***স্বার্থক মরণ***
ধরে নিচ্ছি, তুমি কল্পনার চেয়েও
বেশি হিংস্র, বন্য। হয়তো অদেখা
টর্নেডোর চেয়েও বেশি ভয়ংকর।
তবুও কিছু দুর্লভ প্রাপ্তির সমীকরণ
মেলানোর দারুণ দুঃসাহস নিয়ে
ছুটে যাচ্ছি তোমার পানে।
চোখে আংগুল দিয়ে হায়নার দল
বার বার ইঙ্গিত দিচ্ছে। মিলবে না
একানা নিজ অস্তিত্বের বিনাশ ষোলো আনা।
তবুও তোমায় ভালোবাসতে চাই,
পেতে চাই শেষ আশ্রয়,
হোক না তবে এই মরণ স্বার্থক।
***অনুভূতির বন্যা***
আজ থেকে তোমাকে ভালোবাসি
আর আজ থেকেই দূরত্বের প্রতি এত জ্বালা!
আমি বিরক্ত আলো-আঁধারে, সমান্তরালে
বয়ে চলা রেললাইনে, উষ্ণতা আর শীতলতায়,
জোয়ার-ভাটায়,এমন কি নিজের সাথে বয়ে চলা
ছায়া আরো বেশি যন্ত্রণাদায়ক।
আরেকটু কাছে কি আসা যায় না?
দুজনার গায়ের চামড়া, মাংস, হাড়
মিশে যেতে পারে না? ঠিক যেমন
এক বিন্দু পানি আরেক বিন্দু পানির
সাথে মিলিয়ে যায়, যেন দু'জনার
শিরা উপশিরা প্লাবিত হয়ে যায়, আর
ভেসে যাবে তীব্র অনুভূতির বন্যার জলে।
ছবি: আমার তোলা
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:১৪