জহির রায়হান ১৯৭২ সালে একটা ডকুমেন্টারি তৈরী করেছিলেন-"
stop genocide"
ডকুমেন্টারিতে মুক্তিযুদ্ধের অনেক অপ্রকাশিত সত্য তুলে ধরা হয়েছিল।
ইণ্ডিয়ার অনেক কুকীর্তি প্রকাশ করা হয়েছিল সে মুভিতে।
মুভি রিলিজ-পূর্ব সংবাদ সম্মেলনে জহির রায়হান বলেছিলেন যে এতে মুক্তিযুদ্ধের অনেক অনুদ্ঘাটিত সত্য প্রকাশ পাবে।
ইণ্ডিয়ান সৈন্যরা কীভাবে বাংলাদেশ থেকে পাক আর্মির ফেলে যাওয়া অস্ত্র গায়েব করে দিয়েছিল, তা ঐ মুভিতে ছিল।
কী করে ইণ্ডিয়ান সৈন্যরা আদমজী জুট মিলের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গিয়েছিল, তাও ছিল মুভিতে।
তারা বাংলাদেশের জনগণের পরিত্যাক্ত বাড়িঘর থেকে পানির ট্যাপ থেকে শুরু করে সিলিং ফ্যান পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল।
জহির রায়হান এই সংবাদ সম্মেলনের পরই নিখোঁজ হয়ে যান।
ইণ্ডিয়ান গোয়েন্দা সংস্থা র' থেকে তাকে গায়েব করে দেওয়া হয়েছিল চিরতরে।
মুজিব এ সমস্ত বিষয়ই অবগত ছিলেন।
যদি অবগত না-ই থাকতেন, তবে কীভাবে তিনি জহির রায়হানের বোনের ফোনের জবাবে বলেছিলেন-"বেশি জহির জহির করবা না। জহির জহির করলে তুমিও জহিরের মত গায়েব হইয়া যাইবা।"
মুজিবের র' এর বিরুদ্ধে কিছু বলার শক্তি ছিল না।
এবার বলুন, ইনি বাংলাদেশকে ইণ্ডিয়ার কাছে বিক্রি করেছিলেন কিনা!
এমনই বিক্রি করেছিলেন যে আমাদের দেশের জহির রায়হানের মত প্রতিভাকে মেরে ফেললেও তার করার কিছু ছিল না।
knowing all these, will you address him বঙ্গবন্ধু?
will you?