আজ আমাদের জীবনে এক বিশেষ দিন।
আমরা আজ কেউ ভুলিনি, তোমাকে স্মরণ করতে- পত্রে পত্রিকায়, রেডিও-টিভিতে, বিশেষ সংস্করণে, বিশেষ আয়োজনে।
বিশেষ ভাবে তোমাকে স্মরণ করতে ভুলিনি, বিশিষ্ট ব্যক্তিদের সমারোহে মুখর বিশেষ জশনে জুলুস, র্যালি, সমাবেশে।
তোমারি নিবেদনে বিশেষ কাব্য, গীত গাইছি তাই, বিশেষ অনুষ্ঠানে, বিশেষ পোশাকে আবির্ভূত হয়ে।
নেতারাও থেমে নেই-তোমারি গুণ কীর্তনে বিশেষ বাণী প্রচারে।
এই সব কিছুই করছি কারন তুমি আমাদের সবার জন্য বিশেষ , তাই আজকের দিনটিও ।
কিন্তু-ঠিক তেমনি-
আমরা বিশেষভাবেই ভুলে যাই, তোমাকে স্মরন করতে-
কথায়, কর্মে, চিন্তায়, মননে, ফ্যাশনে, সংস্কৃতিতে, প্রতিটি দিনযাপনে-পাছে লোকে ব্যাকডেটেড বলে।
তোমাকে বিশেষভাবেই ভুলে থাকি, সমাবেশে, আলোচনায়, মিটিং-এ, বক্তব্যে-
ব্যস্ত জীবনে যে তোমার জন্য আর সময় হয়ে উঠে না।
তোমাকে নিবেদিত গান আর কবিতা শুনা হয়ে উঠে না, তোমার জীবনীর বইগুলোতে ধুলা পড়ে গেছে-
এসব খুব যে বোরিং লাগে।
নেতারাও তোমার আদর্শ, শিক্ষা, পাথেয়, কথন, বাধা -বারণ- সব আস্তাকুড়ে নিক্ষেপ করেছে-
কারণ, তারা গণতন্ত্র ভালবাসে।
আর আমরাও তাদের ভালবেসে বারে বারে বসাই নেতার আসনে।।
_____________________________________________
তারপরও আমরা কেউ ভুলেও তোমার উপর আস্থা হারাইনি- শেষ বিচারের দিনে তোমারি বিশেষ সুপারিশের।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩০