C/C++ : সি’ হল একটি হাই-লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেটা ’৭০ দশকের মাঝামাঝিতে ডেভেলপ করা হয়। মূলত এটি ব্যবহৃত হত ইউনিক্স প্রোগ্রাম লিখার জন্য, তবে বর্তমানে এটি কাছকাছি প্রায় সবধরনের প্লাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন লিখতে ব্যবহৃত হয়। আগের অন্যান্য ল্যাংগুয়েজের সাথে তুলনা করলে, ‘সি’ ল্যাংগুয়েজ পড়ার জন্য সহজ, আরামদায়ক এবং মেমরী ব্যবহারের ক্ষেত্রে অধিক কার্যকরী।
‘সি++’ বা ‘সি প্লাস প্লাস’ হচ্ছে আরেকটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেটাতে ‘সি’ ল্যাংগুয়েজ বিল্ট-অফ। এর মানে হল, বানান ও উচ্চারনের দিক থেকে যদিও এটি ‘সি’ এর কাছাকাছি মনে হয়, তথাপি এটি অবজেক্ট অরিয়েন্টেড ফিচারসমৃদ্ধ। ফলে প্রোগ্রামাররা কোডের মাধ্যমে প্রয়োজনমত বিষয় বা অবজেক্ট তৈরী করতে পারে। এর ফলে প্রোগ্রামিং আরো সহজ, দক্ষ এবং কারো কারো ভাষায় আরো মজাদার হয়ে উঠেছে। শক্তিশালী এবং সুসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বর্তমানে বেশীরভাগ প্রোগ্রামই ‘সি প্লাস প্লাস’ ল্যাংগুয়েজ ব্যবহার করে লিখা হয়।
CAD: ক্যাড-র পূর্ণরূপ হল “Computer-Aided Design”, যেটা ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারাররা সর্বকালের অন্যতম সেরা আবিষ্কার হিসেবে গণ্য করেন। প্রায় সবধরণের ত্রিমাত্রিক (3D) ডিজাইনই ক্যাড সফটওয়্যারের মাধ্যমে করা যায়। ডিজাইনাররা এখন যেকোন বিষয়বস্তুকে সহজে ইলেক্ট্রনিকভাবে উপস্থাপনা করতে পারছেন, যেখানে পূর্বে এটি করতে হত পেন্সিল ও পেপারের সাহায্যে। ফলে বর্তমানে কাজ আরো দ্রুত ও নিঁখুত হচ্ছে। উপরন্তু, ক্যাড-র মাধ্যমে তৈরী বিষয়বস্তুকে প্রয়োজনমত পরিবর্তন করা যায়, যেটা সাধারণ পেপার ও পেন্সিল দিয়ে করাটা সময় ও পরিশ্রম সাপেক্ষ।
Cell : : স্প্রেডশীট সারি এবং কলাম দ্বারা গঠিত, যেটা একটি টেবিল বা গ্রিড গঠন করে। সেল হল স্প্রেডশীটের মধ্যে একটি আলাদা অংশ এবং এটি একটি সারি ও কলামের ছেদ দ্বারা নির্ধারিত হয়। অধিকাংশ স্প্রেডসীটগুলিতে সারি বোঝাতে সংখ্যা এবং কলাম বোঝাতে অক্ষর ব্যবহৃত হয়ে থাকে, যেখানে সেল একটি অক্ষর এবং সংখ্যা দ্বারা একত্রে বোঝানো হয়।
উদাহরণস্বরূপ, A3 সেলটি স্প্রেডশীটের প্রথম কলামে (A), তৃতীয় সারিতে অবস্থিত। তাহলে সেল B3 এর ঠিক ডানপাশেই এবং A4 সরাসরি এর নিচের দিকে হবে। যদি একজন ইউজার A কলামের নাম পরিবর্তন করে "আয়" এবং সারি 3-র নাম পরিবর্তন করে "Q3" করে, তাহলে A3 এর নাম পরিবর্তিত হয়ে "IncomeQ3" হবে। এছাড়া একজন ইউজার সেলকে ‘অ্যাবসলিউট কল রেফারেন্স’ (যেটাকে $A$3-ও বলা হয়)দ্বারা উল্লেখ করতে পারেন। বেশীরভাগ স্প্রেডশীট প্রোগ্রাম ‘অ্যাবসলিউট কল রেফারেন্স’ কে সমর্থন করে, যেটা বিভিন্ন সূত্র তৈরীতে অধিক ব্যবহৃত হয়।
সেল বিভিন্ন ধরণের ডাটা বা তথ্য যেমনঃ সংখ্যা,তারিখ, সময়, মুদ্রা, শতকরা হার, টেক্সট এবং অন্যান্য বিভিন্ন তথ্য ধারণ করতে পারে। বেশীরভাগ স্প্রেডশীট প্রোগ্রামে বিভিন্ন ডাটার জন্য সেলগুলিকে প্রয়োজনমত গঠন বা ফরম্যাট করা যায়, যেটার মাধ্যমে একটি তথ্য প্রবেশের ফলে একাধিক সেলের কাজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, ইউজার বর্তমানে নির্বাচিত একটি সেল দ্বারা মার্কিন ডলারে মুদ্রা বিন্যাস করতে পারে। সেক্ষেত্রে যদি সেলের মধ্যে "123" লিখা হয়, তাহলে ট্যাব বা এন্টার বা সেলের বাইরে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে "$123.00"-তে পরিবর্তিত হয়ে যাবে। যদি নির্বাচিত সেলটি একটি তারিখের জন্য ফরম্যাট করা হয়, তবে টেক্সট "1/2/3" থেকে "01/02/2003" পরিবর্তন হতে পারে।
এছাড়া সেলে নিজে ডাটা প্রবেশ করানোর বা অন্যান্য সেল থেকে গণনার ফলে পাওয়া ফলাফল থাকতে পারে। উদাহরণস্বরূপ, A20 সেলে একটি সূত্র থাকতে পারে যেটা A1-A15 সেলের যোগের মাধ্যমে ফলাফল তৈরী করতে পারে। সেল C5-এ একটি সূত্র থাকতে পারে যেটা B কলামের সব সংখ্যার গড়মান বের করতে পারে।
http://www.technologybasic.com All Basic Terms of Technology.
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১২ রাত ১:৩০