যদি সবুজের মায়ায় ছুটে আস শঙ্খচিল বেশে
যদি টলটলে স্বচ্ছপানিতে সাঁতরাবে, উচ্ছ্বাসে রাজহাঁসে
জেনো অপেক্ষায় আছে একজন, চেয়ে পথপানে
নীল দিগন্তে চেয়ে; প্রতীক্ষার দিনগুনে।
অবেলা হারালে সুদূরে
নীরব-রজনী কাটে, রিক্ততায় নয়ন কৌঠরে
শুধু তোমাকে নিয়ে হারাবো বলে পুষ্পবনে
আশায় বসে আছি,
শুধু প্রতীক্ষায় কাটে দিবা-নীশি।
স্বপ্ন নয়নজোড়া গেছ ভুলায়ে
বসন্ত পাখিদের মূর্ছনায়, নির্ঝরের পায়ে।
মন আজ লুটায়ে পড়ে আকাঙ্খায়
স্বপ্নচারিনী দেবে কি একবার; সবুজে শেষ দেখা !