ভালোকি বেসেছিলাম আমি কভু?
গানগুলোর বেশি সুরেলা হয়ে ওঠা আমি বুঝেছি,
দেখেছি বিকেলগুলোকে আরো রঙিন হতে,
তবু বুঝিনা, ভালোকি বেসেছি আমি?
চোখ বুঁজে আমি বৃষ্টির গান শুনেছি,
বুনেছি স্বপ্ন মেঘের পরে,
কত হেসেছি অকারণ,
তবু জানিনা সেই কি সে প্রিয়জন।
কত কবিতা লিখতে গিয়ে ছিঁড়েছি কাগজ অযথাই,
তুমি এলে পরে,
কবিতা এলো, তোমার চোখের দৃষ্টি,
দেখার পরে।
লিখতে গিয়ে নয়ন বুঁজে,
নয়ন দেখি লিখি কিযে,
যায় হয়ে নাকি কাব্য, প্রিয়া,
তুমি প্রিয়তমা কি আমার?
আমি পাহাড় দেখিনি,
জানিনি মেঘ,
পাহাড় সমান ভালবাসিনা,
তাই মেঘের পরে বুনিনি ঘর।
তবু আজ আকাশে নীল গল্পগুলোকি ভালবাসা?
তবে হয়ত, ভালবাসি তোমায়.......