আজ আমি ডাকপিয়ন নয়,
আজ আমি লেখক।
সারা জনম কতজনের কত শত চিঠি
পৌঁছে দিয়েছি।
চাকরীর শেষ দিনটি রেখেছি
শুধু আমার পারুর জন্য।
নিজের লেখা, প্রাণের কথা
পৌঁছে দিব প্রিয় পারুর কাছে।
একখানা পত্র লিখেছি নিজের মত।
মনের মাধুরী মিশিয়ে লিখা যায় কত?
ভোরের আলো ফুটতে দরজায় কড়া শত।
পত্রিকার পাতা খুলতে হইলাম ক্রন্দনরত।
এই কী মহাকান্ড! লিখেছেন বিজ্ঞজনঃ
"সোশ্যাল মিডিয়ার কাছে হয়ে নত
হারিছে সোনালী দিনের চিরাগত।
অ্যাপ থেকে অ্যাপে ঘুরছ মনের কথা
ভালোবাসা চলে ভাই অ্যাপের গ্যাপে।"
নতুন জয়েন করা কলিগ খিলখিলিয়ে হাসছে,
কি নজরুল মিয়া এখনো বুঝি বুনছ পুরনো কাঁথা!
স্থায়ী ঠিকানা বলে আছে নাকি কিছু আজ ।
তোমার পারু সোশ্যাল মিডিয়ার চিরানুরক্ত।
খালি লাগবে একটি ইলেক্ট্রনিক যন্ত্র
শিখেছ কী সোশ্যাল মিডিয়ার মন্ত্র?
আছে টেলিগ্রাম আরও আছে ইনস্টাগ্রাম
কে খুঁজে ভাই ডাকপিয়ন?
দিতে পারি একটি অপিনিয়িন,
লাগবে শুধু ১১ ডিজিট।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ২:১১