আমি তখন ৩য় বর্ষের শেষ দিকে।
তখন কম্পিউটার এতটা available ছিল না।
যাই হোক আমার এক ক্লাসমেট যে কিনা কিছুটা সাহিত্যিক,
কিছুটা কারন সে একটা উপন্যাস লিখছিল যেটা কিনা আমি কম্পিউটারে বাংলায় টাইপ করে প্রিন্ট করে বই আকারে ফটোকপি করে দিছিলাম।
তো এইটা নিয়ে আমাদের ক্যাম্পাসে যথেষ্ট মজা হইছিল।
এর পর আমার ঐ বন্ধুর ইচ্ছা হইল যে সে একটা কবিতার বই লিখবে।
এই জন্য সে একটা কম্পিউটার কিনে ফেলল। তারপর আমার কাছ থেকে কিছু টিপস নিয়ে টাইপ করা শুরু করল।
বিজয় install করে layout print করে আমি বাসায় আইস্যা ঘুমাইছি।
ঘুম খেকে উইঠ্যা দেখি অনেক missed call. সাথে ব্যাক করলাম,
আমি: কি দোস্ত কি হইছে?
দোস্ত: আমার পেজ শেষ হইয়া গেছে।
আমি: কিসের পেজ?
দোস্ত: আমি যেখানে লিখি।
আমি: কোথায় লেখ?
দোস্ত: আরে কম্পিউটারে তুমি যে দেখায় দিলা যেখানে লিখব।
আমি: তো কি হইছে?
দোস্ত: আমার তো লেখতে লেখতে পেজ শেষ হইয়া গেছে এখন পেজ কিনতে হইব।তুমি আসার সময় আমার জন্য ১০০ পেজ নিয়া আইস।
আমি:




