যেহারে রিয়েলিটি শো হচ্ছে তাতে বেস্ট ওয়াইফ ক্যাটাগরির একটি রিয়েলিটি শো এখন সময়ের দাবী। কিন্তু এমন উদ্যোগ যখন কেউ নিলনা তখন সবসময়ের জন্য চিন্তা-চেতনায় যুগের চেয়ে শত বছর এগিয়ে থাকা


কি আর বলব ভাইসব এই নিউজ পইড়া আমি আর কোন প্রতিযোগীতা আয়োজন করে মিথ্যা ছলনার আশ্রয় নিতে চাইনা। চারিদিকে যখন স্বাধীনতার ডাক, উদ্দামতার ডাক, বস্ত্র উম্মোচনের ডাক এবং অবশ্য অবশ্যই পুরুষতন্ত্রের কালো হাত ভেঙ্গে দিয়ে তাকে লুলা খোজা বানিয়ে দেয়ার হুমকি আকাশে বাতাসে ছড়িয়ে গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দেয়া হচ্ছে
সেখানে কিনা পর্নস্টার, হিন্দী সিনেমার নতুন সেনসেশন সানি লিওন তাবত নারীকূলকে ব্যাক টু দ্যা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মানে স্বামির পায়ের নীচে স্ত্রীর বেহেস্ত আদায়ের আহ্বান জানাচ্ছেন!!!!







নিউজটা আসলে এমন:
গিটারিস্ট স্বামী ড্যানিয়েল ওয়েবারই এখন থেকে অভিনেত্রী সানি লিওনের ব্যবসার ব্যবস্থাপক ও তাদের যৌথ মালিকানার নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান। আর তাই তার অনুমোদন ছাড়া কোনো সিনেমাতেই অভিনয় করেন না বলেই সম্প্রতি জানিয়েছেন সানি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এ বিষয়ে সানি বলেছেন, ‘ড্যানিয়েলের অনুমতি ছাড়া কোনো চিত্রনাট্যের প্রস্তাব করা যাবে না আমাকে। এমনকি সে জানে না এমন কিছুতে আমি সাইনও করি না।’
সানির সঙ্গে ড্যানিয়েলের পরিচয় হয়েছিলো অ্যাডাল্ট ফিল্মে একত্রে অভিনয় করতে গিয়ে। পাঁচ বছরের প্রেমের পর ২০১১ সালে তারা বিয়ে করেন। তখন থেকেই একত্রে নিজেদের প্রযোজনা সংস্থা পরিচালনা করেন এই দম্পতি। বিষয়টি উল্লেখ করে ড্যানিয়েল বলেছেন, ‘ভারতীয় সামাজিকতায় এ ধরণের পেশা নিষিদ্ধ, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। তাই আমি বা আমার স্ত্রী পর্নো তারকা হিসেবে পরিচিত হতে চাই না। একটা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক আমি এবং আমাদের সম্পর্কের সেরাটুকুই সবার সঙ্গে ভাগাভাগি করছি আমরা। আমরা বন্ধু, ব্যাবসায়িক অংশীদার এবং দু’জন একসঙ্গেই আছি সবসময়।’
এদিকে বলিউডের একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভের পর অ্যাডাল্ট ফিল্ম তৈরি বন্ধ করবেন কিনা জানতে চাওয়া হলে সানি বলেন, শীঘ্রই এই ক্ষেত্রটি ছেড়ে যাবার কোনো পরিকল্পনা তাদের নেই। ভবিষ্যতে তারা বলিউডি সিনেমা তৈরি করবেন কিনা জানতে চাওয়া হলে, এ বিষয়েও তাদের পরিকল্পনা অনিশ্চিত বলেই জানান তিনি।
যাই হোক সানি এই ক্যাটাগরিতে অবিসংবাদিত চ্যাম্পিয়ন। কারণ তার মত পতিভক্তির নমুনা বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা শাবানা ও কখনো সিনে পর্দায় ফুটিয়ে তুলতে পারেননি। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার কে হিংসা করবেন না এমন পুরুষ বিশ্বে একটাও খুজে পাওয়া যাবে কিনা বলা দুষ্কর। আসুন আমরা আমাদের বিজয়ীনীকে বরণ করে নেই।
উল্লেখ্য আমি সানিকে চ্যাম্পিয়ন হওয়ার পথে দশে বিশ নম্বর দিয়েছি। তারপরও মনে হচ্ছে অনেক কম নাম্বার দিয়ে ফেলেছি।








যাই হোক প্রতিযোগীতা না হোক অন্তত একটা গান তো হওয়া চাই


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৯