কাল রাতে আমাকে একজন মেসেজ দিলঃ
Kemon asen apu ??

আমি উত্তর দিলামঃ ভালো আছি :
সে বললঃ Apnake kobi bole somman korbo naki blogger bole osomman korbo...??
আমি অবাক হয়ে বললামঃ কবি হলেই সম্মান করতে হবে আর ব্লগার হলেই অসম্মান করতে হবে এমন কি কোনও কথা আছে?
সে আমাকে সুন্দর করে এই কথা বলার কারণখানি ব্যাখ্যা করলঃ
Eita to amar kotha nah...
Amdr desher haal ekhn emon-e to... Dekhtsen nah..??
Ektu chokh kaan valo kore khola rakhun.... Charpashe blogger sobdota ekhn gali hisebei shunte paben....!!
এর উত্তরে আমার বলতে ইচ্ছে করছিলঃ
মানুষের চোখ আর কান কিসের জন্য? অবশ্যই দেখা আর শোনার জন্য।
কিন্তু বাঙালির চোখ আর কান কি জন্য? চোখ অন্যের দোষ খোঁজার জন্য আর কান অন্যের নামে কুৎসা শোনার জন্য। আমরা যেভাবে চোখ কান বন্ধ করে চিলের পিছনে কান ফিরিয়ে আনার জন্য ছুটি ওইটা না করলে আমাদের অবস্থান আজকের জায়গায় হতো না। আমরা তাহলে আজ অন্য কোথাও থাকতাম।
কিন্তু ঐ মুহূর্তে উত্তর দিতে গিয়ে দেখলাম আমি তাকে আর কোনও মেসেজ দিতে পারছি না। কোথাও কিছু একটা সমস্যা হয়েছিলো। এখন আবার ঠিক আছে। আমি চাইলেই তাকে এখন মেসেজ দিতে পারি। কিন্তু আমার তা করতে ইচ্ছে করছে না। "ব্লগার মানেই নাস্তিক" যাদের এই অন্ধ বিশ্বাস তাদের সব্বাইকে ডেকে যদি জিজ্ঞেস করা হয়, "ব্লগার মানেই যদি নাস্তিক হয় তো ধর্ম সম্পর্কিত ব্লগ যারা লেখেন তাদের তোমরা কি বলবে"?
এরা কিছুক্ষণ আমতা আমতা করবে, এরপর কিছু ল্যাংড়া-কানা-খোঁড়া যুক্তিতে তর্ক করার চেষ্টা করবে, এরও পর কিছুতেই কুলিয়ে উঠতে না পেরে অযথা গালাগাল শুরু করবে। কারণ আমি বা আমরা জানি এদের কাছে কোনও সদুত্তর নেই।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬