সিলেটের চা বাগানের ছবি অনেকের কাছে পাবেন, অনেক সুন্দর ভার্সন। আমাদের চা বাগানে যাওয়া হয়েছিল অল্প কিছুক্ষনের জন্য, তাও আবার সন্ধ্যায়, তাই ভাল ছবি আসেনি। জাফলং আর মাধবকুন্ডের কিছু দারূন দৃশ্য ক্যামেরাবন্দী করার সৌভাগ্য হল।এবার শুধু জাফলং নিয়ে হাজির হলাম।
জাফলং যাওয়ার পথে, বাস থেকে তোলা ছবি:
জাফলং পৌঁছে দেখলাম এই দৃশ্য:
আর দেখি শ্রমিকদের কঠিন পরিশ্রম:
এরপর নৌকায় চড়তে চড়তে বর্ডারের কাছে একটি সুন্দর জায়গায় যেতে যেতে দেখলাম:
এরপর দারূন একটি জায়গা-বর্ডারের গা ঘেষে, পৌঁছেই দখি:
ঐ দেখা যায় ভারতীয় বর্ডার, ঐ দেখা যায় ব্রীজ।
ঐ পাহাড়ে ওত পেতে আছে বি এস এফের কার্টরিজ।
(বাকিটা আপনারা বানিয়ে নেন)
যাই হোক, দৃশ্যটা অসাধারন, ছবিটা আমার পার্সনাল ফেভারিট:
সব মিলিয়ে জাফলং মানেই অসাধারন: পাথর, নদী, পাহাড় আর সাম্যের বাণী নিয়ে সবার মাথার উপর বিস্তৃত সুনীল আকাশ:
ফেলে আসতে মন চাইছিল না। ফেরত আসার সময় এই দৃশ্যটা বন্দী করলাম ক্যামেরায়:
বিদায় জানানোর আগে জানিয়ে যাই, চোখ রাখুন, এর পর হাজির হবো মাধবকুন্ডের ছবি নিয়ে।
ভাল থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৫