স্বপ্ন উড়াই যখন তখন,
স্বপ্ন বানাই নিজের মতন,
তোমার মত একটা স্বপ্ন পুষব আজীবন।
মিষ্টি বৃষ্টি সন্ধ্যাজল,
বলি প্রেম নেই, তবুও মন চঞ্চল..
কেন স্বপ্ন দোলায় বল আমার আঁচল?
চিলেকোঠায় জানি তোমার ঘর,
তাই ওপাশের ছাদে হয় আমার ভোর..
বলি প্রেম নেই,প্রেম নেই, শুধুই ঘোর।
আমার এলোমেলো সাজ পোষাক,
তোমার জন্য আজ গুছিয়ে থাক,
তোমায় ভেবে একটু টিপ আর কাজলের আঁক।
জানি প্রেম নেই,তবু রাতের আকাশ,
আঁধার আঁধার কাঁচ,তোমার আভাষ,
পর্দা সরালেই জানালর ফাঁক...
এ কি তোমার জন্য অপেক্ষা?তোমার জন্য হাহাকার?
ভাবি তুমি নেই,তুমি নেই স্বপ্নে আমার,
স্বপ্নে আঁকি তবু ভাবনা তোমার...
বল এ তোমার কেমন অত্যাচার?
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫২