এই সাইটের হাবভাব বুঝতেই আর লেখালিখির ইচ্ছা থাকে না। বোধ করি সকাল বেলা কিছু পোষ্ট করলে এই সাইটের ব্লগার বৃন্দ পোষ্টগুলোতে চোখ বুলান। কমেন্ট করুক আর না করুক। ৎকয় বার পঠিতৎ এই জিনিসটা দেখলে একটু শান্তি পাই। রাতের দিকে এই সাইটে এন্ট্রি মারলে দেহি ছাগল..............রাজাকার বা দূর্বল লোকজন গালিগালাজ বা আজাইরা কারো বদনাম লইয়া পোষ্ট দেয়। তখন আপনে কোন পোষ্ট ছাড়লে কোন ফায়দা নাই, যত ভাল পোষ্টই হোক কেউ ফিরাও চাইবোনা। যা হোক এই সব আজাইরা কথায় না যাই।
এই যে ব্লগে আপনারা এক জনের পিছে একজন আঠার মত লাইগ্যা আছেন, কেউ কাওরে গালি দিতাছেন, কেউ কাওরে ছাগল কইতাছেন, কেউ কাওরে আবার রাজাকার কইতাছেন। কাওরো মধ্য আবার কোন বিষয়ে মিল না খাইলে আপনারা তারে সবাই মিল্লা চাইপা ধরেন। এই গুলা নিশ্চয় আমাগো কাম্য নয়।
আইচ্ছা আপনারা কি কখনো ভাবছেন যে আমরা এই গুলা ঠিক করতাছি না। আচ্ছা আমরা তো এইখানে সব র্ভাচুয়াল তাই না? কেউ কাউরো তেমন ভাবে চিনি না। সবাই সবার লেখনীতে একজনের ভিতরের মানুষটারে আঁকার চেষ্টা করি। তো আপনারা যে মাঝে মাঝে এই ভাবে গালিগালাজ এবং আক্রমন করেন একজন আরেক জনরে তাইলে আপনাগো আমার একটা কথা জিগাইতে খুব ইচ্ছা করে, আচ্ছা ধরেন এই ব্লগের দুই শত্রু কেউ কাউরে চিনে না, তারা অন্য এক জায়গায় মিলিত হইলো, আর কোন ভাবে যদি দুইজনে জানেন যে আপনারা দুইজনই দুইজনের শত্রু! তহন আপনারা কি করবেন, কি মারামারি করবেন? নাকি একটা বড় পাথর লইয়া একজন আরেক জনের মাথা ফাটাইবেন? কোন টা করবেন?
আমি সব সময় ভাবি আপনারা যারা এইসব করতাছেন তারা যদি সবাই একসাথে মিলিত হন, তাইলে কি আপনারা কেউ কারো লগে কথা কইবেন না? নাকি ছাগল, রাজাকার কইয়া আবার কাইজ্যা শুরু করবেন? এটা আসলেই ঠিক না। মনে করেন আপনার শত্রু আপনার কাছে মরনের আগে পানি চাইলো তারে কি আপনি পানি দিবেন না? নাকি মুখ ফিরাইয়া লইবেন! কোন টা করবেন।
এই যে আমরা ধর্ম লইয়া এত মারামারি করি। কার কি লাভ হইতাছে? আমরা সবাই সংখ্যাগরিষ্ট দিক থেকে মুসলমান, এইটা কি বুঝতাছেন না আমরা মারামারি করা মানে বিধর্মীগো ফায়দা হইতাছে। তারা তো মনে করেন অট্টহাসি দিতাছে আমাগো এই সব দেইক্যা। কইবো আমাগো মধ্য কোন ইউনিটি নাই। কাইল যকন আপনার ভাইরে কোন বিধর্মী কিছু কইবো তখন আপনে কিছু কইতে পারবেন না, কারন আপনি নিজেই এই বিষয় লইয়া সারাদিন কাইজ্যা করেন।
বাংলাদশের ইতিহাস বিকৃত কইরা এদেশরে খারাপ করার লাইগ্যা অনেকে আছে। মজার ব্যাপার হইল যারা বিকৃত করতে চায় তাগো কিছু করতে হইতাছে না, আমরাই আমাগো সভ্যতা আমাগো ইতিহাস বিকৃত করতাছি। নিজেরা নিজেরা কাইজ্যা কইরা নিজেগোরেই গালি দিতাছি।
মনে করেন আমাগো সবাইরে সুযোগ দেয়া হইল এইসব বিষয় লইয়া কথা কওনের তখন কি আমরা নিজেগো মতটারে উপরে রাখার লাইগ্যা এক জন আরেক জনরে গালি কিংবা তার পিছনে উইঠা পইরা লাগমু। এতে কি আমাগো নিজেগো মান হানি হইব না? ভাবেন একবার যদি কখনো দেশের প্রয়োজনে সবার একসাথ হ্ইতে হয় তাইলে আপনারা মুখ ফিরাইয়া লইবেন, নাকি কইবেন ওমুকে গেছে দেইক্যা আমি যামু না ,তমুকে গেছে দেইক্যা আমি যামু না। তাইলে ফায়দা টা কাগো হইব? সবাই নিজেগো ক্ষতি করতাছি।
ভাবেন সবাই ভাবেন। যারা বিড়ি টানেন, তারা একটান বিড়ি টাইন্যা শান্তি মত দিল লাগাইয়া ভাবেন, আর যারা বিড়ি টানেন না, তারা একটা ক্লোড ড্রিংকস খাইয়া শরীর জুরাইয়া ভাবেন, সবাই নিজেগো ক্ষতি ছাড়া লাভ কাউরো হইতাছে না।
যাই হোক ছোটমুখে অনেক বড় কথা কইলাম। আমি ও ভাবতাছি আপনারাও দয়া কইরা ভাবেন, নিজেরা নিজেরা কাইজ্যা করন মানে আরেক জনের ফায়দা হওন। সেটা যে কেউই হইতে পারে!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১০