অতীতের কংকালে বর্তমানকে ভীত হতে দেখছি আজ, সময় যন্ত্রের দোলাচলে শত সংশয়,
বিষণ্ণ, বড় যন্ত্রণার সব মুহূর্তগুলো যখন আবেগকে জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে তখন সময়ের নয়,
সময়ের সন্নিকট রয় না মন; বৃথা সংকটে সন্ত্রস্ত হয় অনুভিতর মেঘকণা আর পেয়ে বসে অযথা ভয়।
স্বপ্ন যখন অকস্মাৎ কড়া নেড়ে যায় মন কপাটে, বদ্ধ দুয়ারের দুর্গম রুদ্ধতায় স্বপ্নেরা অবাক হয়,
ফিরে চলে যায় স্বর্গরাজ্যের আহবান তবু বুঝে ওঠা হয় না সময়ের ফাঁদ, হয়না মুক্তি নির্ঘুম স্বাপ্নিক এর,
হয় না পূর্ণ কাঙালের স্বপ্ন দেখার আকাংখা।
সে যে সময় হাতড়ে বেড়ায় প্রতিটি রাত্রে, খুঁজে বেড়ায় বিষণ্ণ কবিতার কয়েকটি নিষ্প্রাণ লাইন আর চেনা কিছু ছবি, চিরচেনা গান-ভালোবাসা কবি,
অপরাজিতার নীলচে মায়ায় নিজেরে হারানো স্বপ্ন পিপাসুর ফিরে পাওয়া হয়না রোদেলা পুরবী,
সে চাঁদের মাঝে দিশেহারা বাঁচে, কালো মেঘ তার প্রাপ্তি, সুপ্ত কোন বাসনা নিয়ে চন্দ্রকথাকে আহবান করে যাওয়া বিবাগী চাতকের মর্মস্পর্শী কণ্ঠস্বরের মহাকাব্যিক ক্রন্দন, তার হয়না দেখা রবি।
ঘরছাড়া শালিকের গান আমি গাইবোনা, লিখবোনা কোন উপন্যাস ছাদের খসে পড়া খড়কুটো করে আশ্রয়,
নির্ঘুম পরবাসীরে বিধাতা ভুলোনা, ভুলোনা জগতের শত তারকা সম অন্তর! স্বপ্ন যে নিখাদ ছিল,
ছিল শুধু স্বাপ্নিকের কবিতা বা অকবিতার দ্বিধা, তবে আকাংখা ছিল শুধু ভালোবাসার।
রঙের খোঁজে চোখ মেলাতে কিছুটা হতাশা হয়ত ছিল, তবে হবের অনুমান ছিল বাড়াবাড়ি,
পারেনি তো কতো পর্বত শত, মেঘমালা দিতে পাড়ি,
তবু বৃথা পিছু ফেরাতে নেই কোন সত্য বিপ্লব তাই মাথা উঁচু সে দাঁড়িয়েই থাকে অবিচল, ভাবেনা মহামারী।
আজ স্বপ্ন দেখার আকাংখায় আবারও কোটি চোখ বন্ধ হয়েছে নিশ্চিত জানে মহাকাল,
স্বপ্নভঙ্গের নির্মমতায় অতিঅভ্যস্ত শত প্রান হয়ত ছটফট কাঁদছে, শুধু একটু ঘুমের আশায়,
কি বা এসে যায় ঘড়ির কাঁটার, যদি তুমি ব্যর্থ হও, যদি স্বপ্নেরা আজও না দেয় দেখা,
যদি ঘুমের রাজ্যে না হয় তোমার বিচরণ আর না হয় তোমার শেখা
আকাশের মেঘে আরোহণ, যায়না কিছুই এসে মেঘমালার, তবু তাকিয়ে রয় কতো অক্ষিগোলক হাতের রেখা পানে,
স্মৃতি আর সম্ভাব্যের দোটানায় পড়ে কি লাভ আর, আমিও আঁখি বুজে শুধু স্বপ্নের পানে ধাবমান,
জানিনা সম্মুখে দুঃস্বপ্নের হয়ত আহবান, জানিনা, তাইতো স্বপ্ন খুঁজেছি চিরকাল, স্বপ্ন বেঁচেছে অম্লান।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮