দৈনন্দিন পথনির্দেশিকা
কষ্ট-যাতনার মুখে সহনশীল হওয়া
--------------------------------------------------------------------------------
وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذلِكَ لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ
আল্লাহ বলেন,
যে ধৈর্য্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে। নিশ্চয়ই (সে যে জেনে রাখে) এটা দৃঢ় সংকল্পের কাজ।
আল কুরআন- সুরা শু'রা ৪৩
--------------------------------------------------------------------------------
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল!
· আমার কিছু আত্বীয়-স্বজন রয়েছে, যাদের সাথে আমি আত্বীয়তার বন্ধন রক্ষা করি, কিন্তু তারা তা ছিন্ন করে।
· আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে মন্দ ব্যবহার করে।
· আমি তাদের সাথে সহনশীলতা দেখাই, কিন্তু তারা আমার সাথে অজ্ঞতা সুলভ আচরণ করে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
যদি তোমার সাথে এরকমই করা হয় যেরকম তুমি বললে, তবে যেন তুমি তাদের প্রতি গরম বালি ছুড়ে মারছ। যতক্ষণ তুমি এ নীতির উপর অবিচল থাকবে, আল্লাহরপক্ষ থেকে এক সাহায্যকারী (ফেরেশতা) তাদের মোকাবিলায় তোমাকে সাহায্য করতে থাকবে।
রিয়াদুস সালেহীন-২য় খন্ড অনুচ্ছেদ -৭৬ হাদীস নং- ৬৪৮
--------------------------------------------------------------------------------
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth