পারসোনার বনানী শাখা থেকে হিডেন ক্যামেরা পাওয়া গেছে। ব্লগের মাধ্যমে অনেকেই খবরটা ইতোমধ্যে পেয়ে গেছেন। আসুন এবার কিছু প্রতিক্রিয়ার প্রতি আলোকপাত করি। সাথে সাথে কিছু প্রশ্নও করি।
প্রশ্ন১। হিডেন ক্যামেরা পাওয়া গেছে চেঞ্জরুমে। চেঞ্জরুমে হিডেন ক্যামেরার প্রয়োজনীয়তা কি?
প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটা নাকি সিসি ক্যামেরা ছিল তাহলে
প্রশ্ন ২। চেঞ্জরুমে সিসি ক্যামেরাই বা কি করে? ছিলোই যখন সেটা লোক চক্ষুর আড়ালে রাখার কি দরকার ছিল?
প্রতিক্রিয়াতে জানা গেল, সেটা নাকি কোন এক ইলেক্ট্রিশিয়ানের ভুল বসত সামান্য ঘুড়ে গেছে। সে ক্ষেত্রে
প্রশ্ন ৩। সামান্য ঘুড়ে একদম চেঞ্জরুমের ভিতর ঢুকে গেল?
এর জবাব জানতে আমরা পারসোনার ফেইসবুক গ্রুপের ওয়ালে পোষ্ট শুরু করলাম ওয়ালের লিংক হচ্ছে-
http://www.facebook.com/yourpersona
সেখানে আমাদের করা প্রশ্নগুলো মুছে দেয়া হচ্ছে তা হলে আমাদের সর্বশেষ প্রশ্ন-
আসলেই কি ঘটনা সত্য?
এটা কোন ভুল হলে আমাদের জানাও ভুল বুঝাবুঝিটা কোথায়? পোষ্ট মুছে কি তোমরা প্রমান করছো না তোমরা আসলেই পার্লারের ব্যাবসার আড়ালে এই ব্যাবসা করো?
সবাই এই গ্রুপের ওয়ালে প্রশ্ন চালিয়ে যান। কারও না কারও প্রশ্নের জবাব তো ওরা দিবেই। এটা আমাদের কনজিউওমার রাইট। শুধু তাই না। আমরা যদি আজকে মুখ বুঝে থাকি কালকে এটা আমাদের পার্লার ব্যাবহারের সাথে সাধারন সেবা হিসাবে পাওয়া যাবে না তা আমরা জোর গলায় বলতে পারি না।
আমি খুব ভাল করে জানি মেইন স্ট্রিম মিডিয়ায় এই নিউজ যাবে না। তবে আপনি নিজ দায়িত্বে আপনার প্রিয়জনকে সতর্ক করুন। না হলে নিজের বিবেকের কাছে কিভাবে মুখ দেখাবেন?
সর্বশেষ খবর-
পারসোনার ফেইসবুক গ্রুপটা ভক্ত দের ভালবাসার প্রশ্নের মুখে ছ্যাড়াবেড়া হয়ে বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে সে পেইজটি দেখতে এরকম ছিল-
আমাদের জেরার মুখে যদি পেইজ বন্ধ করতে বাধ্য হয় তবে এই ব্যাবসা বন্ধ করতেও বাধ্য হবে। জবাবদিহি করতেও বাধ্য হবে
আপডেট ২-পেইজ আবার খুলে দেয়া হইসে কিন্তু আমাকে পোষ্ট করতে দেয়া হচ্ছে না। তবে অন্যরা গালাগালি অব্যাহত রেখেছে। সেগুলো মুছে দেয়া হচ্ছে।
তাদের কাছে কোনই ব্যাখ্যা নাই