আমাদের ব্লগীয় জীবন আর আমাদের বাস্তব জীবন এক নয় ! বিশেষ করে ব্লগে তার পোস্ট পড়ে তাকে যেমনটি মনে হয় বাস্তবে তিনি তেমন নাও হতে পারে ! অনেকেই এই সামু ব্লগে অনেক কিছুই কথা বলে, মানুষকে দেখাতে চায় সে আসলে কেমন মানুষ, কিন্তু আমার কেন জানি মনে হয় বাস্তবে তার ভিতরে সেই দেখানোটার কিছুই নেই । সবাই হয়তো এমন না তবে আমার কাছে এমনই মনে হয় কেন জানি ! আজকে কয়েকটি সম্ভাব্য বিষয় দেখা যাক যেখানে সামু আর বাস্তব জীবনের ভিতরে পার্থক্য দেখা দেখা দিতে পারে !
১. কেউ আপনার পোস্টে "খুব ভাল" কমেন্ট করেছে তার মানে এই নয় কিন্তু যে সে আপনার পোস্ট টি পুরো পড়েছে কিংবা পোস্টের বিষয় বস্তু তার বেশ পছন্দ হয়েছে কিংবা আপনি যা বলতে চাচ্ছেন তা সে বুঝতে পেরেছে !
২. আবার কেউ আপনার পোস্ট টিতে কমেন্ট করে নি এর মানে এই নয় যে সে আপনার পোস্ট টি পড়ে নি, কিংবা তার ভাল লাগে নি !
৩. কেউ আপনার ব্লগে নিয়মিত আসে কিংবা নিয়মিত আপনার পোস্টতে মন্তব্য করে এর মানে এই নয় যে সে আপনাকে কিংবা আপনার লেখাকে খুব পছন্দ করে !
৪. কেউ একজনকে কোন দিন আপনি আমার ব্লগ ভিজিট লিস্টে দেখেন না, কিংবা কোন দিন আপনার কোন পোস্টে তার কোন কমেন্ট আপনি দেখেন নি, এর মানে এই নয় যে সে আপনাকে কিংবা আপনার ব্লগের লেখা গুলো পছন্দ করে না !
৫. ব্লগে যে ব্লগারটি সারাদিন মজা করে, এর ওর পোস্টে সব সময় মজাদার মন্তব্য করে বেড়ায়, আনন্দের গল্প লেখে তার মানে এই নয় যে মানুষ হিসাবে সে অনেক সুখী কিংবা হাসিখুশী মানুষ !
৬. ব্লগে সে সারাদিন নারী অধিকার নিয়ে কথা বলে কিংবা তার লেখায় সব সময় নারীদের বড় সম্মান দেওয়া হয়, তার মানে এই নয় যে বাস্তবে জীবনে সে নারীবাদী ! বরং দেখা যাবে হয়তো যে তার বউয়ের বাইরে গিয়ে চাকরী করাটা পছন্দ করে না !
৭. তীব্র নাস্তিক বিরোধী, নিয়মিত আল্লাহের পথে ডাক দিয়ে ব্লগে পোস্ট দাতার গত দুই সপ্তাহের জুমআর নামাজ কামাই হয়ে যেতে পারে !
৮. ব্লগে নারীর বাইরে বের হওয়া নিয়ে কিংবা নারী পর্দা নিয়ে জ্বালাময়ী পোস্ট দাতার বউ দেখা যাবে আধুনিক পোষাক পড়ে বাইরে বের হয় নিয়মিত !!
৯. নারী পোষাকের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলা ব্লগার দেখা যাবে তার মেয়ে এবং স্ত্রীকে বোরকা কিংবা হিজাব পরতে বাধ্য করে বাস্তব জীবনে !
১০. যে ব্লগার টি সারা জীবনে ব্লগে হৃদয় ঘটিত হাহাকার যুক্ত পোস্ট দেয়, দেখা যাবে তার খুব সুন্দর আর সুইট একটা গার্লফ্রেন্ড কিংবা বউ আছে !
১১. ভারত বিরোধী ব্লগ পোস্ট কিংবা ভারতীয় পন্য বর্জনের ডাক দিয়ে পোস্ট দাতা হয়তো পোস্ট দেওয়ার আগে নিজের বউয়ের সাথে স্টার প্লাস কিংবা সনিতে সিরিয়াল দেখে এসেছে !
১২. তীব্র পাকিস্তান বিরোধী ব্লগারটির ঘরে হয়তো আফ্রিদীর বড় একটা পোস্টার টাঙ্গানো আছে কিংবা আতিফ আসলামের গানে আর মোবাইলের এসডি কার্ড ভর্তি !
১৩. যে ব্লগার টি নারীদের পোষাক জ্ঞান নিয়ে নিয়মিত পোস্ট দেয়, দেশের মেয়েদের অবস্থান নিয়ে খুবই চিন্তা বোধ করে, দেখা যাবে রাস্তায় বের হলেই মেয়েদের ওড়না কোথায় আছে সেই দিকে বিশাল লক্ষ্য
১৪. স্টুডেন্ড ভাড়া নিয়ে স্টুডেন্টরা গুন্ডামী করে এমন বলা ব্লগার দেখা যাবে পাঁচ টাকার বেশি কোন দিন ভাড়াই দেয় না !
১৫. ছাগু ফাইটার হিসাবে পরিচিত ব্লগারের বড় ভাই হয়তো শিবিরের বড় নেতা !
১৭. ব্লগে যে মানুষটির সুন্দর আর শালীন মন্তব্য দেখে সবাই প্রশংসা করে দেখা যাবে কাজের ছেলেকে কুকুরের বাচ্চা বলে নিয়মিত গালী দেয় !
১৮. ব্লগে গালীবাজ বলে পরিচিত মানুষটি হয়তো কোন দিন কারও সাথে গলা উচু করে কথাই বলে নি !
১৯. ব্লগের সব চেয়ে সাহসী ব্লগারকেই দেখা যাবে নিজের রুম থেকে ঠিক মত বেরই হয় নি কোন দিন !
২০. সবার পোস্টে নরম সুরে কথা বলা ব্লগারটি হয়তো অনেক সাহসের কাজ করে প্রায়ই !
২১. সব সময় বেঁচে থাকার অনুপ্রেরনার কথা বলা ব্লগার টি হয়তো দুদুবার সুইসাইড করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে !
২২. ব্লগের প্রগশীতলার কথা বলা, দেশের জন্য কিছু করা, নতুন দিনের স্বপ্ন দেখার কথা মনুষটি বাস্তবে হয়তো এসবের কোন কিছুই চিন্তা করে না !
২৩. মা বাবাকে নিয়ে আবেগ ঘন পোস্টে আবেগ ঘন কমেন্টকারীর মা বাবা হয় তো কোন বৃদ্ধাশ্রমের জানালার পাশে নিজের ছেলের জন্য অপেক্ষা করে !
অনলাইন জীবন টা আমার কাছে এমনই মনে হয় ! হয়তো অনেকেই অনলাইলের জীবনের সব কিছু নিজের বাস্তব জীবনে ফলো করা চেষ্টা করে কিন্তু কতজন সেটা করে সেটাই খানিকটা গবেষনার বিষয় !
পোস্ট টি পড়ে আবার কেউ এই কথা মনে করবেন না আসলেই সামুর ব্লগার রা সবাই বুঝি এমন ! তবে হ্যা, যেমনি এমন মানুষ অবশ্যই এখানে আছে তেমনি এমন মানুষও আছে যাদের অনলাইনের চরিত্র তাদের বাস্তব জীবনেরই প্রতিরূপ !
অন্যের কথা না হয় নাই বলি কেবল নিজের কথা বলি, আমার অনলাইনের জীবন টা, অন্তত আমার পোস্ট পড়ে আপনাদের যেমনটা মনে হয়, আমার বাস্তবের জীবন টা তেমন নয় মোটেই !
পোস্ট টি কেবল নিজের মনের কিছু কথা বলা হয়েছে, কোউকে ছোট করা কিংবা হেহ করার জন্য নয় ! আশা করি বুঝতে পারবেন !
ধন্যবাদ !
(পোস্ট লেখার বিষয়ে একজন ঘূণপোকাকে বিশেষ ধন্যবাদ ! কারন তার শেয়ার কৃত David Abraham নামের একজন ফেসবুকারের চমৎকার স্টাটাসটি চোখ না পড়লে হয়তো আজকে এই পোস্ট টি লিখতাম না)