উ: ব্লগ একটি খুবই ফ্লেক্সিবল লেখার মাধ্যম। এতে আপনি ডায়রী লেখার মত নিজের ভাবনা, অভিজ্ঞতা অপরের সাথে শেয়ার করতে পারবেন। আপনি বাধাহীনভাবে যে কোন বিষয়ে আপনার মতামত রাখতে পারেন। একই সাথে অন্যেরা আপনার লেখা সম্পর্কে মতামত জানাতে পারবে।
আমার জিজ্ঞাসা: বলা হইছে ফ্লেক্সিবল! কিন্তু এটা তো জটিল খালি সমস্যা বাধে। বাধাহীন ভাবে মতামত রাখতে পারবেন, কিন্তু মতামত দিলে যে অনেকের মতামত মডু....রা ডিলিট কইরা দেয়।
প্রশ্ন: বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়ারইন ইন ব্লগ) কি?
উ: বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়ারইন ইন ব্লগ), সামহোয়্যার ইন লিমিটেড পরিচালিত বাংলা ব্লগের সম্পূর্ন নতুন একটি মাধ্যম যেখানে আপনি আপনার নিজের ব্লগ তৈরি করতে পারেন এবং অন্যের ব্লগে মন্তব্য করতে পারেন আপনার মাতৃভাষা বাংলায়।
আমার জিজ্ঞাসা: বলা হইছে মন্তব্য করতে পারেন আপনার মাতৃভাষা বাংলায়। সবাই তাই করে, কিন্তু গালিগালাজ করতে বলে নাই মাতৃভাষা বাংলায়।
প্রশ্ন: আমি কি একটির বেশি ব্লগ তৈরি করতে পারব?
উ: হ্যাঁ পারবেন। তবে প্রতিটির জন্যে একটি ভিন্ন কার্যকরী ইমেইল লাগবে।
আমার জিজ্ঞাসা: ব্লগ তৈরি করা কোন সমস্যা না তবে এর সদব্যবহার করতাছে কয়জনে?
প্রশ্ন: কমেন্ট কি মোছা যায়?
উ: হ্যাঁ । আপনার ব্লগে করা অন্যের কমেন্ট আপনি মুছতে পারবেন তবে অন্যের ব্লগে আপনি কমেন্ট করলে আপনি সেটা মুছতে পারবেন না।
আমার জিজ্ঞাসা: অন্যের কমেন্ট আপনি মুছতে পারবেন, কিন্তু মডু....গো কথা কয় নাই যে তারা মুছতে পারবো। কেমনে কি?faq
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ ভোর ৪:৫৯