সিটিসেল জুম কানেকশনটা সাথে নিয়ে এসেছি, তাই গ্রামের বাড়ি থেকেই ব্লগাচ্ছি, ব্লগারদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানাতে।
গতকাল বাঁশের আগা একটা ভাল মতো চেঁছে রেখেছিলাম, রাতের আকাশ থেকে চাঁদটা খুঁচিয়ে বের করার জন্য, কিন্তু পারিনি। ভেবেছিলাম, অনেক সময় তো আবার রাত দশটায়ও বাংলাদেশের আকাশে চাঁদের আবির্ভাব ঘটে, তাই প্রতীক্ষায় ছিলাম এমন সংবাদের, রাত দশটা পর্যন্ত।
কিন্তু দিনের দশটা পর্যন্ত যেহেতু এমন কোনও সংবাদ আসেনি, তাই বুঝাই যাচ্ছে, আগামীকালই ঈদ।
ঈদের আনন্দে শরীক হোক সবাই। ঈদ মোবারক, ভাল থাকবেন সবাই।
বাড়িতে দাওয়াত রইল।