আবরারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী
শহীদ ২ ধরনের হয়৷ এক. মৌলবাদী শহীদ (মৌলিক শহীদ) দুই. অ-মৌলবাদী শহীদ (সেক্যুলার শহীদ)৷ বিস্তারিত বলছি...
এক.
"শহীদ" ধারণাটি ধর্মের নিজস্ব সম্পত্তি৷ এর কপিরাইট একমাত্র ধর্ম কর্তৃক সংরক্ষিত৷ ‘প্রধানমন্ত্রী’র ধর্মগ্রন্থে শহীদদের অপরিসীম মর্যাদার কথা লেখা আছে৷
নামনিশানা মুছে গেলেও ওদের ক্ষতি নেই৷ মৃত মনে করা মানা, ওরা শহীদ৷ ওদের প্রশংসায় পঞ্চমুখ হন, আর নিন্দায় মুখরিত হন, ওরা শহীদ৷ "বীর" বলেন আর "সন্ত্রাসী" বলেন, ওরা শহীদ৷ "স্বাধীনতাবিরোধী" বলেন আর "অখণ্ড স্বাধীনতার সেবক" বলেন, ওরা শহীদ৷ ওদের সব পাপ মাফ (ঋণ বাদে)৷ নিহত হওয়ার পর ক্ষণবিলম্ব নেই, জান্নাত৷ অনন্ত বসন্ত, চিরযৌবন, চিরপ্রশান্তির জান্নাত৷ ওদের একটি আবদারই শুধু পূরণ হবেনা— বারবার জীবিত হওয়া, বারবার সত্যের পথে সংগ্রাম করা, বারবার বহুবার খুন হয়ে শাহাদাতের অমিয় সুধাসুখ উপভোগ করার আবদার।
বছর ঘুরে ওদের শাহাদাতের দিনটি হাজির হলে ওদের কথা স্মরণে আসতেই পারে৷ কিছু ভালো কাজ করা যেতে পারে এদিন৷
ব্যাপক কুরআন পাঠ ও অধ্যয়ন
ওদের শোকাহত প্রিয়জনদের খোঁজখবর
যারা চলে গেলো তাঁদের জন্য দোয়া
শহীদদের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ
সর্বোপরি, ওদের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ৷
দুই.
"শহীদ" ধারণাটি রাজনীতির নিজস্ব সম্পত্তি নয়, ধর্মের ধনভাণ্ডার থেকে নিয়ে আসা সম্পদ৷ আমাদের ইতিহাসগ্রন্থে শহীদদের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা লেখা আছে৷
দেশের সবাই তাঁদের নাম ঠিকানা ভুলে গেলেও তাঁদের কোন ক্ষতি নেই৷ পৃথিবীর মানুষ তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হোক, আর নিন্দায় মুখরিত হোক, তাঁরা শহীদ৷ লোকে তাঁদের "বীর" বলুক আর "সন্ত্রাসী গাদ্দার" বলে অপবাদ দিক, তাঁরা শহীদ৷ "স্বাধীন রাষ্ট্র ভাঙার ষড়যন্ত্রের হোতা" বলে অপবাদ দিক আর "স্বাধীনতাকামী গণমানুষের নেতা" বলুক, তাঁরা শহীদ৷ প্রতি মাসে বিশেষ সরকারী ভাতা পাক বা নাপাক, তারা শহীদ। তাঁদের নাম শীবনাথ দেবনাথ ধিরেন্দ্র সুরেন্দ্র নরেন্দ্র হলেও তাঁরা শহীদ৷ তাঁদের ধর্মবিশ্বাস একত্ববাদ, তৃত্ববাদ, বহুঈশ্বরবাদ, নাস্তিক্যবাদ যাই হোক, তাঁরা শহীদ৷
.
বছর ঘুরে তাঁদের আত্মদানের দিনটি হাজির হলে তাঁদেরকে স্মরণ করতে হবে৷ কিছু জরুরী কাজ করতে হবে এদিন৷ যেমন—
প্রতিকৃতি ইত্যাদিতে পুষ্পস্তবক অর্পণ
মোমবাতি মঙ্গলপ্রদীপ ইত্যাদি প্রজ্বলন
এক মিনিট নীরবতা পালন
মশাল মিছিল
সর্বোপরি, শহীদদের মহান আত্মদানকে অর্থবহ করতে ধর্মের কালো ছায়া থেকে সমাজ ও রাজনীতিকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় প্রকাশ৷
(পুনউল্লেখ্যঃ শহীদ ধারণাটি রাজনীতির নিজস্ব সম্পত্তি নয়, ধর্মের ধনভাণ্ডার থেকে নিয়েস আসাা সম্পদ৷)
মুসলিম আবরারের জন্য তার প্রভুর কাছে হৃদয় নিঙড়ানো দোয়া
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১০