যে কোন জায়গায় গেলে আমি মানুষের সাথে সহজে মিশতে পারি না । একা একাই থাকি । ব্লগে যখন এলাম তখনও মোটামুটি একাই ছিলাম । কাউকে চিনি না, কারো ব্লগে যেতে ভয় লাগে, কমেন্ট করতে তো আর ভয় লাগে । চুপিচুপি আসি মানে যা আসি লিখি তারপর গায়েব হয়ে যাই । এভাবেই দিন যাচ্ছিল । এর অল্প কিছু মানুষের সাথে পরিচয় তবে কাছের মানুষ বলতে যা বোঝায় তা মোটেই নয় । কিন্তু একদিন একজনের সাথে পরিচয় । প্রথম তার কমেন্ট পড়েই মনে হল এই মানুষ এতো আপন করে কেন বলল কথা টা ?
তারপর আবার এবং আবার !
সেই আপু টা সত্যি সত্যি আমার বড় আপু হয়ে গেল । তার হাত ধরেই অন্য সবার সাথে পরিচয় আস্তে আস্তে । অনেক গুলো মানুষের সাথে পরিচয় !
আসলে আমি যখন ব্লগে এসেছিলাম তখন এই ব্লগ টা অন্য রকম একটা জায়গা ছিল । হাসি, আনন্দ, কান্না প্রেম ভালবাসা ইয়ার্কি আড্ডা ক্যাচাল কত কিছুই না হত এবং সেটা হত প্রতিদিনই । এতো মানুষের ভিড়ে কিছু মানুষকে ঠিকই আলাদা করে চেনা যেত যারা অন্য সবার থেকে আলাদা, অন্য সবার কাছে তারা ছিলেন পছন্দের মানুষ । কারো কারো কাছে অনেক বেশি পছন্দের মানুষ । এমন একজন পছন্দের মানুষ হল পরী আপু ! ব্লগে তাকে সবাই পরী নামেই চিনে । কেউ বা শায়মা অথবা অপ্সরা নামে !
সেই দিন গুলো খুব মিস করি । সেই দিন আর নেই ব্লগে কিন্তু সেই পরী আপু ঠিকই আছে । অনলাইনে আমার সব থেকে পছন্দের মানুষ বলে যদি কেউ জানতে চায় তাহলে কোন চিন্তা ভাবনা ছাড়াই তার নামটাই সবার আগে মন আসে ।
পরীর জীবনে যে ডায়নীর ছায়া পরে ঠিক তেমন আপুর জীবনে পদে পদে ডায়নী আর রাক্ষসের ছায়া পরেছে । কিন্তু জয় সব সময় পরীরই হয় । এখানেও তাই । সকল কুদৃষ্টি কাটিয়ে পরী আমন পথে হেটে চলেছে ! সামনের দিনে আরও হেটে চলবে । কারো কোন কুদৃষ্টি সেই পথ আটকাতে পারবে না ।
এই কামনা করেই আজকে পরী আপুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা !
আমার জীবনের ব্লগ জীবনের সর্বপ্রথম কোন ব্লগারকে নিয়ে পোস্ট দিয়ে দিয়েছিল এই আপুকে নিয়েই । সেটা ছিল আমার বর্ষপুর্তির পোস্ট ! এরপর আপুর সাথে আমার দেখা হবার গল্প !! লিখেছিলাম মজা করে ! কিন্তু শেষে এসে দেখা গেল আসলে ঘটনা অন্য । এরপর সত্যি সত্যি আরেকটা পোস্ট দিলাম আপুর পরীরাজ্যে আমার বিচরন !! নিয়ে । পোস্ট টা এমন ভাবে তৈরি ছিল যাতে অনেকেই মনে করেছিল যে আমি মনে সত্যি সত্যিই আপুর বাসায় গিয়েছিলাম ! হা হা হা !
এরপর গত বছর আপুকে নিয়ে লিখেছিলাম এক পরীর গল্প !! ! সেই সময় কিছু মানুষের উপর চরম ভাবে বিরক্ত ছিলাম । ইচ্ছা ছিল গল্প টা অন্য দিকে নিয়ে যাবো কিন্তু তা করিনি আপুর অনুরোধে ।
কেবল কি আমি আপুকে নিয়ে পোস্ট দিয়েছি ? ইমন ভাই না, শায়মা আপা, ২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না শিরোনাম পোস্ট দিয়েছিলেন আপুর ছোট্ট একটা কমেন্টের জন্য । এর পর আরও অনেকেই তাকে নিয়ে পোস্ট দিয়েছে । কিছু কিছু খুজে পেলাম ।
তুমি শতবর্ষ জীবিত থাকো ; শুভ জন্মদিন শায়মা আপু মাহবু১৫৪
শায়মাকে আমাদের অভিনন্দন ও ভালোবাসা হানিফ রাশেদীন
একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন, হ্যাপ্পি বাড্ডে টু শায়মা পটল
শুভ জন্মদিন ঝুমকোলতা সোহানুর রহমান
সানডে নাইট , ব্লগারস আড্ডা - সাথে আছেন ব্লগার শায়মা মোঃ আলাউল হক সৌরভ
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... সুরঞ্জনা
শুভ জন্মদিন অপ্সরা শ্রাবনসন্ধ্যা
কিছু গুচ্ছ শুভেচ্ছা !
আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। জিসান শা ইকরাম
জন্মদিনের সিন্ডিকেটধারী ব্লগার অপ্সরাপু, নাফিস ইফতেখার ও শামীম ভাইয়া এস.কে.ফয়সাল আলম
বছর ঘুরে এলো আবার ব্লগের ত্রিরত্নের জন্মতিথি ! অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম এস.কে.ফয়সাল আলম
সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! এস.কে.ফয়সাল আলম
আজকে এই পর্যন্তই ! শুভ জন্মদিন আপু !
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩