সর্বশেষ : ১৬৩টি (সকল) কেন্দ্র :
ডা. সেলিনা হায়াৎ আইভী (দোয়াত কলম) - ১৮০,০৪৮ ভোট।
শামীম ওসমান (দেওয়াল ঘড়ি) - ৭৮,৭০৫ ভোট।
১,০১,৩৪৩ ভোটে সেলিনা হায়াৎ আইভী বিজয়ী।
এছাড়াও অপর চার মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৭ হাজার ৬১৬ ভোট। (তৈমুর শনিবার গভীর রাতে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।) আতিকুল ইসলাম ১ হাজার ৮৫৫ ভোট, আতিকুল ইসলাম নান্নু মুন্সী ৬ হাজার ১২ ভোট, শরীফ আহমেদ ১ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন।
চ্যানেল আই'র তৃতীয় মাত্রায় দেয়া সেলিনা হায়াৎ আইভী তাৎক্ষনিক প্রতিক্রিয়া...
বিগত কয়েক ঘন্টায় প্রতিটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ, কম্যুনিটি ব্লগ ও সোস্যাল নেটওয়ার্ক গুলোয় মানুষের অসংখ্য মন্তব্যে আইভীর প্রতি তাদের সমর্থন ও শুভ কামনা প্রকাশ পেয়েছে। আইভী ও নারায়ণগঞ্জের এই নির্বাচন এদেশের রাজনীতিতে একটি উদাহরণ হয়ে থাকবে দীর্ঘদিন.....
নাসিক নির্বাচনে আইভির নিরঙ্কুশ বিজয়ে নারায়ণগঞ্জবাসী প্রমাণ করলো এদেশের মানুষ সত্যিকার অর্থেই সুস্থ্যধারার রাজনীতির পক্ষে... এই বিজয় সরকারের জন্য জণগণের একটি বার্তা... এই বিজয় আওয়ামী লীগের সাংগঠনিক স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র চপেটাঘাত... গণতন্ত্রচর্চার গত দুই দশকেও ফিরে ফিরে জনতার রায়ই প্রতিফলিত হয়েছে, যদিও বিকল্প কোনো পথ না থাকায় দেশের মানুষ দুই বড় দলের আবর্তেই রয়ে গেছে..... সুতরাং, অন্যান্য রাজনৈতিক দলের জন্য এটা একটা বড় শিক্ষা....
অভিনন্দন আইভী... নারায়ণগঞ্জ বাসীদের অজস্র ধন্যবাদ... কূলষিত রাজনীতির বিপক্ষে এ বিজয় সমগ্র বাংলাদেশের...
হ্যাঁ, এ নির্বাচনে নারায়ণগঞ্জবাসী'রা শুধু তাদের নগরমাতা-ই খুজেঁ পয়নি আমরা খুজেঁ পেয়েছি কিছু অমোঘ রাজনৈতিক সত্য... সম্প্রতিক সময়ে সরকার আর বিরোধী দলের আচরণে মনে হয়, এগুলো তারা ভূলতেই বসেছিল...
অত্যন্ত সফল ভাবে এ নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে টানপোড়েনে কথিত স্বাধীন নির্বাচন কমিশন'র ভেতরের পুতুল মূর্তি আমাদের সামনে উন্মচিত হয়েছে। সংবিধান সংশোধন ও তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিলের পর এ নির্বাচনের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ন কিছু প্রশ্নের মূখোমুখি এসে দাড়িয়েছি...
সুতরাং, নাসিক নির্বাচন থেকে সবারই কিছু বেসিক শিক্ষা নেয়া উচিত....
নির্বাচনী আচরণবিধির কারনে টিভি চ্যানেলগুলো এখন শুধু জিয়া হল থেকে অফিসিয়াল ফলাফল জানাচ্ছে.... কিছু ফেসবুক পেজ কেন্দ্র থেকে আপডেট করছে.... সেলিনা হায়াত্ আইভী ও শামীম ওসমান 'র অফিসিয়াল ওয়েব সাইট ও ফেবু পেজে চোখ রাখুন....
ডা. সেলিনা হায়াত আইভির ওয়েব সাইট
শামীম ওসমানের ওয়েব সাইট
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪২