আজ ১ জুন। সেই ১ জুন।
সেই ঐতিহাসিক ১ জুন, ২০১৬ সালের এইদিন কোটি কোটি ব্যবহৃত/অব্যবহৃত বাংলার ৫ টি (৪টি রাক্ষস ও ১টি নির্জীব) কোম্পানি থেকে ক্রয়কৃত SIM এবং ১টি প্রায় প্রাগৈতিহাসিক কালের RIM হয়তোবা চিরদিনের জন্য বিদায় নিতে যাচ্ছে।
যে বা যাহারা বেসরকারি চাকুরিজীবী অথবা নিত্যদিনের সাংসারিক ঝামেলার কারণে আপনার প্রিয় সিম খানি পুন:নিবন্ধন করাতে পারেন নি তাদের জন্য বাঙালি সহমর্মী।
যে সকল বাঙালি শিশুরা যারা বয়স না হওয়াতে তাদের জাতীয় পরিচয় পত্র করাতে পারে নি, কিংবা যে সকল মাত্রই প্রাপ্তবয়স্ক সীমায় প্রবেশকৃতরা দীর্ঘ ২/৩ বছর আগে ছবি তুলে এসে এখনও জাতীয় পরিচয় পত্র হাতে পান নি তাদের জন্য বাঙালি সমব্যথি।
যে সকল গোঁয়ারগণ - "আমার সিম, আমি রেজিস্ট্রেশন করামু না, তাতে তোমার কি?" টাইপের ভাব নিয়া ছিলো তাহাদের প্রতি জাতী উদাসীন।
ভাই ও বোনেরা কার কয়টা সিম ইন্তেকাল ফরমাইছে তাহা জাতীর মনে জানতে চায়।
যে সকল সিম/রিম চিরবিদায় নিচ্ছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। (আশা করব যারা চান তারা অতি শীঘ্রই তাদের প্রিয় সিম/রিম এর ক্লোন কপি কম ঝামেলার মুখোমুখি হয়েই যার যার কাছে নিয়ে আসতে পারবেন।)
যে সকল সিম/রিম বেঁচে আছে তাহাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর ও নিরাপদ হোক। সর্বোপরি আমাদের মোবাইল ফোন নিরাপদ হোক।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ১২:৩৫