.com
৩৪- Bd-pratidin.com
৩৭- Natunbarta.com
৪০- 24livenewspaper.com
৪৩- Jugantor.com
৪৫- Zoombangla.com
৪৮- Dhakatimes24.com
দেখা যাচ্ছে ঐ ১৪এর শেষের দিকে এসে বাঙ্গালীর সংবাদের দিকে বেশ খানিকটা ঝুকে গেছে । প্রথম ৫০ মোস্ট ভিজিটেড সাইটের ভিতরে ১৭ টাই নিউজ পোর্টাল । অন্য দিকে ২০০৮ এ প্রথম ৫০ টাতে নিউজ পোর্টালের সংখয়া ছিল দুই থেকে তিন টা মাত্র !
> আট নাম্বারে আছে আস্ক ডট কম এবং দশ নাম্বারে আছে Blogspot.com নিজেস্ব ব্লগ বানানোর ব্যাপার আমাদের আগ্রহের কমতি নাই দেখা যাচ্ছে ! তবে ২০০৮এ ব্লগস্পট ছিল ৯ নাম্বার পজিশনে । অর্থাৎ আগ্রহ একটু কমেছে । অন্য দিকে আস্ক.কম ২০০৮ এ কোথায় ছিল ঠিক খুজে পাওয়া যাচ্ছে না !
> ২০০৮ এ উইকিপিডিয়া ছিল ১০ নাম্বারে ২০১৪ তে এসে সেটা ১১ নাম্বারে গিয়ে থেমেছে ! পড়ালেখার প্রতি আগ্রহে কমে গেছে দেখা যাচ্ছে !
> ১৪ নাম্বারে এসে বাঙ্গালী কট খাইছে । এক্সভিভিওস.কম ! আকাম কুকাম যে করে না এমুন না ! এ যুগের এগিয়ে যাওয়ার সাথে সাথে পর্ন সাইট ভিজিট টাও এগিয়ে এসেছে । যেখানে ২০০৮ এ কোন পর্ন সাইট লিস্ট ছিল ১৯ এটা এখন সেটা ১৪ তে । তবে আশার কথা হচ্ছে ২০০৮ সালে প্রথম ৫০ টার ভিতর চারটা (১০০টার ভিতর ছিল ১১টা) ছিল পর্ন সাইট সেখানে ২০১৪ সালে সেই সংখ্যা টা কমে গিয়ে দাড়িয়েছে দুইয়ে (১০০ তে তিন) ! একটা ১৪ নাম্বারে অন্যটা ৪৪ এ !
> ১৫ নাম্বারে আছে বিডি জবস ২০০৮ সালে এইটা ছিল ২১ নাম্বারে । বোঝা যাচ্ছে কত এগিয়ে এসেছে । সামনে আরও এগিয়ে যাবে আশা করি !
> ১৬ নাম্বারে আছে Dsebd.org সবাই শর্ট কাটে বড় লোক হইতে চায় ! ২০০৮ এর অবস্থান ছিল কোথায় দেখা যাচ্ছে না !
> ১৮ নাম্বারে আছে বিক্রয়.কম বেচা কেনা চলতেছেই অনলাইনে ! ২০০৮ মনেহয় এই সাইট চালুই হয় নাই । ভিজিট হবে কিভাবে !
> ১৯ নাম্বারে আছে টেলিটক
> লাইকের সিস্টেম নাই তাই টুইটারে বাঙ্গালী ঢুকে কম । তবুও তো কম না ! টুইটারের পজিশন ২০ ।
> কেনা বেচার জন্য আরেকটি সাইটে আমরা ভালোই ঢু মারি দেখতাছি ! আলীবাবা ডট কম ! আছে ২১ নাম্বারে !
> ২২ নাম্বারে আছে ওয়ার্ড প্রেস ! আমার কাছে তো ব্লগ স্পট থেকে এটার পজিশন উপরে থাকার কথা ! বর্তমানে !
> ২৪ নাম্বারে আছে Espncricinfo.com । ২০০৮ এ এর অবস্থান ছিল ১৫তে । খেলাধুলার প্রতি আগ্রহ কমে গেলু নাকি !
> ২৮ নাম্বার পজিশনে আছে Linkedin.com এইটা একটা কামের সাইট মনে হয় ! আরও একটি কামের সাইট Sourceforge.net আছে ৩৩ নাম্বার তারপর ৩৫ এ আছে Techtunes.com.bd
> গ্রামীন ফোনের অবস্থান এসেছে ৩৬ নাম্বারে যেটা কিনা ২০০৮ সালে ছিল ৬৫ নাম্বারে !
> এমাজান দিয়েও মানুষজন কেনা কাটা করে দেখছি ! কি কিনে কে জানে যা দেশে পাওয়া যায় না ! আর কারা কিনে ? Amazon.com আছে ৩৮ নাম্বারে ! আগে তো কিনতো না !
> ওডেস্কের অবস্থান তো আরও উপরে থাকার কথা ! ৩৯ নাম্বারে আছে
> গ্রামীনফোনের এখানেই ডট কম আছে ৪১ নাম্বারে !
> মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন লাইভ ডট কম আছে ৪২ নাম্বারে । গুগল আর ইয়াহু ছাড়া এদেশে অনউ সার্চ ইঞ্জিন কেউ চালায় ?
> ক্রেইজিএইচডি আগে Kickass কে দেখে একটি অবাক হলাম । কিকএস আছে ৫০ নাম্বারে । অবশ্য আমারও এই টরেন্ট সাইট টাই বেশি পছন্দ ! ২০০৮ যেখানে প্রথম ৫০ টার ভিতর কোন টেরেন্ট সাইট ছিল ২০১৪ এ চলে এসেছে । ২০০৮ তে বেশ কিছু ডাইরেক্ট ডাউনলোড সাইট ছিল !
> এছাড়া সামহোয়্যার ইন ব্লগ আছে ৬৪ তম অবস্থানে ! যেটা ২০০৮ সালে ছিল ২৪ এ ! এতো অধঃপতন !
> আশ্চর্যজনক ভাবে যেই Blogger.com ২০০৮ সালে ছিল ৯ নাম্বারে সেটা ২০১৪ সালে এসে চলে গেছে ৬০ নাম্বারে !
> Mediafire.com আছে ৯৯ তে অন্য দিকে যেটা ২০০৮ এ ছিল ৩৫ এ !
না একেবারে খারাপ বা ! বাঙ্গালী নেটে আকাম করলেও কুকাম কম-ই করে দেখা যাচ্ছে । অন্তত আগের তুলনায় একটু হলেও তো কম !
তথ্য সংগ্রহঃ Alexa.com
নাফিস ইফতেখার ব্লগ
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০