somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ রামপালঃ আসেন কিছু লজিক ছাড়া কথা বার্তা কই !! :D :D

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিজে সব সময় মন দিয়ে পরিচালিত একজন মানুষ । কোন একটা কাজ করার আগে মাথা থেকে বেশি মন দ্বারা প্রভাবিত হই । মন সাই দিলেই কেবল কাজ করি ! আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশীই আমার মত মন দিয়েই ভাবে ।
যদি মন না দিয়ে ভেবে লজিক দিয়ে চিন্তা করতো তাহলে হয়তো আজকে আমরা স্বাধীনই হতে পারতাম না । একটা সুসজ্জিত আর্মির বিরুদ্ধে কোন লজিকে বলুন যুদ্ধে নামবে ? কিন্তু মানুষ নেমেছ । লজিক কাজ না করলেও মনের জোরে তারা যুদ্ধ করেছে । জয়ীও হয়েছে !

যাক ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি । লিখতে বসেছি রামপাল নিয়ে ঐ দিকেই বরং না যাই । এ কয়দিন রামপাল নিয়ে অনেক যুক্তিতর্কই দেখলাম, করলাম । আসুন আজকে কিছু লজিক বিহীন কথা বার্তা বলা যাক । সময় থাকলে পড়ে যান । আগেই বলে নেই লজিক বিহীন কথা বার্তা ! সুতরাং সাবধান !
লজিক বিহীন কথা বার্তা শুরু করার আগে একটা ভিন্ন প্রসঙ্গের কথা বলি ! এটাও অবশ্য লজিক বিহীন কথা !

আমাদের বাথরুম চাপলে স্বাধারনত আমরা কোন কথা না ভেবে বাথরুমের দিকে দৌড় দেই ! স্বাভাবিক এবং সাধারন মানুষ এই কাজটা করে ! কিন্তু আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা বাধরুম চাপলেই বাধরুমের দিকে না গিয়ে তার বদনা হাতে নেতার বাড়ির দিকে দৌড়ে যায় ! বাধরুম চেপে নেতার কাছে জিজ্ঞেস করে নেতা আমার তো বাধরুম চেপেছে আমার এখন কি করা উচিৎ ?
নেতা যদি বলে যাও বাধরুমে যাও তবে বাথরুমে যাবে এবং নেতা যদি বলে যে বাধরুমে যাওয়ার দরকার নাই তাইলে সেই পাবলিক বাধরুমে তো যাবেই না বরং অন্য মানুষদের কেউ এই টা যুক্তি দেখাবে যে বাথরুম চাপলে আসলে বাথরুমে যাওয়া ঠিক না !

কেন বললাম এই পাবলিকের কথা ? কারন আছে পড়লেই বুঝবেন ।


এবার লজিক বিহীন কথা শুরু করা যাক ।
একটা দৃশ্যপট ভাবার চেষ্টা করুন । আপনি রাস্তার এ পাড়ে দাড়িয়ে আছেন । হাওয়া খাচ্ছেন আর কি । আসেপাশে সুন্দরী মেয়েদের দিকে আড়চোখে তাকাচ্ছেন !
আপনার বিপরিত দিক থেকে একজন বৃদ্ধ মহিলা আপনার দিকে ধীর গতিতে রাস্তা পার হচ্ছে । বয়স হয়েছে তো । তাই খুব বেশি দ্রুত চলাচল করতে পারে না । এবং এর সাথে যুক্ত করেন আরো একটা ব্যাপায় । রাস্তার উপর দিয়ে এক ঘাতক ট্রাক ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে তার দিকে !
মনে করুন সিনেমার গল্পের মত এই পরিস্থিতিতে সময় থেমে গেল । মানে পজ বাটন চাপ দিলো কেউ ! আপনি সমস্ত কিছু পর্যবেক্ষন করে দেখলেন ট্রাকটা যে বেগে এগিয়ে আসছে এবং বৃদ্ধ মহিলাটা যে বেগে রাস্তা পার হচ্ছে তাতে ৯০ ভাগ সম্ভাবনা যে ট্রাক টা আসার আগেই বৃদ্ধা রাস্তা পার হয়ে যাবে ।
কিন্তু ... কিন্তু ১০ ভাগ সম্ভাবনা রয়েই যায় যে ট্রাক টা আগে চলে আসবে ! ট্রাকটা মহিলাকে ধাক্কা দিবে ?
ট্রাকের গতি বেড়ে যেতে পারে অথবা মহিলার গতি কমে যেতে পারো আরো অনেক কারন থাকতে পারে । এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যখন আবার প্লে বাটন চাপ দেওয়া হল তখন আপনি কি করবে ?
আপনার উত্তর হয়তো হবে কি করবো ?
হু কেয়ারস ম্যান ? হেহেহে ।
যাক আরো একটা টার্ম যুক্ত করি !
>ঐ বৃদ্ধ মহিলাকে যদি আপনি না চিনেন তাহলে কি করবেন ?
>ঐ বৃদ্ধ মহিলা যদি আপনার পরিচিত হয় তাহলে কি করবেন ?
>এবং ঐ বৃদ্ধ মহিলা যদি আপনার মা হয় তাহলে আপনি কি করবেন ?

আমি নিজেও জানি আপনি কি করবেন কিন্তু উপরের ঐ বিশেষ শ্রেণীর প্রানীরা মানে বাথরুম পেলে যারা বাথরুমের দিকে না গিয়ে নেতার বাড়ির দিকে যায় তারা কি করবে জানেন ?
তারা আগে নেতার কাছে ফোন দিবে । ফোন দিয়ে যদি বৃদ্ধাটি তার মা হয় তাহলে বলবে আমার মা এরকম পরিস্থিতে পরেছে । এখন আমি কি করবো ?
তখন নেতা যা বলবে তাই ?
নেতা যদি বলে কোন সমস্যা নাই তোর মায়ের কিছু হবে না । ঐ পাব্লিকের মনে দৃঢ় বিশ্বাস জন্ম আসলের কিছু হবে না । ভাববে আসলেই তো এমন কিছু হবে না ! তার মায়ের কিছু হবে না !
নিজে কিছু চিন্তা করবে না । বরং নেতার কথা প্রমান করার জন্য জান প্রান লাগিয়ে দিবে ।

আপনি বলছেন ট্রাক আসার আগেই বৃদ্ধ রাস্তা পার হয়ে যাবে । আমি বলছি হয়তো হবে কিন্তু নাও হতে পারে ?
এখন আপনি রিস্ক নেবেন কি না ?
আপনার লজিক কি বলে আপনার মাকে কি আপনি রাস্তা পার হতে দিতেন ?
হ্যা আপনি যদি ঐ বাথরুমের দিকে না দৌড়িয়ে নেতার বাড়ির দিকে দৌড়ানো পাবলিক হন তাহলে অবশ্য আলাদা কথা ।

এখন রামপাল নিয়ে একটা প্রশ্ন করি । আপনার কি সত্যি মনে হয় যে সুন্দরবনের উপর কোন প্রভাব পড়বে না ?
আপনারা যুক্তি দেখাচ্ছেন প্রযুক্তি । বলছেন
>এমন এক প্রযুক্তি
>এমন ভাবে নিয়ন্ত্রন করা হবে
>এমন ভাবে ব্যবহার করা হবে
এই "এমন" কথাটা বড় বেশি ব্যবহার করছেন না তো ?

প্রভাব পড়বে কি পড়বে তার ছোট্ট একটা কথা বলি । কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ব্যাবহারের জন্য পশুর নদী থেকে প্রতি দিন ৯১৫০ ঘনমিটার করে পানি প্রত্যাহার করা হবে। ও সরি প্রতি দিন না প্রতি ঘন্টায় । আপনারা বলছেন এইভাবে পানি প্রত্যাহারের ফলে পশুর নদীরপানির লবণাক্ততা, নদীর পলি প্রবাহ, প্লাবন , জোয়ার ভাটা, মাছ সহ নদীর উদ্ভিদ ও প্রাণী জগৎ ইত্যাদির উপর মোট কথা স্বাভাবিকতার উপর কোন প্রভাব পড়বে
পড়বে না ।
এটা কি বিশ্বাস যোগ্য ?
প্রভাব পড়বে কি পড়বে না এটা বুঝতে বিজ্ঞানী নিউটন হওয়ার কোন দরকার পড়ে না । স্বাভাবিক চিন্তা শক্তি থাকলেই হয় ।

একটা মজার কথা বলি । জানেন তো বাংলাদেশে বড়পুকুরিয়ায় একটা কয়লা ভিত্তিক তাপ কেন্দ্র আছে । রামপালের মতই আরকি । তবে আকারে আরো ছোট । আড়াইশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মনে হয় ।
ফলাফল কি জানেন ?
বিদ্যুৎ কেন্দ্রের সাত আট কিলোমিটার জুড়ে ছাই আর ছাই । এমন কি এর আসে পাশের বসবাহরত মানুষ নানা রোগে আক্রান্ত । পার্শবর্তী তিলাই নদীর পানি চরম ভাবে বিপর্যস্ত । এইটা হচ্ছে ফলাফল ।
এই তাপবিদ্যুত্‍ কেন্দ্র মাত্র ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাই এই অবস্থা । একবার কেবল চিন্তা করেন ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পরিমান দুষন আসতে পারে ।

এইটা বাংলাদেশ আমেরিকা জার্মানী না । তারপর সব থেকে মজার কথাটা হল কার্বন নিঃস্বরনের হাত থেকে রক্ষার জন্য চারিপাশে গ্রীন বেল্ট তৈরি করা হবে । হে হে হে !

আমি বলছি যাই করেন না কেন দুষন হবেই । আমি বড় পুকুরিয়ার উদাহরন টানলাম । আপনি এমন কোন উদাহরন টেনে দেখান যেখানে দুষন হয় নাই !!
আপনাদের সুপার ক্রিক্যাল থিউরী অননুসারে তো পরিবেশের কোন ক্ষতিই হবে না ! কিন্তু জনাব এটা কেবল থিউরী ?
প্লিজ দয়া করে জার্মান আমেরিকার উদাহরন টানবেন না । বাংলাদেশে বাস করেন বিদ্যুত্‍ কেন্দ্র বাংলাদেশে হচ্ছে । উদাহরনটা বাংলাদেশেরই হোক ।

এটা বাংলাদেশ এই কথা টা একটু মনে রাখা উচিৎ ? বাংলাদেশ তার বড় বড় প্লান্ট গুলো কিভাবে রক্ষানাবেক্ষন করে তা নিশ্চই আপনাদের অজানা নেই ! তাইলে কেমনে ভরশা করেন বিদ্যুৎ কেন্দ্রটা সঠিক ভাবে পরিচালিত হবে আদৌও !
আপনি আপনার নেতার কথায় ভরশা করতে পারেন কিন্তু আমি যে পারি না ! বোধ বুদ্ধির হবা রপর থেকেই তো দেখতেছি ! কেমনে ভরশা করি !
তার উপর বাংলাদেশে পরিবেশ দুষনের জন্য খুব বেশি কার্যকরী আইন নেই । আইন অবশ্য কিছু আছে কিন্তু তা মোটেই ফলপ্রশু নয় !
কিন্তু অন্যান্য দেশে পরিবেশ করক্ষার জন্য কি পরিমান কঠিন আইণ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না ! সুতরাং সেই দেশের সাথে তুলনা দেওয়াটা কেমন যেন হয়ে যায় !

যেখানে লোকালয়ে আইন মানা হয় না সেখানে বনের কাছে কিভাবে আইন মানা হবে এটা ভাবতেই অবা লাগে !


এখন প্রশ্ন আসতে পারে বড় পুকুরিয়ায় দুষন হচ্ছে তাতে আমার কোন কথা নাই কেন ? রামপালের ক্ষেত্রেই কেন এতো কথা !
ভাল কথা মনে করেছেন ।
কদিন আগে এক মহাজ্ঞানীর মুখে এমন কথা শুনেছি । সিগরেট খেলে সুন্দরবন রক্ষার আন্দোলনে যাওয়া যাবে না ।
সিগারেটের ধোয়ায় পরিবেশ ক্ষতি হয়, রামপালের বিদ্যুত্‍কেন্দ্রের ধোঁয়ায়ও পরিবেশের ক্ষতি ।
একটাতে প্রতিবাদ নেই অন্যটাতে কেন প্রতিবাদ !
সত্যি বলব লাইনটা পড়ে আমি বড় পুলকিত হলাম । মানুষ এতো বড় জ্ঞানী হতে পারে আমার ধারনার বাইরে ছিল ।

যাই আগের কথায় ফিরে আসি । ঐ তিন বৃদ্ধমহিলার উদাহরন দিয়েছিলাম মনে আছে । একবার ভাবুন তো ঐ তিন মহিলার ক্ষেত্রেই কি আপনার রিএকশন এক রকম হবে ?
হবে না ।
এই ব্যাপারটাও ঠিক ঐ রকম । বাংলাদেশের মানুষ কোন কালেই খুব বেশি পরিবেশ সচেতন না । আমি নিজেও না । কিন্তু বাঙালী সব সময় কিছু বিষয় নিয়ে খুব সেন্সসেটিভ ।
পরিবারের অন্য সবার শরীর খারাপ হলে আপনার কেমন মনে হয় আর যদি আপনার মা অসুস্থ হয় তাহলে আপনার কেমন মনে হয় ?
রিএকশন কি এক রকম ?
দেশে হাজার রকম সমস্যা আছে ! দুর্নীতি হয় ! তরুন সমাজ দুর্নীতির বিরুদ্ধে কোন কথা বলে না প্রতিবাদ করে না অথচ শাহবাগে আন্দোলন হল ! কেন হল ?
সুন্দরবন সেই রকম একটা সেন্সসেটিভ বিষয় ।
স্বাভাবিক মানুষের এমন অনুভুতি গুলো থাকে অধিক জ্ঞানী মানুষেরা এই সবের উর্ধে !

আরো একটা কথা বলার দরকার এখানে । বিশ্বে প্রতি নিয়ত পরিবেশ দুষন হচ্ছে ! এখানে দুইটা ব্যাপার আছে একটা হল মানুষ বাধ্য হয়ে দুষন করছে আর একটা মানুষ ইচ্ছএ করে দুষন করছে ! এই দুই টা এক করে দেখার কোন উপায় নাই । এই দুষনের ক্ষেত্রে রিএকশনও এক হতে পারে না ! এই সহজ ব্যপার টা আশা করি সবার বুঝবে !


এখন আবার আপনি বলবেন সুন্দরবন তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ।
বুঝলাম । মানুষতো এমনিতেই মারা যায় তায় বলে কি চাইলেই তার পেতে ছুরি দিয়ে মেরে ফেলবেন ?
কিসের সাথে কি মেলাচ্ছি তাই না ?
হাস্যকর ?


তারপর বদনা হাতে নেতার বাড়ির দিকে দৌড়ানো পাবলিকদের কথা শুনলে মনে হয় রামপাল ছাড়া আর কোন জায়গা নাই । বিদ্যুত্‍ কেন্দ্র রামপাল ছাড়া হতে পারে না । শুনলাম সরকার কক্সবাজারের মহেশখালীতে তাপ বিদ্যুত্‍ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।
এই জায়গা গুলো কোথা থেকে এল ?
খুজলে আরো কত জায়গা বের হবে ।

আপনে বলবেন আপনে খুইজ্জা দেখান !
আমি কেন খুজে দেখাবো ? এটা কি আমার কাজ ?

আচ্ছা ঠিক আছে রামপালেই হোক । কিন্তু পরে হোক । আগে কক্সবাজারে হোক । ওখানে আধুনিক প্রযুক্তির খেল আমরা দেখি । যদি দেখা যায় না ফলাফল পজেটিভ তখন রামপালে হবে ।
কিন্তু প্রথম ছফাতেই এখানে ?
প্রথম দফাতেই কেন এমন রিক্সটা নিতে হবে ?

তাদের কেউ কেউ আবার বলে এখানে সরকারের লাভ কি ?
সরকার কি আসলেই দেখে আমাদের স্বার্থ দেখতাছে ? এর ভিতর কি সরকারের নিজের কোন স্বার্থ নাই ? নিজের মানে নিজেদের লোকেদের ! এর ভিতর আমরা সাধারন জনগন পড়ি না !
এটা কি ভাবা খুব বেশি লজিকছাড়া হবে যে এই রামপালকেই সরকারে নির্বাচন প্রচারনার একটা মুখ্য হাতিয়ার হিসাবে ব্যব হার করতে চাচ্ছে ! এর সাথে সরকারে পেয়ারা লোক জনের কত টাকা পয়সার ব্যাপার সংযুক্ত ?

আসুন আরো কিছু লজিক ছাড়া কথা বার্তা শোনা যাক ।

আবার মনে করুন আপনি ভাতের সাথে ডিম খাবেন । আপনার শারীরিক উন্নতির জন্য আপনার ডিম খাওয়া জরুরী । কিন্তু আপনার কাছে ডিম কেনার মত অতো টাকা নেই । আমি আপনার সাহায্যের জন্য হাজির । বললাম যে ডিম কিনতে আমি আপনাকে টাকা দেব ।
কিন্তু কিছু শর্ত আছে । কি সেই শর্ত ? আসুন দেখা যাক ।
>ডিমের বাজারদর মনে করুন দশটাকা । আপনাকে কিনতে হবে ১২ টাকা দিয়ে ।
>কিনতে হবে আমার পছন্দের দোকান থেকে ।
>১২ টাকার ভিতর আমি দিবো ২ টাকা আর আপনি দিবেন ২ টাকা ।
>বাকি ৮ টাকা ব্যাংক থেকে লোন নিতে হবে এবং আমার পছন্দমত ব্যাংক এবং পছন্দমত সুদের হারে লোন নিতে হবে ।
>যে ডিমটা রান্না করবেন সেই আপনার বাড়ি রান্না হবে সাথে সাথে ডিমের খোসা আপনার বাড়িতেই ফেলা হবে ।
>এবং সবার শেষে ডিমের অর্ধেকটা আবার আমাকে দিতে হবে ।
হেহেহে !

আপনি কি ডিম খাবেন নাকি ডিম খাওযার ইচ্ছে এখনও আছে ?
অত্যন্ত হাস্যকর কথা বার্তা !
এমন স্বাস্থ্য উন্নয়ন দরকার ?
কোথায় ডিম খাওয়া আর কোথায় রামপাল চুক্তি । খবরদার দুটোকে এক করে দেখতে যাবেন না ।

আরে আরো একটা কথা বলতে ভুলে গেছি ! সবাই যখন রামপালের কথা বলতেছে তখন কেবল ১৩২০ মেগাওয়াট বিদ্যৎ উৎপাদনের কথা বলতেছে । দেশের বুকে এতো বড় প্রজেক্ট ! তেরশ !!

মামা অর্ধেম ডিম যে দাদারা নিয়ে যাচ্ছে এটা খিয়াল আছে তো ?


অনেক লজিক ছাড়া কথা বার্তা হল আসুন কিছু সায়েন্স ফিকশনের কথা বার্তা শুনি !
১. প্রকল্পের বিভিন্ন স্তরে অত্যাধুনিক 'ডাস্ট সাপ্রেশন সিস্টেম' থাকবে !
২. স্থানান্তরের জায়গাগুলোতে "Water Sprinkler" (পানি ছিটানোর যন্ত্র) থাকবে।
৩. সুপারক্রিটিকাল বয়লার প্রযুক্তি
৪. কার্বন নির্গমনের ক্ষতিপূরণস্বরূপ সবুজ বেষ্টনী (Green belt) স্থাপন,
৫. অত্যন্ত দক্ষতার সাথে সেই ছাই নিয়ন্ত্রন ও নিষ্কাশনের ব্যাবস্থা করা হবে
৬. নকশা এমনভাবে সাজানো হয়েছে যাতে উত্তপ পানি বন্ধ থাকা অবস্থায় চক্রাকারে ঘুরে ক্রমান্বয়ে ঠান্ডা হবার পর নির্গমন হবে

কি মনে হচ্ছে ?
মনে হচ্ছে না যে আরে এই রামপাল তো আসলেই অতি পরিবেশ বান্ধব ! পরিবেশের একটুও ক্ষতি করবে না ! ইসস ! আমরা কত্ত দুষ্ট !! আর বেশি বেশি বানানো উচিৎ ।
এই সব দেখেই আমার মনে একটা প্রস্তাব উদয় হল !
আমার মনে হয় সবার এই টাইপের একটা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ আওয়ামীলীগ এর ধানমন্ডি শাখার আসে পাশেও স্থাপন করা যেতে পারে ! যেহেতু এটা পরিবেশের কোন ক্ষতিই করতে না সুতরাং বাধা কুথায় !
পানি আসবে ধানমন্ডি লেক থেকে !
পোষ্ট অনুসারে পাওয়ার প্ল্যান্টের কারনে ধানমন্ডি লেকের পানির গুণগত মান পরিবর্তিত হবেনা, কারন- একটি সমন্বিত পানি এবং বর্জ্য পানি শোধনাগার প্রক্রিয়া গ্রহণ করা হবে । ময়লা পানি পুনর্ব্যাবহারের (reusing) লক্ষে পানি বিশুদ্ধকরণ (recycling) প্রক্রিয়ার বাস্তবায়ন হবে । প্রকল্পটি এমনভাবে সাজানো হবে যাতে এখান থেকে কোনো বর্জ্য পদার্থ এবং ময়লা পানি অব্যাবস্থাপনায় নির্গত না হয় !! হয়ে গেল না !
তারপর শক্তিশালী Electrostatic Precipitator (ESP) যন্ত্র লাগানো হবে যার ফলে উৎপন্ন ফ্লাই অ্যাশ এর ৯৯.৯% গ্যাসীয় জ্বালানী থেকে শোষণ করে নেয়া যাবে। সুতরাং কোন সমস্যাই হবে না !

কি এমন একটা বিদ্যুৎ কেন্দ্র করা যায় ?



যাক আরো অনেক লজিক বিহীন কথা বার্তা বলার ইচ্ছা ছিল কিন্তু পিসির কি এক সমস্যা হয়েছে বারেবার বন্ধ হয়ে যাচ্ছে !!
পরিশেষে বাধরুম চাপলে পিলিজ আগে বাধরুমের দিকেই যাইয়েন ! :D :D



সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×