ঘোর অমাবস্যায়
পূর্ণিমায় চাঁদ আলোকিত হবে।
তীব্র খরার প্রখর রোদে
সূর্য রংধনুতে হাসবে।
মাঘের প্রচণ্ড শীতে
উদলা গায়ে গঙ্গায় স্নান হবে।
আজীবনের জাতিভ্রষ্ট দেবতা
জাতীয়তাবাদ ফিরে আনবে।
সারাজনমের তিরোভূত বাতাস
দৃশ্যমান পাখি হয়ে উড়ে যাবে।
মন্দ ভালো হবে, ভালো মন্দ হবে।
যেমন খুশি তেমন সাজে আমায় পাবে,
মানলে মানবে, না মানলে হারবে।
বেলা শেষে এই হবে বিহতক,
বিচার মানি তালগাছ আমার।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২২ ভোর ৪:৩৯