১) প্রথমে কল করে জানবেন ফোনটির বাইরের কি অবস্থা - স্ক্র্যাস/দাগ আছে কি না?
২) তারপর জানবেন কত দিন ইউজ হয়েছে এবং হার্ডওয়ার/সফটওয়ার এ কোনো সমস্যা আছে কি না?
৩) তারপর জিজ্গাসা করবেন ফোনটি কোথায় থেকে কেনা হয়েছে এবং কেনার সময়ের কাগজপত্র আছে কি না? ফোনটি যদি বিদেশ থেকে অথবা গিফট এ পাওয়া হয়, মানে কাগজপত্র নাই, তাইলে অবশ্যই বিক্রেতার কোনো আইডি কার্ডের ফটোকপি দিতে বলবেন।
৪) ফোনটির সাথে কি কি দেওয়া হবে জিজ্গাসা করবেন যেমন চার্জার, ডাটা কেবল, হেডফোন, বক্স ইত্যাদি এবং এগুলো অরিজিনাল কি না?
৫) এরপর আসলো দামাদামির পালা, সবচেয়ে ভালো হয় দামটা ফোনেই সারিয়ে নেওয়া কারণ রাস্তায় দামাদামি ভালো দেখায় না।
৬) সর্বশেষ দেখার জা্য়গা ঠিক করা, অবশ্যই পাবলিক প্লেস হতে হবে, কারো বাসা অথবা অফিসে কখনই না, কোনো রেস্টুরেন্টে বসে দেখলে ভালো, রাস্তায় দাড়িয়ে ও দেখা যাবে কিন্তু মাথায় রাখতে হবে কোনো এলাকার চিপা গলিতে কখনই না, অবশ্যই মেইন রোডে হতে হবে যেখানে মানুষের যাতায়াত বেশি।
*** লেখাটি সম্পূর্ণ আমার ৫ বছরের অভিজ্ঞতা থেকে লেখা। এই পর্যন্ত প্রায় ১০০টির অধিক ফোন কেনা বেঁচা করেছি অনলাইনে কারণ আমার ফোন পরিবর্তনের একটি নেশা আছে। দয়া করে কেউ লেখাটি আমার অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।
সময় হলে এটাও দেখুন
অনলাইনে ব্যবহৃত ফোন কিনার সময় ৭টি গুরুত্বপূর্ণ টিপস (At the time of Buying)