অনেকদিন ধরে ব্রডব্যান্ড ব্যবহার করে এখন আর পারা যাচ্ছে না। মাসে ১২০০ টাকা দিয়ে স্পিড পাওয়া যায় সর্বোচ্চ ২৪/২৫ কেবিপিএস, তারপর আবার কখনো কখনো লাইনেও সমস্যা দেখা দেয় ।
ইদানীং বিদ্যুতের লুকোচুরিতে অবস্থা আরো খারাপ: ল্যাপটপ চললেও ব্রডব্যান্ড চলে না। তাই আবার অতিরিক্ত ৩২০ টাকা/মাস দিয়ে সিটিসেল জুম চালাতে হয়।
অবশেষে এবার চিন্তা করলাম বাংলালায়ন নেব।
আপনার যারা বাংলালায়ন ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা কেমন?
কিং প্যাকেজ নেয়া ভালো হবে নাকি লিমিটেড ভল্যুম প্যাকেজ (২৫জিবি) ভালো হবে? কারন শুনেছি, কিং প্যাকেজ গুলোতে তারা নাকি FUP দিয়ে ফাঁপড় দেয় !
পরামর্শের জন্য ধন্যবাদ।
__________________________________________
কি ঝামেলা: কিছুক্ষণ আগে কথা বলে জানতে পারলাম ওদের আপলোড স্পিড ডাউনলোডের ১/৪ । তাহলে তো ধরা !!
এই স্পিড বাড়ানোর কোনো উপায় নাই ??
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১:০৬