আমরা সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই, তাই বলে এই বিচারের দাবীর সাথে সম্পূরক দাবী হিসেবে পবিত্র ইসলাম ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং ইসলাম ধর্ম ভিত্তিক সংস্থা/সংগঠন নিয়ে যে বিষেদগার শুরু হয়েছে তার প্রতি আমাদের কোন সমর্থন নেই। আমরা সকল ইসলাম ভিত্তিক সংগঠনের সাথে সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মের সংগঠন ও সংস্থার প্রতিও সমানভাবে শ্রদ্ধাশীল।
আমরা আগেই বলেছিলাম, ব্লগার রাজিবের মৃত্যুর জন্য দায়ী বর্তমান সরকার। সরকার তাকে নিরাপত্তা দিতে পারে নাই। এমন কি তার মৃত্যুর পর চার দিন অতিক্রান্ত হবার পরও সরকার তার খুনীদের গ্রেফতার করতে পারে নাই। যদি রাজিব হায়দার হত্যাকান্ডের স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত ও বিচারকাজ সম্পন্ন করতে না পারে, তাহলে প্রমাণিত হবে শাহবাগ আন্দলোনকে নগ্ন ভাবে দলীয়করণ করে একে জমিয়ে তুলতে তারা নিজেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পিলখানার শহীদগণ, সাগর-রুনি, নাটোরের সানাউল্লাহ নূর বাবু, বিশ্বজিতসহ অসংখ্য নিরীহ সাধারণ মানুষের একের পর এক নৃশংস হত্যাকাণ্ডকে যেভাবে বিচারহীন ভাবে এই সরকার ফেলে রাখছে, রাজিবের নৃশংস হত্যাকাণ্ড সেসবের ধারাবাহিকতা ছাড়া আর কিছু না। রাজিব একজন বিকৃতরুচির মানষিক রোগী হিসেবে পবিত্র ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং মহান আল্লাহ এবং তার প্রেরিত মহানবীকে অশ্লীল ভাষায় গালাগালি করার পরও আমরা তার হত্যাকাণ্ডের তীর নিন্দা করেছি এবং হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের আহবান জানিয়েছি।
তবে উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশের তরুন প্রজন্মের মধ্যে বিরাজমান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাকে পুঁজি করে সরকারী মদতে এক শ্রেনীর ইসলাম বিদ্বেষী নোংরা মানুষকে 'শহীদ' এবং 'নাস্তিক' হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। নাস্তিক হওয়া বা না হওয়া যে কোন মানুষের অধিকার। একজন নাস্তিক খুব বেশি হলে মহান আল্লাহ তা-আলার অস্তিত্বকে অস্বীকার করতে পারে। কিন্তু মহান আল্লাহ এবং তার প্রেরিত মহানবীকে অশ্লীল ভাষায় গালাগালি করা কোন মানুষকে কোন ভাবেই নাস্তিক বলা যায় না। এমন মানুষ বিকৃতরূচির মানষিক রোগী।
সরকারীভাবে রাজিবের করা এইসব গালাগালিকে ধামা চাপা দিয়ে সরকারী মিডিয়া ব্যবহার করে রাজিবের যে মিথ্যে ধার্মিক পরিচয় দেশবাসীর কাছে তুলে ধরা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। রাজিব নিজেই তার ফেসবুকে এইসব ব্লগের মালিকানা দাবী করে ২০১২ সালের ১৮ই জুলাই পোস্ট দিয়েছিলো (Click This Link)। তারপরও সরকারী ভাবে এই সকল অশ্লীল লেখার দায় অন্যের ঘাড়ে চাপানোর সরকারী প্রোপাগাণ্ডা এই দেশের ধর্মপ্রান মুসলমানদের সাথে প্রতারণার সামিল। মহান আলাহ তাআলা, মহানবী হযরত মুহাম্মদ (স
